লেভেল -১ ভেরিফিকেশনের জন্য পোষ্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি সোনিয়া ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিভাগ অনার্স ও মাষ্টার্স করেছি।বর্তমানে একুশে টেলিভিশনে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছি।পাশাপাশি গান, এবং কবিতা লিখি। শেয়ার মার্কেটের সাথে সম্পৃক্ত আছি। ব্যক্তিগত জীবনে এক সন্তানের জননী, জীবন সঙ্গী ও গণমাধ্যম কর্মী। অবসরে গান গুনি,বই পড়ি, এবং সুযোগ পেলেই বেরিয়ে পড়ি ভ্রমণ করতে। আমি ২৫/১০/২০২১ তারিখে আমার বাংলা ব্লগের সাথে যুক্ত হই, বেশ কিছু পোষ্ট এরই মধ্যে করেছি, এবং সবার যে উৎসাহ পেয়েছি তাতে আমি আনন্দিত। চেষ্টা করবো এই ব্লগের সাথে বেশ কিছুটা সময় পার করতে।


received_275544347698906.jpeg

20211028_200526.jpg

received_4581209201939658.jpeg

লেভেল ওয়ানের প্রশ্নের উত্তরঃ

১.কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয়?

উত্তরঃ স্পাম হল কোন অবাঞ্ছিত বা অপ্রাসঙ্গিক ঘটনা, যা বার বার করা হয়ে থাকে। যেমন আপনি হয়তো নির্দিষ্ট কোন ব্যক্তির পোষ্টে আগ্রহি নন তারপরেও ওই ব্যক্তি বার বার আপনাকে তার পোষ্ট ট্যাগ করছে।আবার আপনি হয়তো কোথাও বেড়াতে গেছেন সেখানকার একই ছবি, বর্ণনা বার বার শেয়ার করছেন সেটাও স্প্যামিং। কমেন্টের মাধ্যমেও স্প্যামিং করা হয়ে থাকে।আবার ট্যাগ ব্যবহার করলে যদি বার বার অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করেন সেটাকেও স্প্যামিং বলে।

২.ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

উত্তরঃ আমরা যে পোস্ট করি, অনেক সময় সেই পোস্ট সুন্দর করার জন্য কিছু ছবির প্রয়োজন হয়, যা হয়তো আমাদের কাছে থাকেনা। তখন আমরা ফ্রি যেসব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ছবি ডাউনলোড করে আমাদের পোস্টে ব্যবহার করি। তবে ওই সকল সাইট থেকে যে ছবিটা নিয়েছি সে ক্ষেত্রে কপি রাইটের কি নিয়ম দেয়া আছে সেটা দেখে নিতে হবে, কারন কিছু ছবিতে বলা থাকে সোর্স উল্লেখ করতে হবে, আবার কিছু ছবিতে সোর্স না উল্লেখ করেও কমার্শিয়াল কাজে ব্যবহারের অনুমতি থাকে।

৩. ৩ টি ওয়েব সাইটের নাম বলুন, যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?

উত্তরঃ কপি রাইট ফ্রি ৩ টি ওয়েব সাইট হলো

১. https://pixabay.com
২.https://www. freeimages.com
৩.https://stocksnap.com

৪. পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?

উত্তরঃ পোস্ট করার সময় কোন বিষয়কে যাতে নির্দিষ্ট বিষয়ের সাথে রিলেট করা যায় সেজন্য ট্যাগ ব্যবহার করা হয়।ট্যাগ হচ্ছে আমরা যে বিষয়ের উপর লিখি সেই বিষয়ের কীওয়ার্ড, যদি আমরা কোন রেসিপি পোষ্ট করি এবং ট্যাগ অপশনে গিয়ে লিখি recipe curry fish Bangladesh তখন রিসিপি ট্যাগ যুক্ত হবে এবং সব রেসিপির সাথে আমার রেসিপিটিও খুঁজে পাওয়া যাবে।

৫. আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর লেখা নিষধ?

