নাটক রিভিউঃ "ঘুণ" - ভিকি জাহিদ। 10% to @shy-fox & 5% @abb-school.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো সবাইকে।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন।
আমিও ভালো আছি।


৩১শে জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
১৪ জুন ২০২২ ইং

আজকে আমি আপনাদের সাথে ভিকি জাহিদ পরিচালিত একটি থ্রিলার নাটক "ঘুণ" এর রিভিউ শেয়ার করবো।


চলুন শুরু করি

S20614-12082822.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নামঘুণ
পরিচালকভিকি জাহিদ
লেখকভিকি জাহিদ
প্রযোজনাআর টি ভি
অভিনয়মেহেজাবিন
খাইরুল বাশার
নাজিবা বাশার
আদনান চৌধুরী
দৈর্ঘ৫২ মিনিট
ধরণড্রামা থ্রিলার
ভাষাবাংলা
দেশবাংলাদেশ

নাটকের সারসংক্ষেপ


S20614-11142070.jpg

নাটকের প্রথমেই দেখতে পাওয়া যায় মেহজাবিন একগ্লাস লেমোনেড এ ভলকানো তুলতেছে। খাইরুল বাশার ক্যামেরায় এবং কিছুক্ষণ কথা বলে সামনে চলে আসে। রেস্টুরেন্টের পেস্ট্রি টা টেস্ট করে তার অনুভূতি জানায়। তারপর রেস্টুরেন্টের খাবার এবং সেইসাথে পরিবেশের রিভিউ টা দিয়ে দেয়। এখানে মেহজাবিন রুবি চরিত্রে এবং খায়রুল বাশার অয়ন চরিত্রে অভিনয় করেছে। অয়ন-রুবি দম্পতি ফুড ব্লগার।

S20614-11180757.jpg

এর পরের দৃশ্যে দেখা যাবে তারা "কাপল থেরাপি" শিরোনামে একটি ব্লগ শেয়ার করে তাদের ইউটিউব চ্যানেলে। সেখানে তারা কথা বলে একে অপরের বিশ্বাস আর ভালোবাসা নিয়ে। ভক্তদের জানায় তাদের নিজস্ব অনুভূতি সেইসাথে তাদের সম্পর্কের গভীরতা বোঝানোর চেষ্টা করে বেশ ভালো কিছু ডায়লগে।

S20614-11193536.jpg

এরপর দেখা যাবে বেডে শুয়ে আছে রুবি এবং সে স্লিপ প্যারালাইজড রোগে আক্রান্ত। তাকে টেনে বিছানা থেকে উঠায় অয়ন। এবং একটি গোলাপের তোড়া দিয়ে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানায়। রাতের দিকে একটা পার্টি দেয়া হয় এবং সেখানে তাদের মিউচুয়াল বন্ধু নাজিবা এবং তার জামাইয়ের সাথে তাদের কথা বার্তা চলতে থাকে। এক পর্যায়ে নাজিবা তাদের গতকালের শেয়ার করা ব্লগটি নিয়ে কিছুটা সমালোচনা করার চেষ্টা করলে হাল্কা একটু কথার মারপেঁচে মন খারাপ হয়ে যায় নাজিবার। সরে যায় সে তার জামাই কে নিয়ে। তারপর নাচতে দেখা যায় অয়ন এবং রুবিকে।

S20614-11242383.jpg

তারপরে একটা করুণ দৃশ্যের অবতারণা ঘটে। আগেই জেনেছি রুবির স্লিপ প্যারালাইজড সমস্যা আছে। তো রাতের দিকে অয়নের একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। রুবি বিছানা থেকে উঠে অয়নকে সাহায্য করতে চায় কিন্তু উঠতে পারে না। এক পর্যায়ে অয়ন মেঝেতে লুটিয়ে পড়ে মারা যায়। সকালে সবার উপস্থিতিতে কান্না কাটি করতে দেখা যায় রুবিকে। নিজের উপর দোষ দেয় সে। বান্ধবী নাজিবা বুঝায় এতে তার কোন দোষ নেই। পরে জানাযা দেয়ার ব্যবস্থা করা হয়।

S20614-11290446.jpg

এখন রুবি একা হয়ে পড়ে। উদাস মনে রাতে বেডে শুয়ে থাকে এবং হাতের কাছে অয়নের ফোন টা নিয়ে সন্দেহজনক ভঙ্গি নিয়ে তার লক খুলার চেষ্টা করে ব্যর্থ হয়।

