লেভেল ৩ হতে আমার অর্জন - By @solaymanspn। 10% to @shy-fox & 5% to @abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো সবাইকে।
আশা করি সবাই ভালো আছেন।
আমি মোঃ সোলায়মান (@solaymanspn), @abb-school এর ১৯তম ব্যাচের স্টুডেন্ট।

IMG-20220601-WA0016(1).jpg

লেভেল ৩ হতে আমার অর্জিত শিক্ষা আজ আমি চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার। আমার জানার এ অধ্যায়ে যারা অক্লান্ত শ্রম ও সময় দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞ। লেভেল ৩ এর শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের লেভেল ৩ এর পাঠ্য বিষয়সমূহ শেখানোর চেষ্টা করেছেন। হাফিজ (@hafizullah) ভাই, সিয়াম (@alsarzilsiam) ভাই সহ আরো যারা তাদের মেধা শ্রম আর সময় দিয়ে আমাদের মতো নতুন, নবীন ব্লগার তৈরির এ প্রয়াস চালিয়ে যাচ্ছেন @abb-school এর সাথে তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।

তবে এপর্যায়ে চলুন লেভেল ৩ হতে আমার লব্ধ জ্ঞান শেয়ার করার চেষ্টা করি।

প্রশ্নঃ মার্কডাউন কি ?

উত্তরঃ আমাদের পোস্ট কে দৃষ্টিনন্দনভাবে পাঠকের সামনে উপস্থাপন করার জন্য ব্যবহৃত নির্দিষ্ট কিছু টেক্সট ফরম্যাটকে মার্কডাউন বলা হয়।

প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তরঃ আমরা আমাদের পোস্ট কে মানুষের সামনে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের ক্ষেত্রে মার্কডাউন ব্যবহার করে থাকি।

মার্কডাউন ব্যবহার করার কিছু গুরুত্ব নিচে উল্লেখ করা হলোঃ

  • লেখা হাইলাইট বা বোল্ড,ইতালিক, আন্ডারলাইন করার ক্ষেত্রে
  • প্রয়োজনীয় হেডিং ব্যবহার করার জন্য
  • ফটোর অবস্থান ঠিক করার জন্য
  • কনটেন্টকে জাস্টিফাই করার জন্য
  • লেখায় কোন লিংক সংযুক্ত করার জন্য

এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা মার্কডাউন ব্যবহার করে থাকি।

প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উত্তরঃ পোষ্টের মধ্যে মার্কডাউন কোডগুলো দৃশ্যমান রাখতে আমরা যদি সেই মার্কডাউন এর সামনে চারটা স্পেস বা \ এই চিহ্ন দেই তাহলে তা পোষ্টে তার কার্যকারিতা হারিয়ে দৃশ্যমান থাকবে।

যেমন নিচের কোডগুলোঃ
<i>হ্যালো বন্ধুরা </i>

প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উত্তরঃ নিচে উল্লেখিত টেবিলটা তৈরির ক্ষেত্রে যেসব মার্কডাউন ব্যবহার করা হয়েছে দেখানো হলোঃ

UserPostsSteem Power
User110500
User220900

উপরিউক্ত টেবিলের তৈরিতে ব্যবহৃত মার্কডাউন

|User | Posts | Steem Power|
|---|---|---|
| User1 | 10 | 500 |
| User2 | 20 | 900 |

প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তরঃ সোর্স উল্লেখ করার জন্য আমাদের নিম্নোক্ত মার্কডাউন ব্যবহার করতে হয়-

[এখানে সোর্স] (এখানে লিংক)

উল্লেখ্য, তৃতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনীর মাঝে কোন ফাঁকা রাখা যাবে না।

প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তরঃ ক্রমিকভাবে হেডার ১ হতে হেডার ৬ এর কোডগুলো নিম্নরূপঃ

Header 1

কোডঃ # Header 1

Header 2

কোডঃ ## Header 2

Header 3

কোডঃ ### Header 3

Header 4

কোডঃ #### Header 4
Header 5
কোডঃ ##### Header 5
Header 6
কোডঃ ###### Header 6

প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তরঃ যেকোন টেক্সট জাস্টিফাই করার মার্কডাউন নিম্নরূপঃ

