লেভেল -2 হতে আমার অর্জন-By @sonia39

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই?আমি ভালো আছি। গত কয়েক দিন আমি এবিবি স্কুলের লেভেল-2 এর ক্লাস করেছি। লেভেল-2 থেকে আমি বেশ কিছু বিষয় জানতে পেরেছি যেগুলি পরবর্তীতে স্টিমিট একাউন্ট পরিচালনার ক্ষেত্রে আমাকে সাহায্য করবে। কি কি বিষয় আমি লেভেল-2 থেকে শিখেছি তা আপনাদের সাথে শেয়ার করছি।

20211202_211344.jpg

লেভেল-2 তে আমরা বিভিন্ন ধরনের Key এর ব্যবহার শিখেছি। ওয়ালেট সম্পর্কে জানতে পেরেছি,ওয়ালেটের নিরাপত্তা কেন জরুরি এবং কিভাবে ওয়ালেট নিরাপদ রাখা যায় সে বিষয়ে জেনেছি।ডেলিগেশন,পাওয়ার আপ,সম্পর্কেও জেনেছি।আরো যেসব বিষয় সম্পর্কে জেনেছি তার বিস্তারিত নিচে আলোচনা করা হল।

কী নিরাপত্তা

আমরা যখন স্টিমিট একাউন্ট খুলেছি তখন নির্দিষ্ট কিছুকী পেয়েছি একাউন্ট পরিচালনার জন্য এই কী গুলি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা অনেক ভালো কাজ করি এবং অনেক বেশি পরিমাণ রিওয়ার্ড অর্জন করি কিন্তু সেটা নিরাপত্তার কারণে অন্য কেউ হ্যাক করে বা চুরি করে নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের সবকিছুই হারিয়ে যাবে তাই আগে নিরাপত্তা ব্যবস্থা সম্বন্ধে খুঁটিনাটি বিষয়গুলো জেনে তারপরে ওয়ালেট কে নিরাপদ করতে হবে।

একাউন্ট-এর কীঃ

আমরা যখন স্টিমিটে একাউন্ট করি তখন একটা বড় পাসওয়ার্ড জেনারেট হয় যেটিকে মাস্টার পাসওয়ার্ড বলা হয়। কিন্তু এর বাইরেও বিভিন্ন ধরনের কী ব্যবহার করি বিভিন্ন রকম কাজ করার জন্য।

কী-কে আমরা প্রথমে দুইভাগে ভাগ করতে পারি।

★পাবলিক কী
★প্রাইভেট কী

এগুলো আবার চার ধরনের

★পোস্টিং কী
★অ্যাক্টিভ কী
★উনার কী
★মেমো কী

পাবলিক কীঃ

পাবলিক কী আসলে উন্মুক্ত কী যা সংরক্ষনের কোন দরকার নেই।

প্রাইভেট কীঃ

প্রাইভেট কী অনেক গুরুত্বপূর্ণ এবং প্রাইভেট কী গুলোকে বিভিন্নভাবে লেয়ারিং করা হয়েছে। অর্থাৎ একেকটা কী এর কার্যক্রম একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে যাতে করে যে সকল কাজের জন্য যে কী দরকার সেই কী ব্যবহার করা যায়।

পোস্টিং কীঃ

এই কীর সাাহায্যে আমরা পোস্ট, কমেন্ট, ভোট দেওয়ার মত কাজগুলো করতে পারি। এটি কী-গুলোর মধ্যে সবচেয়ে কম সেনসিটিভ কী। এ কি দিয়ে ওয়ালেট সংক্রান্ত কাজগুলো করা যায় না। এই কী শুধুমাত্র সোশ্যাল একটিভিটির মধ্যেই সীমাবদ্ধ। এই কী দিয়ে আরো যা করা যায়।

★পোস্ট ও কমেন্ট এডিট করা
★আপভোট ও ডাউনভোট দেয়া
★কোন পোস্ট রিস্টিম করা
★কাউকে ফলো ও আনফলো করা
★কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা

