ঘুরে এলাম সুনামগঞ্জের ফ্লাওয়ার লেক থেকে। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও বেশ ভাল আছি।


সাপ্তাহিক ছুটির দিন মানে আমার কাছে দূরে কোথাও হারিয়ে যাবার দিন। কিছুদিন আগে গিয়েছিলাম সিলেট এবং সুনামগঞ্জে। এরমধ্যে সিলেট এবং সুনামগঞ্জ নিয়ে বেশ কিছু লেখা শেয়ার করেছি আপনাদের সাথে। গত কদিনের ব্যস্ততায় ব্লগে সময় দেয়ার মত সময় হাতে ছিল না। সাপ্তাহিক ছুটির দিনে আবারো বসে গেলাম দারুন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো বলে। আমি বলেছি সুনামগঞ্জের শিমুল বাগান দেখতে গিয়েছিলাম সেখানে যাবার পথে দেখতে পেয়েছিলাম নানান রঙের ফুল দিয়ে সাজানো ফ্লাওয়ার লেক। আমার সাথে চলুন ঘুরে আসবেন সেই সুন্দর ফ্লাওয়ার লেক থেকে।

20220211_102855.jpg

লোকেশন লিঙ্কঃ

https://w3w.co/complying.sheen.scarce

সিলেটসহ শহর থেকে সুনামগঞ্জ যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা। আমরা তাহিরপুরের শিমুল বাগান দেখতে যাচ্ছিলাম, যাবার পথে সুরমা নদী পেরিয়েই দেখেছিলাম হাতের ডানপাশে ডান পাশে ছোট্ট একটি খাল আর সেই সেই খালের ওপর বাঁশের সাঁকো সেই সাঁকো পেরিয়েই গিয়েছিলাম ফ্লাওয়ার লেকে।

20220211_102829.jpg

ফ্লাওয়ার লেকে ঢুকেই আপনার মন ভালো হয়ে যাবে নিশ্চিত।সারি সারি রঙিন গাঁথা ফুলের উপস্থিতি ফুলে ভ্রমরের গুঞ্জন দেখে চোখ ফেরাতে পারবেন না। আমি তো বিমোহিত হয়ে গিয়েছিলাম শুধু ছবি তুলেই মন ভরছিলো ফুল গুলো ছুঁয়ে দেখছিলাম আর যশোরের গঁদখালিতে যেতে না পারার আক্ষেপ মিটিয়ে নিয়েছিলাম অনায়াসেই।

20220211_102808.jpg


received_1142636566511509.jpeg

বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু গাঁদা নয় আছে নানান রঙের ডালিয়া আর চন্দ্রমল্লিকা। মাঠ জুড়ে আছে কুসুম ফুলের গাছ ছিলো যদিও আমরা যখন গিয়েছিলাম তখন কুসুম ফুল ফোটেনি।রঙিন ডালিয়া আপনাকে কিছুটা সময়ের জন্য রাঙিয়ে তুলবে নিশ্চিত।

received_479111957146791.jpeg


20220211_102904.jpg

20220211_102625.jpg

নানান রঙের ফুল দেখে যখন মন ভরে যাবে তখন চাইলেই ছোট্ট লেকে করতে পারেন নৌকা ভ্রমণ। আমাদের হাতে সময় কম থাকায় নৌকায় চড়া হয়নি। একঘন্টার নৌকা ভ্রমণে আপনাকে খরচ করতে হবে ৫০ টাকা। এই ফ্লাওয়ার লেকে ঢুকতে আপনাকে খরচ করতে হবে ২০ টাকা। তবে এই টিকেটের দাম ঢোকার সময় নয় বের হবার দিতে হয়।

20220211_102841.jpg

রঙিন এই ফুলের রাজত্বে দর্শনার্থীদের আকৃষ্ট করতে ফ্লালওয়ার লেকে তৈরি করা ছিলো ফুলের প্রজাপতি যা সত্যিই দারুণ ছিলো। এছাড়াও বাগানের রঙিন ডালিয়া ভীষণ ভাবে আকৃষ্ট করেছে আমাকে। ছিলো টুকটুকে লাল মোরগ ফুল। এককথায় ফুলের সাথে একটা বেলা কাটানোর জন্য দারুণ জায়গা এই ফ্লাওয়ার লেক।

received_484694606609742.jpeg

20220211_102933.jpg

20220211_102923.jpg


আমি সোনিয়া বাংলাদেশি, বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে গান শুনে বই পড়ে। জীবনের বোধ আনন্দে বাঁচো।