টেক্সট এর উপরে দিতে হবে <div class="text-justify"> এবং টেক্সট এর নিচে দিতে হবে </div>

<br> ট্যাগ ব্যবহার করতে হবে যদি আমরা দুইটি প্যারাগ্রাফকে আলাদা করতে চাই।

প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তরঃ কনটেন্টের টপিকস নির্বাচনে আমাদের সেই বিষয়ের উপর সঠিক জ্ঞান অভিজ্ঞতা বা দক্ষতার উপর বেশি গুরুত্ব দেয়া উচিত।

প্রশ্নঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তরঃ আমরা জানি অল্প বিদ্যা ভয়ংকরী। যেকোন বিষয়ে যথেষ্ট জ্ঞানের অভাব থাকলে তা থেকে মানুষ উপকারের বিপরীতে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর তাছাড়া যথেষ্ট জ্ঞানের অভাব থাকলে সে বিষয়ে সঠিক আলোচনা করা সম্ভবপর নয়। তাই টপিক সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা খুব বেশি জরুরি।

প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তরঃ আমরা জানি কিউরেশন রিওয়ার্ড প্রায় প্রদত্ত ভোটের ৫০% পাওয়া যায় যদি একজনই ভোট দিয়ে থাকে।
এখানে আমি $7 এর ভোট দিয়ে থাকলে আমি প্রায় $3.5 SBD সম মুল্যের Steem Power কিউরেশন রিওয়ার্ড হিসেবে পেয়ে থাকবো। আরেকটু খোলা ভাবে যদি বলি, এখানে ধরি SBD Steem কনভার্সন রেট ২। তাহলে আমার প্রাপ্ত $3.5 এর সম মুল্যের Steem Power বা 3.5*2= 7 Steem Power পাবো কিউরেশন রিওয়ার্ড হিসেবে।

প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তরঃ সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড অর্জনের জন্য ৫ মিনিট পর থেকে ৬ দিন ১২ ঘন্টার আগে ভোট দিতে হবে। ভোট দেয়ার ক্ষেত্রে ভালো পোস্ট খুঁজে পড়ে যদি কোন হোয়েল বা তিমি (যারা বড় ভোট দেয়) এর আগে ভোট দেয়া যায় তাহলে কিউরেশন রিওয়ার্ড তুলনামূলক বেশি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তরঃ নিজে কিউরেশন করার চাইতে @Heroism এ Steem Power ডেলিগেশন করলে বেশি আর্ন করার সম্ভাবনা আছে। কেননা, একক কোন ব্যক্তির পক্ষে সব সময় ভালো পোস্ট খুঁজে ভোট দেয়া কষ্টকর। আর তাছাড়া অনেক সময় বোঝাও যায় না কোন পোস্টে হোয়েল ভোট পড়ার সম্ভাবনা আছে। এসব কাজ @Heroism খুব দক্ষতার সাথে করতে পারে। তাই @Heroism কে পাওয়ার ডেলিগেশন করলে স্বভাবতই বেশি আর্ন হওয়ার সম্ভাবনা থাকে।

ধন্যবাদ সবাইকে।
সবার জন্য শুভকামনা।

Sort:  
 2 years ago 

আপনার পোস্টে খুব চমৎকার করে level3 এর সকল বিষয়ের উপর বর্ণনা করেছেন। এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে সম্পন্ন করেছেন। এভাবে সবগুলো লেভেল অত্যন্ত দক্ষতার সাথে উত্তীর্ণ হবেন এই প্রত্যাশা করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

দোয়া করবেন ভাই যেন সব কিছু ভালো ভাবে শিখে এগিয়ে যেতে পারি।

 2 years ago 

আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছেন এবং আপনার উপস্থাপনা টি ও আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি একজন ভালো মনের ব্লগার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই। এমনভাবে সাহস জুগিয়ে যাওয়ার জন্য আজীবন কৃতজ্ঞ। আপনাদের দেয়া শিক্ষা যেন সারাটি জীবন কাজে লাগাতে পারি দোয়া করবেন।

