লেভেল ২ হতে আমার অর্জন - By @solaymanspn। 10% beneficiary to shy-fox & 5% beneficiary to @abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম সবাইকে।
আশা করি সবাই ভালো আছেন।

P20525-233316(1)(1).jpg

আমি মোঃ সোলায়মান (@solaymanspn)।

লেভেল ২ এ মূল যেই বিষয়ের উপর জোর দেয়া হয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা। ডিজিটাল দুনিয়ায় অনেক প্রকার হ্যাকিং ফিশিং এর কবলে পড়ে অনেকেই অনেক কিছু হারিয়ে ফেলে। তো সেই সকল বিষয়ে কিভাবে একজন নতুন কমিউনিটি মেম্বার নিজেকে সুরক্ষিত রাখতে পারে তা লেভেল ২ এর শিক্ষকগণ খুব যত্নের সহিত বোঝানোর চেষ্টা করেছেন।

@abb-school এর প্রফেসরগন অত্যন্ত আন্তরিক এবং বন্ধুসুলত। একজন ভালো মানের ব্লগার গড়ার কারিগর হিসেবে তারা যেই দীক্ষা একজন নতুন কমিউনিটি মেম্বার কে দিয়ে থাকেন তা আসলেই প্রশংসার দাবিদার। তাদের অক্লান্ত পরিশ্রম আর শেখানোর প্রচেষ্টা আমার বাংলা ব্লগকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে নিঃসন্দেহে।

আমি একজন নতুন মেম্বার হিসেবে লেভেল ২ হতে যেসব বিষয়গুলো শিখেছি তা পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করবো এই ব্লগ পোস্টটির মাধ্যমে।

কী নিরাপত্তাঃ

স্টিমিট এ একাউন্ট খোলার সাথে সাথেই আমাদের কিছু কী দেয়া হয়ে থাকে। সে কী গুলো আমরা বিভিন্ন লেয়ারে অনুযায়ী ব্যবহার করে থাকি। একাউন্টের মালিকানা দাবি করা থেকে শুরু করে পোস্ট করা এবং ওয়ালেট এর বিভিন্ন কাজ সম্পাদনের জন্য আমাদের সে কী গুলার দরকার হয়ে থাকে। স্টিমিট ডিসেন্ট্রালাইজড হওয়ায় আমাদের এসব কী গুলোর নিরাপত্তার ব্যাপারে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত।

পাওয়ার আপঃ

আমাদের ওয়ালেটে থাকা লিকুইড স্টিম ব্যবহার করে নিজের শক্তি বৃদ্ধির জন্য সেগুলো পাওয়ার আপ করার দরকার পড়ে। লিকুইড স্টিম কে ব্যবহার করে স্টিম পাওয়ারে রুপান্তরিত করাই পাওয়ার আপ।

ডেলিগেশনঃ

নিজের স্টিম পাওয়ার অন্য কাউকে ব্যবহার করার জন্য দেয়াকে ডেলিগেশন বলে। এই স্টিম পাওয়ারের মালিক যে ডেলিগেট করবে সে। এই স্টিম পাওয়ার কোন ভাবে ডেলিগেট নেয়া ইউজার পাওয়ার ডাউন বা ট্রেড করতে পারবে না।

ওয়ালেটঃ

ওয়ালেট মানে মানিব্যাগ আমরা সবাই জানি। সেখানে আমাদের কষ্টার্জিত টাকা পয়সা রাখি। স্টিমিটে কাজ করার সময় আমাদের উপার্জিত রিওয়ার্ড স্টিমিট ওয়ালেটে জমা হয়। আবার আমরা যখন ইনভেস্ট করি স্টিমিটে তখন সেই ইনভেস্ট করা অর্থও সেখানে জমা থাকে। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপর আমাদের সব সময়ই নজর রাখা দরকার। কখন কি হচ্ছে আমাদের ওয়ালেটে তা আমাদের দেখতে হবে এবং এটা যেনো কোনভাবেই অন্য কারো নিয়ন্ত্রণে না যায় সেজন্য সর্বোচ্চ সতর্কতার আশ্রয় নিতে হবে।

আমরা ওয়ালেটের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে যেসব বিষয়ের উপর গুরুত্ব দেব-

১. নির্দিষ্ট লেয়ারের জন্য বরাদ্দকৃত কী এর অপব্যবহার করবো না।
২. সেনসিটিভ কী গুলো অফলাইন সংরক্ষণ করার চেষ্টা করবো। অনলাইনে কোথাও করলেও তা যেন কোন ভাবেই অন্যের হাতে না যায় তার দিকে খেয়াল রাখবো।
২. কী এবং পাসওয়ার্ড সম্বলিত পিডিএফ টি যদি পেনড্রাইভে রাখতে হয় তবে সেক্ষেত্রে এনক্রিপ্ট করে রাখবো।
৩. সন্দেহজনক কোন লিংকে ক্লিক করা থেকে বিরত থাকবো।
৪. সিকিউর কোন সাইট ছাড়া আমরা আমাদের পাসওয়ার্ড বা কী সাবমিট করবো না।
৫. বিশ্বস্ত কোন সাইট ছাড়া কোন এক্সটেনশন ডাউনলোড করে ব্রাউজারে ইন্সটল দেবো না।
৬. রিকভারি একাউন্ট ঠিক ঠাক রাখার চেষ্টা করবো এবং কোন কারণে রিকভার করা দরকার হলে ৩০ দিনের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।
৭. আমার বাংলা ব্লগের মাধ্যমে একাউন্ট খুলে থাকলে একাউন্ট রিকভারির জন্য যথাসম্ভব দ্রুত যোগাযোগ করবো এডমিনদের সাথে।
৮. বিশেষ করে আমাদের একাউন্টে কোন লিকুইড Steem বা SBD না রেখে সেভিংস এ রাখার চেষ্টা করবো।