S20614-11313067.jpg

সকালে অয়নের অফিসের কলিগরা এসে তার ব্যবহৃত একটি ল্যাপটপ এবং একটি ব্যাগ রুবির কাছে দিয়ে যায়। নতুন ল্যাপটপ দেখে রুবি অবাক হয় এবং অয়নের প্রতি সন্দেহ আরো গাঢ় হতে থাকে। একবার পাসওয়ার্ড খোলার চেষ্টা করে এবারো ব্যর্থ হয়। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে অয়ন সম্পর্কে নতুন কিছু জানার চেষ্টা করে কিন্তু কলিগরা তেমন কোন তথ্য দিতে পারে না।

S20614-11504756.jpg

একটা সময় রুবি ল্যাপটপ এবং মোবাইল খোলার নেশায় পাগল হয়ে যায়। মোবাইলে বারে বারে পাসওয়ার্ড দেয়ার ফলে পাসওয়ার্ড দেয়ার ইনপুট ২ এ চলে আসে। আর মাত্র দুইবার ভুল পাসওয়ার্ড দিলেই ফোন পার্মানেন্ট লক হয়ে যাবে। কিভাবে মোবাইল খোলা যায় তা নিয়েই রুবি বেশি চিন্তিত হয়ে প্রায় পাগল হয়ে যায়। রাতে না ঘুমানোর ফলে চোখের নিচে কালির ফাগ পড়ে যায়। তার বান্ধবী তাকে পরামর্শ দেয় কিছু সত্য না জানাই ভালো। রুবি বলে সত্যকে না জানাটাই ভয়ংকর। মোবাইল খোলার জন্য সে একটি দোকানে গিয়েও ব্যর্থ হয়।


S20614-11533524.jpg

একদিন বাসায় এসে দেখে তার অ্যাকুয়ারিয়ামে চাষ করা মাছগুলো মরে গেসে। তা দেখে তার মন আরো বেশি নষ্ট হয়ে যায়। এখানে একটা বিষয় জানিয়ে দেয়া হয় সেটা হলো অয়ন তার একটা শার্ট হারিয়ে ফেলে সাজেক ট্যুরে গিয়ে যেটা রুবি তাকে উপহার হিসেবে দিয়েছিলো। একথা মনে পড়ে রুবির আরো বেশি সন্দেহ জাগে অয়নের প্রতি। সে হ্যালুসিনেশনের ফলে মাঝে মাঝে অয়নকে অন্য মেয়ের সাথে দেখে আরো বেশি কষ্ট পায়। সে ভাবে অয়ন তাকে ধোকা দিয়েছে।

S20614-12053911.jpg

একদিন রাতে রুবি আর নাজিবা গাড়িতে করে ঘুরতে থাকে। মাঝ পথে রুবি গাড়ি থামায় এবং এর মাঝে একটা চোর এসে পিছনে রাখা মোবাইলফোন এবং ল্যাপটপ নিয়ে যায়। রুবি পিছনে পিছনে দৌড়াতে থাকে কিন্তু ধরতে পারে না। রুবি ফোন হারিয়ে পাগলের মতো আচরণ করে। ভাবে সব শেষ। কিছুই এখন আর জানা যাবে না। পরক্ষণেই সে খেয়াল করে দেখে অয়নের ফোন তার কাছে আর চোর যেটা নিয়ে গেসে সেটা ছিলো তার নিজের ফোন। এটা দেখে রুবি খুব বেশি আনন্দিত হয় এবং মাঝ রাস্তায় দাঁড়িয়ে খুশির বসে চোর কে জোরে জোরে গালি দিতে থাকে।

S20614-12215360.jpg

কিছু দিন পর রাতে রুবি তাদের ইউটিউব চ্যানেলে তার সাথে হওয়া অন্যায়ের বর্ণনা লাইভের মাধ্যমে শেয়ার করে চ্যানেল ডিলিট করে দিতে যায়। তখনই তার মনে হয় অয়ন ফোনে কোন পাসওয়ার্ড দিতে পারে। পরে পাসওয়ার্ড দিয়ে ফোন আনলক করে দেখে তার ভালোবাসার মানুষ তার সাথে কোন রকম বেইমানি করে নি। অয়ন তার বিশ্বাসের একটুও অমর্যাদা করেনি। কিন্তু শুধু শুধু ভুলের বশে রুবি তার চ্যানেলে নেগেটিভ একটা ভিডিও শেয়ার দেয় যার ফলে তাদের ফ্যান ফলোয়ার অয়নকে ভুল বুঝতে থাকে।


