ঘুরে এলাম শিলং এর ক্রাংছড়ি ও লাইটলুম। ১০% shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা কেমন আছেন? যেহেতু অফিস,স্কুল সব চলছে তাই সময় কাটছে ব্যস্ততার মধ্যে দিয়ে। তারপরও মনের খোরাক মেটাতে লিখতে বসেছি। কথা দিয়েছিলাম শিলং এর আরো বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরিয়ে আনবো। আজ ঘুরিয়ে আনবো শিলং শহর থেকে বেশ খানিকটা দুরে শান্ত সবুজ গ্রাম ক্রাংছড়ি আর লাইটলুম থেকে।

Polish_20211117_132240510.jpg

লোকেশন লিংক-https://w3w.co/coolers.thrusters.hurtling

যারা শিলং ঘুরতে যাবেন তারা কোনভাবেই ক্রাংছড়ি না দেখে ফিরবেন না। শিলং শহর থেকে ক্রাংছড়ির দুরত্ব ৬৭ কিলোমিটার। যেতে সময় লাগবে আড়াই থেকে ৩ ঘন্টা।ক্রাংছড়ি যেতে গাড়ী ভাড়া লাগবে শিলং থেকে সাড়ে তিন হাজার টাকা। ক্রাংছড়ি যেতে তিন ঘন্টার যাত্রাপথের পুরো সময়ে চোখে পড়বে একপাশে পাথুরে পাহাড় আর অন্যপাশে গাঢ় সবুজ বন,যা নিশ্চিত চোখের প্রশান্তি এনে দেবে।পথে যেতে যেতে বাঁক পেরোতেই দেখা মিলবে উচ্ছল ঝর্ণার।

FB_IMG_1637132811504.jpg

লোকেশন লিংক-https://w3w.co/coolers.thrusters.hurtling

ঝকঝকে পিচঢালা রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎই বুনো ফুলের উপতক্যা আপনাকে স্বাগত জানাবে।বাড়তি পাওনা হিসেবে দেখতে পাবেন পাহাড়ের ঢাল ধরে তৈরী বিশেষ পদ্ধতির ধান চাষ। আরো দেখতে পাবেন পাহাড়ের ঢালে সোনারঙের বুনো ঝোপঝাড়।


FB_IMG_1637132954567.jpg

লোকেশন লিংক
-https://w3w.co/coolers.thrusters.hurtling

তিনঘন্টার দারুন জার্নি শেষে পৌছালাম ক্রাংছড়ির ঝর্ণা পয়েন্টে।টিকেট কেটে সিড়ি বেয়ে যখন ঝর্ণা স্পটের দিকে পা বাড়ালাম তখনকার সৌন্দর্য বর্ণনা করার ভাষা খুঁজে পাওয়া মুসকিল। চারপাশে ঘন সবুজ বন মাঝ দিয়ে বয়ে চলেছে ঝর্ণা। ঝর্ণার বিপরিত দিকেই স্বচ্ছ পানির লেক। সেই লেকে ইচ্ছে করলেই নৌকা ভাড়া করতে ঘুরতে পারেন। লেক পাহাড় আর ঝর্ণার সৌন্দর্যে বুদ হয়ে থাকতে চাইলে এখানকার ভাড়া করা তাবুতে কাটিয়ে দিতে পারেন দুটো দিন। তাবুর ভাড়া দিন প্রতি এক হাজার থেকে তিন হাজার পর্যন্ত।

Polish_20211117_193100657.jpg

লোকেশন লিংক-https://w3w.co/coolers.thrusters.hurtling

ঝর্ণার পানি জমে লেকের উল্টো পাশে তৈরী হয়েছে বিশাল জলাধার। চারপাশে পাথর মাঝখানে নীলচে সবুজ পানি ক্রাংছড়িকে দিয়েছে ভিন্নতা। আপনারা চাইলেই টিকিক কেটে নেমে পড়তে পারবেন ঝর্ণায়। তবে নামার আগে অবশ্যই লাইফ জ্যাকেট পড়া বাধ্যতামুলক, টিকেট কাউন্টার থেকেই একশো টাকায় ভাড়া নিতে পারবেন লাইফ জ্যাকেট।