এখন চলুন নিচে উল্লেখিত কিছু প্রশ্নের উত্তর জেনে নেয়া যাক।

Posting key এর কাজ কি ?

উত্তরঃ পোস্ট রিলেটেড যেকোন কাজ এই Posting Key এর মাধ্যমে করা সম্ভব। পোস্ট করা থেকে শুরু করে সে পোস্ট ইডিট করা, পোস্ট এ কমেন্ট করা এবং কমেন্টের রিপ্লাই দেয়া, কাউকে ফলো বা আনফলো করা, কোন পোস্ট রিস্টিম করা, কোন একাউন্ট মিউট করা, আপভোট বা ডাউনভোট দেয়া ইত্যাদি কাজ আমরা সাধারণত এই কী এর মাধ্যমে করতে পারি।

Active key এর কাজ কি ?

উত্তরঃ যেকোনো প্রকার লেনদেন বা ওয়ালেট সম্পর্কিত কাজে Active key এর প্রয়োজন হয়।
একাউন্টের সম্পদ ট্রান্সফারের কাজ, SBD Steem কনভার্সনের কাজ, পাওয়ার আপ বা পাওয়ার ডাউন দেয়া, ইন্টারনাল এক্সচেঞ্জ এ ক্রয় বিক্রয় করা, উইটনেস ভোট দেয়ার মতো কাজগুলো এর মাধ্যমে করা সম্ভব।

Owner key এর কাজ কি ?

উত্তরঃ একাউন্টের মালিকা দাবির ক্ষেত্রে এই কী খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া Owner key, Posting key, Memo key, Active key রিসেট করা, একাউন্ট ফিরিয়ে আনা, ভোটিং অধিকার প্রত্যাখ্যানের মতো কাজ এই Owner key এর মাধ্যমে করা হয়।

Memo key এর কাজ কি ?

উত্তরঃ Memo key এর ব্যবহার খুবই সীমিত। Memo field এর মাধ্যমে কোন ম্যাসেজ এনক্রিপ্ট করে পাঠাতে এই কী এর দরকার হয়। আবার সেই ম্যাসেজ দেখার জন্যও মেমো কী লাগে।

Master password এর কাজ কি ?

উত্তরঃ Master password এর উপর ভিত্তি করেই বাকি সব কী গুলো জেনারেট হয়ে থাকে। এই Master Password সব কী এর কেন্দ্রবিন্দু বলা চলে। এর ব্যবহার ব্যাপক। একাউন্ট রিকভারি থেকে শুরু করে ওয়ালেট এর সব কাজ এর মাধ্যমে করতে পারি।

Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তরঃ Master Password সংরক্ষণে আমি নিন্মলিখিত কাজগুলো করতে পারি-
১. এর হার্ডকপি প্রিন্ট করে নিরাপদ জায়গায় রাখবো।
২. গুগল ড্রাইভে এর কপি রাখতে চাইলে অবশ্যই আমি গুগল ড্রাইভটি টু ফ্যাক্টর অথেনটিকেশন এর আওতায় নিয়ে আসবো।
৩. ড্রাইভে রাখার ক্ষেত্রে Master password এর ফাইলটি এনক্রিপ্ট করে রাখবো।
৪. হাতে কোন ডায়েরিতে লিখে রাখার চেষ্টা করবো।
৫. সর্বোপরি এর এক্সেস যেন অন্য কারো কাছে না যায় সেদিকে কড়া অবস্থান নিবো।

পাওয়ার আপ কেন জরুরী?

