কবিতা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? নানান ব্যস্ততায় কয়দিন সময় পাইনি কিছু পোষ্ট করতে এবং আপনাদের পোষ্ট দেখতে।বৈরী সময়ে মনটা কিছুটা বিষন্ন। আর যখনই বিষন্নতা ভর করে তখন কবিতা দেয় মুক্তির বার্তা।
আশা করছি আপনাদের ভালো লাগবে।

received_468972757755330.jpeg

চলে যাবো
সোনিয়া স্নিগ্ধা

একদিন খুব বেশি ভালোবেসে সরে যাবো
একদিন দারুণ অবহেলে চলে যাবো
একদিন অক্লেশে নতমুখে ফিরে যাবো
একদিন ছাইয়ের মত,সবকিছু উড়িয়ে দেবো
তারপর! তারপর শুধুই নিরুদ্দেশ হবো।

উচ্ছল দিন ঝড়া পাতার শব্দে হবে মলিন
ঢেউগুলো তোলপাড় করে দেবো চেনা অলিন্দ।

বুকের ভেতর জমে থাকা ভালোবাসার শিশির
হবে শুধু জমাট বরফ খন্ড
আমি শুধু দেখবো আমি ছাড়া তুমি
কতটা পূর্ণ চন্দ্র

Sort:  
 3 years ago 

কবিতাটি অনেক সুন্দর হয়েছে। ভালোবাসার মধ্যে আবেগ ও অনুভূতির কথা তুলে ধরেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 64865.94
ETH 3547.45
USDT 1.00
SBD 2.33