উত্তরঃ আমার বাংলা ব্লগের কমিউনিটিতে ধর্মীয় এফিলিয়েশনের উপর কোন লেখা শেয়ার করা যাবেনা, চাইল্ড পর্ণোগ্রাফির কনটেন্ট, নারী বিদ্বেষমুলক ও নারীদের সম্মানক্ষুন্ন বা নারী নির্যাতনমুলক পোস্ট শেয়ার করা যাবে না। রাজনৈতিক কোন ব্যক্তি বা দলের প্রসংশা,বা সমালোচনামুলক পোস্ট করা যাবে না। অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব,কু সংস্কার সমর্থন করে এ সম্পর্কিত পোস্ট করা যাবেনা।

৬.প্লাগিয়ারিজম সম্পর্কে আপনি কি জানেন।?

উত্তরঃ অন্যের কোন লেখাকে নিজের বলে চালিয়ে দেয়া,অথবা কিছুটা পরিবর্তন করে নিজের লেখা বলে চালিয়ে দেয়াকে প্লাগিয়ারিজম বলে।

৭. রি- রাইট আর্টিকেল কাকে বলে?

উত্তরঃ
অনেক সময় গুরুত্বপূর্ণ কোন বিষয় নিয়ে লিখতে হয় যে লেখাগুলোতে গবেষনালব্ধ তথ্য দরকার হয় যেমন , মহাবিশ্বের গ্রহ নক্ষত্র সম্পর্কে লিখতে হলে পুরোনো তথ্য দরকার হয়। সেক্ষেত্রে আপনি কোনো অথেনটিক সোর্স থেকে তথ্য নিয়ে ওই লেখাটাকে যখন নিজের মত সাজিয়ে লিখবেন তখন সেই লেখাকে রি- রাইট আর্টিকেল বলে। রি- রাইট আর্টিকেলে আপনার লেখা প্রতিবেদনের অন্তত ৭৫ ভাগ লেখা নিজের হতে হবে। বাকী ২৫ ভাগ আপনি অন্য কোন সোর্স থেকে নিতে পারেন সেক্ষেত্রে সোর্সের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

৮. ব্লগ লেখার সময় রি- রাইট আর্টিকেলে কি কি বিষয়
উল্লেখ করতে হবে?

উত্তরঃ

১.রেফারেন্স সোর্সগুলি অবশ্যই উল্লেখ করতে হবে।

২.৭৫-৮০% লেখা সম্পূর্ন মৌলিক হতে হবে

৩.সে সব তথ্য সংগ্রহ করা হয়েছে সেগুলি ইনভার্টেড কমার মধ্যে উল্লেখ করতে হবে।

৪. আর্টিকেল বিষয়ের কোন ছবি যদি ওয়েব সোর্স থেকে ব্যবহার করা হয় তবে সেই ছবিগুলি কপিরাইট ফ্রি হতে হবে।

৫.সংগ্রহ করা কপিরাইট ফ্রি ছবিগুলোর সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে।

৯. একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

উত্তরঃএকটি মাত্র ছবি বা ১০০ শব্দের কম লেখা যে কোন পোস্ট "মাইক্রো পোস্ট হিসাবে গণ্য করা হবে।

১০.প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে?

উত্তরঃ ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ ৪ টি পোস্ট করতে পারবেন।

Sort:  
 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে আপনার পরিচয় পর্ব ও abb-school থেকে গ্রহণ করা প্রতিটি প্রশ্ন ও উত্তর সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রত্যাশা করি এভাবেই সামনের দিকে এগিয়ে যাবেন।
আর প্রতিটা মেম্বারের সাথে এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করবেন। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

লেভেল ওয়ান এর যে সকল বিষয় বস্তু নির্ধারিত ছিল প্রায় সবগুলো আপনি আলোচনা করেছেন সংক্ষিপ্ত আকারে এবং আপনার বর্ণনাগুলো সঠিক ছিল। তবে আপনাকে মার্কডাউন এর ব্যবহার গুলো জানতে হবে যেটা পরবর্তী ক্লাস গুলোতে আপনি শিখতে পারবেন অথবা আপনি রূপক ভাইয়ের কাছ থেকে এ ব্যাপারে সাহায্য নিতে পারেন। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ সাইফুল ভাই। আমি আজকে থেকেই চেষ্টা করছি মার্কডাউন সম্পর্কে ভালোভাবে জেনে কাজ করতে। আপনারাও পোস্ট চেক করে ভুল পেলে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের সাথে এই পথ চলা আনন্দের হবে।

 3 years ago 

জি। অবশ্যই। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32