অ্যাক্টিভ কীঃ

এই কী দিয়ে আমরা আর্থিক লেনদেনের কাজগুলো করি। তাই এই কী খুবই সেনসিটিভ একটি কী। নিরাপত্তার জন্য ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া এই কী ব্যবহার করা ঠিক নয়। এই কী কারো হাতে পরলে ওয়ালেটে থাকা লিকুইড steem ও SBD মুহূর্তেই ট্রান্সফার করে নেয়া যাবে।

এই কী দিয়ে যা করা যায়-

★ট্রান্সফারের কাজ।
★পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
★SBD Steem কনভার্সন
★উইটনেস ভোট দেয়া
★ ক্রয় বিক্রয় অর্ডার দেয়া
★প্রোফাইলের তথ্য পরিবর্তন
★নতুন ব্যবহারকারী তৈরি করা ইত্যাদি।

ওনার কীঃ

ব্লকচেইনে মালিকানা প্রমাণ করতে এই কী প্রয়োজন হয়। অ্যাকাউন্ট রিকভার করার ক্ষেত্রে এই কী দরকার হয়। এই কী অনেক বেশী সেনসিটিভ এবং এটিকে আলাদা জায়গায় অনেক যত্ন করে সংরক্ষণ করতে হয়।

এই কী দিয়ে কি কি করা যায়-

★উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট
★একাউন্ট রিকভার
★ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা

মেমো কীঃ

প্রাইভেট মেসেজ পাঠাতে বা পেতে এই কী দরকার হয়। এটার ব্যবহার খুব সীমিত পর্যায়ে তাই সাধারণ ব্যবহারকারীদের এই কী সম্বন্ধে খুব বেশি না জানলেও চলে।

মাস্টার পাসওয়ার্ডঃ

মাস্টার পাসওয়ার্ড অ্যাকাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী যেটি একাউন্ট খোলার সময় পাওয়া যায় অথবা নিজে জেনারেট করা যায় । আপনার মাস্টার পাসওয়ার্ড কখনোই কাউকে দেয়া যাবেনা। উপরে আলোচিত সবগুলো কী মূলত তৈরি হয়েছে মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে। তাই মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কার্যক্রম সম্পন্ন করা সম্ভব তাই এটি সবচেয়ে সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয়। তাই মাস্টার পাসওয়ার্ড কে খুব ভালোভাবে সংরক্ষণ করতে হয়, একাউন্ট রিকভার করতে চাইলেও মাস্টার পাসোয়ার্ড লাগবে।

মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণঃ

আমি আমার মাস্টার পাসওয়ার্ড সহ অন্য কী গুলো অফলাইনে এনক্রিপ্ট করে আমার পেনড্রাইভে সংরক্ষন করে রেখে দিয়েছি । আমি একটা প্রিন্ট কপি করে আলাদা ফাইলে সংরক্ষন করে রেখেছি।

পাওয়ার আপঃ

পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার আপের মাধ্যমে নিজস্ব শক্তি অর্জন করা যায়, যে শক্তি ব্যবহার করে ভোট দেয়া যায় এবং কিউরেশন রিওয়ার্ড অর্জন করা যায়। যদি ভবিষ্যতে কোন কারনে অন্যদের কাছ থেকে সাপোর্ট না পাওয়া যায় সেক্ষেত্রে যাতে আমরা টিকে থাকতে পারি এজন্য পাওয়ার আপ খুবই জরুরী। এছাড়াও পাওয়ার আপের মাধ্যমে নিরাপত্তার স্তরও বাড়াতে পারি।অ্যাকটিভ কী এর মাধ্যমে ওয়ালেটে ঢুকে স্টিম ব্যালেন্স কে পাওয়ারে ট্রানস্ফার করতে পারি।

ডেলিগেশনঃ

একটি জনগোষ্ঠীর ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিকে এক জায়গায় জড়ো করে বৃহৎ শক্তিতে রুপান্তরিত করাই ডেলিগেশন।ডেলিগেশন এর মাধ্যমে কমিউনিটিতে অংশ নেয়া যায় তেমনি নিজের আর্থিক সুবিধাও নিশ্চিত করা যায়।ডেলিগেশন আমরা কখন করবো?

