ছোট্ট বাচ্চাদের জন্য শখের ক্লিপ বানানো। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো? আমিও ভালো আছি।

যাদের বাসায় ছোট মেয়ে বাচ্চা আছে তারা প্রত্যেকেই কিন্তু মেয়েটাকে পুতুলের মতো করে সাজাতে চায়। তাই তারা খুঁজে ফেরে নানা অনুষঙ্গ। কখনো রঙিন জামা, রঙিন জুতো কখনো বা রংবেরঙের ক্লিপ ব্যন্ড।আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছোট্ট মেয়ের জন্য দারুণ সুন্দর ফুল ক্লিপ।

received_640601087002024.jpeg

উপকরণঃ

দারুণ সুন্দর এই ফুল ক্লিপ বানাতে কি কি উপকরণ লাগছে চলুন জেনে নেই।

১. টুকরো কাপড়
২. কালো টিপ ক্লিপ
৩.সুই সুতো
৪. পুতি
৫ রঙিন বোতাম


received_1307453676347326.jpeg

সব উপকরণই পাশের দোকানে খুব কম দামেই পাওয়া যাবে। জামার সাথে মিলিয়ে ক্লিপ বানাতে চাইলে জামা বানানোর সময় আলাদা করে কাপড় কেটেও রাখতে পারেন।

ফুল ক্লিপ বানানোর পদ্ধতিঃ

প্রথম ধাপঃ

লম্বালম্বি করে কাপড় কেটে নিয়ে তা উল্টো করে ছবিতে দেখানোর মত করে সেলাই করে নিতে হবে।


received_260373342817734.jpeg

দ্বিতীয় ধাপঃ

এরপর সেলাই করা কাপড় উল্টে নিয়ে কাপড়ের সোজা পাশ বের করতে হবে।


received_466887214837075.jpeg

received_5103833949668203.jpeg

তৃতীয় ধাপঃ

সেলাইকরা পাশে বড়বড় ফোড়ের সেলাই দিয়ে সুতো টান দিলে কাপড়টি ফুলের আকৃতি নেবে।


received_1135591573921043.jpeg

চতুর্থ ধাপঃ

ফুলটির খোলা দুই মাথা সহ সুন্দর করে সেলাই করে টাইট করতে হবে। এবং ফুলটি ক্লিপের সাথে সুন্দর করে সেলাই করতে হবে।



received_953250031991477.jpeg

received_513173880056143.jpeg

পঞ্চম ধাপঃ

ফুলের যে পাশ উপরে থাকবে সেখানে মাঝে বা আপনার পছন্দমতো জায়গায় পুতি বা বোতাম সেলাই করে দিলেই হয়ে গেলো ম্যাচিঙ করা মেয়ের মাথার ফুল।


received_1386166438486305.jpeg

আমি সোনিয়া বাংলাদেশি। বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে গান শুনে বই পড়ে। জীবনের বোধ আনন্দে বাঁচো।

Sort:  
 3 years ago 

কাপড় আর পুঁথি দিয়ে অনেক সুন্দর মাথার ক্লিপ তৈরি করলেন। আপনার তৈরি ক্লিপ গুলো আমার খুবই পছন্দ হয়েছে। মনে হয় এরকম সুন্দর ক্লিপগুলো আমার ছোট ভাগ্নি মাথায় লাগালে দেখতে খুব সুন্দর লাগবে তাকে। সত্যিই আপনার তৈরি ক্লিপ গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর ক্লিপগুলো পারলে আমার ছোট ভাগ্নি জন্য পাঠিয়ে দিবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

এরপর বানালে অবশ্যই পাঠাবো আপনার ভাগ্নির জন্য। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুণ হয়েছে তো, দাঁড়ান আমার মেয়ে আরো একটু বড় হোক তারপর আপনার নিকট হতে ফ্রিতে ক্লিপ নিয়ে নিবো হা হা হা হা।

আমার কাছে কিন্তু আইডিয়াটা বেশ লেগেছে, খুব সুন্দরভাবে সহজেই দারুণ ক্লিপ তৈরী করেছেন। এভাবে ভিন্ন ভিন্ন রং এর কাপড় দিয়ে একটা বৈচিত্র আনা যেতে পারে, এতে বাচ্চারা বেশী খুশি হবে। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের জন্য ক্লিপ তৈরি করেছেন। আপনার তৈরীকৃত এই ক্লিপটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে সত্যিই আপনার এই কাজের প্রশংসা করতেই হয়। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর সুন্দর ক্লিপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57983.67
ETH 2465.71
USDT 1.00
SBD 2.41