Sort:  
 2 years ago 

আপু ছবি দেখে জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগলো। এত সুন্দর ফ্লাওয়ার লেকও যে বাংলাদেশে আছে জানা ছিল না। মনে হচ্ছে আসলেই চমৎকার। একসঙ্গে এত ফুল খুবই কম দেখা যায়। সঙ্গে আবার নৌকা ভ্রমনের ব্যবস্থাও আছে। সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নামের মধেই তো আছে ফ্লাওয়ার। আর বাকি ছবি গুলো দেখে ভালোই বুঝলাম কেনো ফ্লাওয়ার দেওয়া হয়েছে নামের মধ্যে। সত্যি এতো দেখি ফুলের এক অসাধারন সমারহ। ভালো লেগেছে আপনার ঘোরার অনুভূতি জানতে পেরে। ফুলে কাছে থাকলে তো এমনি প্রাণ জুড়িয়ে যায়। অসাধারন কিছু মূহুর্ত কাটিয়েছেন। শুভেচ্ছা রইলো আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও।

অসম্ভব সুন্দর একটি জায়গা এটি। এই জায়গাটির সৌন্দর্য আপনাকে খুবই ভালভাবে ক্যামেরাবন্দি করে নিয়েছেন। সেই সুবাদে আমরা অসম্ভব সুন্দর একটি জায়গার লোকেশন পেয়ে গেলাম। সময় হয়ে উঠলে আমরাও যাবো ইনশাল্লাহ। এত সুন্দর পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কি চমৎকার জায়গা আপু নামটা কি চমৎকার ফ্লাওয়ার লেক অসম্ভব সুন্দর। সবুজ এর মাঝখানে এত সুন্দর একটি ফুলের বাগান দেখে চোখটা জুড়িয়ে গেল সাথে মনটা ভরে গেল। ফুলের সৌন্দর্যের পাশাপাশি লেক এর উপর ছোট্ট বাঁশের সাঁকো অনেক সুন্দর লাগছে দেখতে এমন সুন্দর সাঁকো দেখতেই পাওয়া যায় না। সুন্দর একটি পরিবেশে এই চমৎকার মুহুর্তগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

সুনামগঞ্জের ফ্লাওয়ার লেক টি অনেক সুন্দর দেখেই বুঝা যাচ্ছে ফ্লাওয়ার লেকে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন তা আপনার ফটোগ্রাফি দেখেই বুঝা যাচ্ছে অসাধারণ ফটোগ্রাফি করেছেন প্রতিটি ফুল আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে প্রথম ফটোগ্রাফি টা ওয়াও ছিল ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুলে ভরা এত সুন্দর একটি জায়গায় এত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপু,তা আমরা দেখে উপলব্ধি করতে পারছি। আর এই সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার উপস্থাপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অত্যন্ত চমৎকার হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই গুলো দেখে তো আমি অবাক হয়ে গেলাম ।আর মুগ্ধ হয়ে তাকিয়ে আছি এত সুন্দর কেন সবকিছু। গাঁদা ফুলগুলো যে ভাবে সাজানো রয়েছে তা দেখে তো মন ভরে গেল ।অসাধারণ সবগুলো ফুলের ফটোগ্রাফি, জায়গাটাও বেশ সুন্দর আপু।আপনি এত সুন্দর একটি জায়গা ঘুরে এসেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে এজন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফ্লাওয়ার লেকের কথা শুনেই তো চমকে গেলাম। আপনার শিরোনামের ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি সেখানে ফুলের সমাহার। এবং কি ফুলের রাজ্য বলা যেতে পারে। সুনামগঞ্জে এত সুন্দর একটি ফ্লাওয়ার লেক যা আপনার ফটোগ্রাফি না দেখলে বিশ্বাসই করতাম না। পরবর্তীতে দেখলাম যে আপনার ফ্লাওয়ার লেকের ফটোগ্রাফি গুলো সত্যিই মুগ্ধ করেছিল এবং ফুলের সমাহার। মন যতই খারাপ হোক না কেন ওখানে গেলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। আর এত সুন্দর করে ফ্লাওয়ার লেকের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য এবং বিস্তারিত গুছিয়ে লেখার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 2 years ago 

ভালো কিছু দৃশ্য দেখলাম কিন্তু সত্যি বলছি এই খবরটি আমার কাছে অজানা ছিলো কারন তাহিরপুর আমিও গিয়েছিলাম এবং তার সাথে শিমুল বাগান কিন্তু এটা দেখার সুযোগ হয় নাই। যাইহোক পরবর্তীতে গেলে অবশ্যই ঘুরে আসবো। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও

 2 years ago 

আসলে প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি অপরূপ ভ্রমণের জায়গা হচ্ছে সিলেট। সেখানে অনেক জায়গা রয়েছে যেগুলো মন ভালো করে দেওয়ার মত। তবে আপনার পোস্টে আজকে সুনামগঞ্জের এই ফ্লাওয়ার লেকটি দেখতে পেলাম। তবে এটি কবে হয়েছে জানিনা। আমি 2009 সালে গিয়েছি তখন এর কিছুই ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সব সময়।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61129.70
ETH 2660.38
USDT 1.00
SBD 2.55