★যখন আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই ভালো পোষ্টে ভোট দেবার জন্য তখন আমরা কাউকে এসপি ডেলিগেট করতে পারি। যেমন - Heroism এরা সব সময় ভালো পোস্টে ভোট দেয় তাই এখান থেকে আমাদের বাড়িতে আয়ের উৎস তৈরি হয়।

★ ওয়ালেটে পড়ে থাকা অলস এসপির ডেলিগেশন করে আমরা বাড়তি আয় করতে পারি।

★ওয়ালেটে খুব কম স্টিম পাওয়ার থাকলে।

ডেলিগেশন ক্যানসেলের পর এস.পি ফেরত?

উত্তরঃ ডেলিগেশন ক্যানসেল করার পাঁচ দিন পর এসপি একাউন্টে ফেরত আসবে।

ওয়ালেটঃ

আমরা যেমন ব্যাংকে আমাদের সমস্ত টাকা গচ্ছিতো রাখি ঠিক তেমনি স্টিমিট ওয়ালেটে আর্ন করা বা ইনভেস্ট করা সমস্ত এসেট জমা রাখি। তাই ওয়ালেটের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। পোস্টিং সংক্রান্ত কাজ ছাড়া বাকী সকল কাজই ওয়ালেট পেজের মাধ্যমেই করা হয়।এখান থেকে আমরা কত লিকুইড স্টিম রয়েছে, বর্তমানে স্টিম পাওয়ার কত, একাউন্ট ভ্যালু কত সবই জানতে পারবো। কাউকে স্টিম ট্রান্সফার করলে অথবা সেন্ড করলে এর সার্বিক লেনদেনে আমরা ওয়ালেট থেকে জানতে পারবো।

সেভিংস ফেরত এর সময়ঃ

সেভিংস এর সংরক্ষিত স্টিম আমরা ওয়ালেটে ফেরত আনতে চাইলে সেক্ষেত্রে আমাদের তিন দিন অপেক্ষা করতে হয়। যেহেতু এটা চাইলেই তাৎক্ষণিকভাবে উইথড্র করা যায় না এর জন্য একটা এক্সট্রা নিরাপত্তা থাকে।

পাওয়ার আপ প্রসেসঃ

প্রথমে প্রাইভেট অ্যাক্টিভ কীর মাধ্যমে ওয়ালেট পেজে প্রবেশ করতে হবে। এরপর লিকুইড স্টিমের পাশে যে ডাউন অ্যারো কি রয়েছে এটিতে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু ওপেন হবে। সেখান থেকে পাওয়ারআপ এ ক্লিক করতে হবে। এবার একটি ছোট উইন্ডো ওপেন হবে। এখানে আমার ইউজারনেম টা দেয়া থাকবে এবং কি পরিমান স্টিম আমি পাওয়ারআপ করতে চাই সেই অ্যামাউন্ট টি উল্লেখ করতে হবে। এরপর পাওয়ার বাটনে ক্লিক করলে উল্লেখিত স্টিম পাওয়ারে ট্রানস্ফার হয়ে যাবে।

মেমো ফিল্ডের কাজঃ

আমি যদি কাউকে স্টিম ট্রান্সফার করার সময় তাকে নির্দিষ্টভাবে জানাতে চাই যে আমি তাকে কেন এই স্টিম পাঠাচ্ছি সে ক্ষেত্রে আমি মেমো ফিল্ডে তাকে উল্লেখ করে দিতে পারি কারনটি। পরবর্তীতে সে তার মেমো কীর মাধ্যমে মেসেজ টি ডিক্রিপ্ট করে জানতে পারবে কেন তাকে স্টিম ট্রান্সফার করা হয়েছে।

লেভেল ২ ক্লাস করে এবং লেকচার শিট পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি তার সবটুকু লেখার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

সবই ঠিক আছে দিদি। একটা জিনিস লিখে দিন, Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

 3 years ago 

ধন্যবাদ দাদা। এখনই লিখে দিচ্ছি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68236.23
ETH 2643.41
USDT 1.00
SBD 2.70