উত্তরঃ স্টিমিট প্ল্যাটফর্মে নিজের শক্তি বৃদ্ধির জন্য পাওয়ার আপ খুব জরুরি একটি বিষয়। যত বেশি পাওয়ার একজন ইউজারের থাকবে তত বেশি সুবিধা সে ইউজারের পক্ষে নেয়ার সম্ভাবনা তৈরি হবে। তত বেশি রিওয়ার্ড জেনারেট করা সম্ভব হবে সে ইউজারের জন্য। এর পাশাপাশি তার পাওয়ার অনুযায়ী সে অন্য স্টিমিট ব্যবহারকারীকে সহায়তা করে যেতে পারবে। এখানে এনগেজ হওয়ার জন্য যে Resources এর দরকার হয় তাও এই পাওয়ার আপ জুগিয়ে দিতে পারে।

পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উত্তরঃ পাওয়ার আপ করার জন্য আমাদের

  • প্রথমে Active key এর মাধ্যমে ওয়ালেটে লগ ইন করতে হবে।
  • তারপর আমাদের একাউন্টে থাকা লিকুইড স্টিমের পাশে থাকা ড্রপডাউন বাটকে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পর নিচে আসা অপশনস গুলো থেকে পাওয়ার আপ এ ক্লিক করতে হবে।
  • তারপর Amount এর ঘরে যে পরিমাণ Steem পাওয়ার আপ করতে চাই তা লিখে নিচের Power Up বাটনে ক্লিক করতে হবে।

এর পর আমরা দেখতে পাবো সেই নির্দিষ্ট পরিমাণ Steem আমাদের একাউন্ট থেকে মাইনাস হয়ে স্টিম পাওয়ার এ যোগ হয়ে যাবে।

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উত্তরঃ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার ৩ দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

মেমো ফিল্ড এর কাজ কি?

উত্তরঃ Steem বা SBD সেন্ড করার ক্ষেত্রে আমরা অপশনাল হিসেবে মেমো ফিল্ডে চাইলে কোন মেমো লিখে দিতে পারি। সাধারণত মেমো ফিল্ডে কোন ম্যাসেজ সেন্ড করা হয়। এই ম্যাসেজ এনক্রিপ্ট করেও পাঠানো যায়।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তরঃ ৫ দিন পরে উক্ত এস.পি নিজের একাউন্টে ফেরত আসে।

ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তরঃ এক্ষেত্রে ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আমাকে ৩০০ এস.পি লিখতে হবে।


ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।
Sort:  
 2 years ago 

দুটো প্রশ্নের উত্তর আপনি দেননি, সেগুলো লিখে দিন।

 2 years ago 

ভাই দিয়ে দিয়েছি। আমি সব কিছু নোটপ্যাড এ লিখে পরে এই খানে পোস্ট করার সময় দুইটা পয়েন্ট মিস হয়ে গিয়েছিলো।

 2 years ago 

আরেকটা বিষয় @abb-school কে ৫% ও @shy-fox কে ১০% বেনিফিসিয়ারী দিতে হবে। আপনি উল্টো করে ফেলেছেন। পরের বার থেকে ঠিক করে নেবেন। 🙏🏾

 2 years ago 

আচ্ছা ভাই পরের বার ঠিক ঠাক দিবো। মনের অজান্তেই ভুল টা হয়ে গেছে

 2 years ago 

মোটামুটি ভালো ছিল আপনার উপস্থাপনা। সবকিছুর উত্তর ঠিকঠাক ভাবে দিয়েছে। আশা করছি খুব দ্রুতই লেভেল টু এর ট্যাগ পেয়ে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দোয়া করবেন ভাই। সব কিছু ঠিক ঠাক ভাবে রেখে যেন এগিয়ে যেতে পারি আমার বাংলা ব্লগের সাথে

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে লেভেল 2 সম্পর্কে আপনার বিস্তারিত লিখেছেন। আপনি যে লেভেল টু ভালোভাবে শিখেছেন তা আপনার এই পরীক্ষা দেখে বোঝা যাচ্ছে। আশা করছি আপনি আপনার সৃজনশীলতা দিয়ে নিজেকে মেলে ধরবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু উৎসাহিত করার জন্য। দোয়া করবেন যেন আমার বাংলা ব্লগের সাথে এগিয়ে যেতে পারি

 2 years ago 

লেভেল 2 হতে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। ক্লাসগুলো করে থাকলে অনেক কিছু জানা থাকে। আমি নিজেও অনেক কিছু শিখতে পেরেছি এই ক্লাসগুলো করে। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য। এভাবে সামনের দিকে এগিয়ে যান দোয়া রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই। সবার সাথে মিলে যেন ভালো কিছুর দিকে এগিয়ে যেতে পারি দোয়া করবেন। সব সময় পাশে থাকবেন আশা রাখি।

 2 years ago 

আমার পোস্ট দেখে মনে হচ্ছে লেভেল-২ এ আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। পরবর্তী লেভেল গুলোর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

লেভেল ২ এর শিক্ষকগণ আপ্রাণ চেষ্টা করেছেন খুটিয়ে খুটিয়ে সব কিছু আমাদের শেখানোর। ধন্যবাদ তাদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা শিখে যাচ্ছি। দোয়া করবেন আমার জন্য ভাই।

 2 years ago 

একাউন্টের নিরাপত্তার ক্ষেত্রে লেভেল 2 বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরী আর সেই আঙ্গিকে আপনি এই পোস্ট শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

জ্বি ভাই। লেভেল ২ খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেজ আমাদের জন্য। ডিজিটাল দুনিয়ায় নিরাপত্তার বিষয়ে সব ধরণের সতর্কতা অবলম্বন করা উচিত

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67773.53
ETH 2617.28
USDT 1.00
SBD 2.71