 2 years ago 

আসলে ভাই আমরা সবাই সমান। হয়তো আপনার কাছ থেকে আমি কিছু শিখব এবং আপনি আমার কাছ থেকে শিখবেনন। এটাই হচ্ছে জীবন। এভাবেই এগিয়ে যান ভাই, ভালোভাবে কাজ করুন, সবসময় আমরা পাশে আছি।

 2 years ago 

জ্বি ভাই সব সময় পাশে পাবো আশা রাখি।

 2 years ago 

Level3 হতে আপনি অনেক কিছু শিখেছেন। আপনি তো ভালো কিছু শিখেছেন তা আপনার পোষ্ট করেই বোঝা গেল ।আপনি খুব সুন্দর ভাবে আপনার পোস্টে প্রতিটি শিক্ষনীয় বিষয় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ।আশা করছি আপনি আমার বাংলা বিভাগের সকল নিয়ম কানুন মেনে এভাবেই পাশে থাকবেন এবং আপনার সৃজনশীল চিন্তাশক্তি আমাদের মাঝে শেয়ার করবেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু। দোয়া করবেন যেন আমার বাংলা ব্লগের সাথে দৃঢ় পায়ে এগিয়ে যেতে পারি সকল বাধা বিপত্তি পেছনে ফেলে।

 2 years ago 

আপনার লেভেল ৩ এক্সাম অনেক ভালো হয়েছে তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। আমাদের প্রতিটা লেভেল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কমিউনিটি সত্যি অনেক কিছু দিয়ে যাচ্ছে এই ক্লাসগুলো থেকে। আর কিছুদিন পর আপনি ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জ্বি আপু দোয়া করবেন যেন ভাল মতো এগিয়ে যেতে পারি আপনাদের সাথে

 2 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে এবিবির স্কুলের level-3 লিখিত পরীক্ষা সম্পন্ন করেছেন। অনেক সুন্দর ভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন।আশা করি পরবর্তী লেভেল গুলো খুব ভালো ভাবে পার হয়ে ভেরিফাইড মেম্বার হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

জ্বি ভাই আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ এগিয়ে যেতে কষ্ট হবে না

 2 years ago 

ভাইয়া আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম আপনি এবিবি স্কুলে ক্লাস গুলো ভালোভাবে করেছেন। ‌ এবং আপনি level3 বিষয়ে অনেক সুন্দর জ্ঞান অর্জন করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল। এভাবেই আপনি সামনের দিকে এগিয়ে যান।

 2 years ago 

ধন্যবাদ আপু পাশে থেকে উৎসাহ জুগিয়ে যাওয়ার জন্য। আপনার জন্যও শুভকামনা

 2 years ago 

ভালো একটি উপস্থাপনা ছিল বিষয়গুলো সুন্দর করে গুছিয়ে তুলার চেষ্টা করেছেন।ভালো লাগলো,যদিও আমি আগে থেকেই এগুলা জানি।যাইহোক এগিয়ে জান শুভেচ্ছা রইলো।

 2 years ago 

এগিয়ে যেন যেতে পারি ভাই সুশৃঙ্খলতার সাথে। পাশে রেখে ধণ্য করুন আমায়।
ধন্যবাদ ভাই

 2 years ago 

লেভেল 3 এর পরীক্ষা দিয়েছেন দেখে ভীষণ ভালো লেগেছে। আমি নিজেও পরীক্ষাগুলো দিয়ে আজ ভেরিফাইড হয়েছি। আমি আশা করব তাড়াতাড়ি ভেরিফাইড হয়ে যাবেন। এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জ্বি ভাই দোয়া করবেন। আপনাদের মতো আমিও যেন আমার বাংলা ব্লগের সাথে এগিয়ে যেতে পারি।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির এবিবি স্কুলের level-3 থেকে যে জ্ঞান লাভ করেছেন তার আঙ্গিকে এই পোস্ট শেয়ার করেছেন। পরবর্তী লেভেলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

দোয়া করবেন ভাই পরবর্তী সব লেভেল যেন ভালো মতো পার হতে পারি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67900.86
ETH 3250.85
USDT 1.00
SBD 2.63