বাসায় এলো নতুন অতিথি। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও বেশ ভাল আছি।
আজকে আমার বাসায় আনন্দের ফোয়ারা বইছে।আমার ছেলের অনেক দিনের শখ পুরোন হয়েছে, বাসায় এসেছে নতুন দু'জন অতিথি এদের একজন টুনটুন,আরেকজন টম। তবে এই অতিথিদের আগমনে খুশি হয়নি আমাদের পুরোনো সদস্য আপনাদের সবার পরিচিত টিয়াপাখি মিঠু।
খরগোশ দুটো বনশ্রী হাট থেকে কিনে আনা হয়েছে। এক জোড়া খরগোশের দাম পড়েছে ৭০০ টাকা। বাসায় আনার পর এদের নাম দেয়া হয়েছে টুনটুন আর টম। টুনটুন মেয়ে আর টম ছেলে।
নতুন একটা বাসায় এসেছে তা নিয়ে এরা মোটেই চিন্তিত নয়। সারাক্ষণ ঘরে দৌড়াদৌড়ি করছে, লাফ দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছে সেটা সত্যি দেখার মত। তবে সবচেয়ে বিরক্তিকর কাজ একজন করে ফেলেছে আমার শখের কার্পেটে বাথরুম করে ফেলেছে।
টম আর টুনটুনের খাবার নিয়ে বিশেষ ঝামেলা পোহাতে হচ্ছেনা। বাসায় এসেই গাজর খেয়েছে। দুপুরের খাবারে শাক আর ভাত খেয়েছে। বাটিতে মুড়ি দেয়া হলে সেই খাবারও বেশ পছন্দ করেছে।
বাসার সবাই মিলে আমরা আজ ঘুরতে গিয়েছিলাম। টম আর টুনটুন খাঁচায় ছিলো ফিরে এসে দেখি দুজনে মিলে আমার শখের এ্যারোমেটিক বেলীর গাছ খেতে শুরু করেছে। বারান্দা থেকে এনে ঘরে বসালাম ঝুড়িতে সেখানে তাদের মন টেকেনা তাই বাধ্য হলাম আবার খাঁচায় রাখতে।আজকের মত নতুন অতিথির গল্প এটুকুই তাদের বাকি গল্প করবো আরেক দিন।
আমি সোনিয়া বাংলাদেশী। বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে বই পড়ে গান শুনে। জীবনের বোধ আনন্দে বাঁচো।
আমার বোনের ছেলেও দুই টি খরগোশ এনেছিল বাজার থেকে। সে কি যত্ন করে।একদিন হঠাৎ বিড়াল একটি খরগোশকে নিয়ে গেছে।সে কি কান্না।আমার কাছে খরগোশ ভালো লাগে।ধন্যবাদ আপু আপনাকে।
ধন্যবাদ আপনাকে।
ওয়াও খরগোশ!! আমার ও অনেক পছন্দ। আমিও খরগোশ পালতে চাই। কিন্তু আমার আম্মু অনুমতি দেয় না।অনেক কষ্টে একটি বিড়াল পালনের অনুমতি পেয়েছি। তাই আপাতত বিড়াল নিয়ে খুশি আছি।তবুও খরগোশ না পালতে পারার আফসোস রয়ে যাবে। ধন্যবাদ আপু আমাদের সাথে এত সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকেও।
খরগোস আমার অনেক ভালো লাগে। কি মিষ্টি দেখতে। আপনার পরিবারের নতুন অতিথিদের দেখে খুব ভালো লাগলো। এগুলো খুবই শান্ত স্বভাবের প্রাণী। আমার এক সময় অনেকগুলো খরগোস ছিল, এখন যদিও নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার নতুন অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকেও।
খরগোশ অনেক পছন্দের একটি প্রাণী। তাকে কোলে নিয়ে আদর করতে অনেক ভালো লাগে। সেজন্য একবার বাড়িতে অনেক শখ করে খরগোশের ছিলাম । কিন্তু কুকুর সেগুলো কে কে ফেলেছিলাম। তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। অনেক ভালো লাগলো সেই স্মৃতি গুলো মনে পড়ে । আপনাকে অনেক ধন্যবাদ
খরগোশ বেশ শান্ত স্বভাবের প্রাণী। একসময় আমিও বাড়িতে খরগোশ টিয়া একসঙ্গে পালন করতাম। আমি আমার জীবনে প্রথম খরগোশ কিনেছিলাম ২০০৯ সালে জোড়া ৪৫০ নিয়েছিল। আপনার ছেলের এই অভ্যাসটা দেখে বেশ ভালো লাগল। এগুলো বাসায় রাখবেন।
ধন্যবাদ আপনাকে।
আপু আপনার মিঠু কিন্তু সারপ্রাইজিং। আমি তো প্রথমে ভীষণ অবাক হয়েছিলাম ওর কথা শুনে। ও কতগুলো কথা জানে জানতে ইচ্ছে করছে। সেই সঙ্গে নতুন সদস্যদের সঙ্গে ভালো কাটুক আপনাদের সময়। শুভ কামনা রইল আপনাদের জন্য
মিঠু নিজের নাম বলতে পারে, মা,লুব্ধক,শেফালী বলে এবং শিষ দেয়। ধন্যবাদ আপনাকে।