FB_IMG_1637132830497.jpg

লোকেশন লিংক-
https://w3w.co/coolers.thrusters.hurtling

বোটে ঘুরে ঝর্ণার পানিতে ঝাপাঝাপি করে ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম। লাইটলুমের উদ্দেশ্যে রওনা হবার আগে ঝর্ণার গেটের পাশের হোটেল পাহাড়ি মোরগ, সব্জি,ডাল আর গরম ভাত দিয়ে সেরে নিলাম দুপুরের খাবার দারুন স্বাদ ঝাল ঝাল পাহাড়ি মোরগের মাংসের। খাবারের পুরো প্যাকেজ মূল্য ১৫০ টাকা। আমাদের পরের গন্তব্য লাইটলুম।


received_1076900019777707.jpeg

লাইটলুম অর্থ হলো আলোর শেষ। লাইটলু শিলং এর সবচেয়ে উঁচু স্থান একে জিরো পয়েন্ট ও বলা হয়। যারা বেড়াতে যাবেন তাদের বলে রাখি লাইটলুম অবশ্যই দুপুর দুইটার মধ্যে পৌঁছাবেন না হলে এখানকার সৌন্দর্য মেঘে ঢেকে যাবে। ক্রাংছড়ি থেকে লাইটলুম পৌছাতে সময় লাগবে দেড় ঘন্টা। লাইটলুমের পুরো রাস্তার দুপাশে দেখা মেলে সোনালী ক্ষেত,মাঝে মাঝে সাদা ছোট জংলি ফুলের কার্পেট,সবুজ ধান ক্ষেত আর দারুন সুন্দর ঝর্ণা। এই পুরো যাত্রাপথ এতটায় পরিচ্ছন্ন আর শান্ত যে অনায়াসে ভাবতে পারেন এশিয়ার সুইজারল্যান্ড। লাইটলুম যখন পৌছালাম তখন বিকাল চারটা। গাড়ি থেকে নামার সাথে সাথে পেজা তুলো মেঘ ভাসিয়ে নিয়ে গেলো,একেবারে কাছের জনকেও দেখতে পাচ্ছিলাম না। সে এক অন্যরকম অভিজ্ঞতা।


received_596300958378427.jpeg

লোকেশন লিংক-
https://w3w.co/toolmakers.heaping.astrology

ভিউ পয়েন্টে পৌছাতে ভাঙতে হয় প্রায় শখানেক সিড়ি কিন্তু সিড়ি ভেঙে যখন নিচে নামবেন তখন পৌছে যাবেন এক অপার্থিব জগতে। জানিয়ে রাখি রক অন টু সিনেমার গানের শুটিং এখানেই হয়েছিলো।


received_307924207842736.jpeg

লোকেশন লিংক-
https://w3w.co/toolmakers.heaping.astrology

কেমন লাগলো আমার এই ক্রাংছড়ি, লাইটলুম ভ্রমন জানাতে ভুলবেন না। পরের পর্বে লিখবো চেরাপুঞ্জির ভিন্ন রুপ নিয়ে । সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।

ছবিগুলো আমার ফেসবুক থেকে নেয়া

Sort:  

Good post, greetings 🌱

 3 years ago 

আপু আপনার পোস্টটি যখন আমি পড়া শুরু করেছি তখন থেকে পোস্টটি পড়া শেষ পর্যন্ত আমি জাস্ট মনোমুগ্ধ হয়ে পড়ছিলাম। আসলে এত সুন্দর ভাবে আপনি সবকিছু লিখেছেন আর বর্ণনা করেছেন যে একবারও অন্য কোন দিকে মন যায়নি। আর বলবো আপনাকেও খুব বেশী সুন্দর লাগছে আর জায়গাগুলো তো জাস্ট অসাধারণ। ছবি দেখলে অবাক হতে হয় না জানি সত্যিকারে কতটা সুন্দর হবে!

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শিলং খুবই নামকরা পর্যটন কেন্দ্র বিশেষ করে এটির আবহাওয়ার জন্য।আপনাকে ধন্যবাদ দিতে চায় বাস্তবে না হলেও চিত্রের মাধ্যমে দেখতে পেলাম খুবই ভালো লেগেছে শুভ কামনা আপু।

 3 years ago 

আসলেই দারুণ শিলং।ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ একটি স্থান দেখতে পেলাম। শিলং আমার জন্য একেবারে অপরিচিত একটি জায়গা। কিন্তু দেখে একেবারে তাক লেগে গেল। মনে হচ্ছে যেন এ জায়গায় কোন একবারের জন্য হলেও যেতে হবে। প্রতিটা ছবিতে যেন সৌন্দর্য ফুটে উঠেছে। আপনার পুরো পোস্ট যতক্ষণ দেখছি এবং পড়ছি ততই যেন ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটি দর্শনীয় স্থান শেয়ার করার জন্য ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকেও।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57344.91
ETH 3100.39
USDT 1.00
SBD 2.42