নিজস্ব মতামত

ভিকি জাহিদ এমনিতেও আমাদের অনেকগুলো ভালো ভালো নাটক উপহার দিয়েছে ইতিপূর্বে। এইবারো সেই রকম একটা থ্রিল নিয়ে হাজির হয়েছিলেন এই ঘুণ নাটকে। মানুষের জীবনের সব পরিস্থিতি নিজেদের আয়ত্তে থাকবে না এটাই স্বাভাবিক। ভালো মানুষ যে পরিস্থিতির চাপে খারাপ রুপ ধারণ করতে পারে সেটা যেমন দেখা যায় ঠিক সেই একইভাবে চিত্রটা উল্টোও ঘটতে পারে। মানুষের অনুপস্থিতি যে কাউকে কাউকে কখনো খারাপ বানায় দিতে পারে সেটা আমরা অনেক সময়ই লক্ষ্য করি। এখানেও সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। আবার আমরা আমাদের জীবনযাপনে যে আদর্শ মেনে চলার চেষ্টা করি সব সময় তাও যে প্রতিটা মুহূর্তে সঠিক থাকবে তাও না। হয়তো আমরা আমাদের মেনে চলা আদর্শ সবার মাঝে ছড়িতে দিতে চাই। কিন্তু কখনো কখনো এও মনে হতে পারে যা আমি চাচ্ছি তা হয়তো খুব বেশি সত্য না। পরিস্থিতি সময়কে অন্যভাবে দেখাতেও অনেক সময় খুব বেশি বদ্ধপরিকর।

সন্দেহ কিভাবে মানুষকে অসুস্থ প্রতিযোগিতায় নামিয়ে দেও সেটাও হয়তো আমরা সবাই জানি। এখানেও সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সন্দেহ যে সব সময় সত্যি হয় তেমন না। সন্দেহের বশে আমরা অনেক সময় অনেক ভুল ধারণা পোষণ করি আমাদের ভালোবাসার, ভালোরাখার মানুষের প্রতি। সেটা পরে গিয়ে হয়তো আমরা জানতে পারি কিন্তু তখন হয়তো আমাদের একটু বেশি দেরি হয়ে যায়।

ভিকি জাহিদ ৫২ মিনিটে খুব সুন্দর ভাবে এসব বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বাস্তবতা পালটে যাওয়ার চিত্র খুব বাস্তবিক। ঘুণ তা আমাদের খুব ভালো ভাবেই বুঝিয়ে দেয়।


ব্যক্তিগত রেটিংঃ
৮.৫/১০

নাটকটির ইউটিউব লিংক
শেয়ার করা সব ছবি এখান থেকে স্ক্রিনশট নেয়া


ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন সবাই।
সবার জন্য শুভকামনা।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

এই নাটকটি আমি আগে দেখিনি ভাইয়া। আজ আপনার পোস্টের মাধ্যমে রিভিউ দেখতে পেরে অনেক ভালো লাগলো। মনের ভেতর ইচ্ছা জাগল একবার দেখার। অবশ্যই আমি দেখার চেষ্টা করব ভাইয়া। পুরো কাহিনীটি পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

তাইলে আপু এখন সব জেনেই গেলেন। ওইরকম থ্রিল এখন আর পাবেন বলে মনে হয় না। তবে বেশ ভালো লাগবে দেখলে

 2 years ago 

নাটক রিভিউ দেখতে খুব ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর নাটক সম্পর্কে জানা যায়।মেহজাবিনের নাটক সব সময় সুন্দর হয়।ভালোই লাগলো আরজের নাটকটির রিভিউ।

 2 years ago 

এই নাটকটা আসলে একটু অন্য ধাচের বলে মনে হয়েছে আমার কাছে। গতানুগতিক অত বেশি ইনটারটেইনমেন্ট ভিকি জাহিদ এতে রাখে নি।
ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

মুভি বা নাটক দেখার সময় হয়না তাই এই রিভিউগুলো পড়তে আমার খুব ভালই লাগে।
থ্রিলার মুভি বা নাটক গুলো আমার একটু বেশিই পছন্দের। চমৎকার রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শেষের দিকে সেইরকম একটা থ্রিল ছিলো। দেখে ভালোই লাগছে আপু।
ধন্যবাদ আপু।

 2 years ago 

নাটকটি আমি এখনো দেখিনি। মেহজাবিন চৌধুরী অভিনয় গুলো আমার অনেক ভালো লাগে। কিন্তু এই নাটকের কাহিনি আমি পুরো পড়িনি কারন পরে মজা পাবোনা তাই। রেটিং ও ভালো ছিলো তাই নাটকটি দেখতেই হবে।

 2 years ago 

জ্বি আপু। যদিও এই থ্রিলটা মাত্র ৫২ মিনিটে দেয়া হয়েছে তবুও খুব চমৎকার ভাবে দেয়ার চেষ্টা করেছেন পরিচালক। দেখলে মজা পাবেন আশা করি

 2 years ago 

নাটক রিভিউঃ "ঘুণ" - ভিকি জাহিদ এর নাটকটি এখনো দেখা হয়নি। আপনার চমৎকার উপস্থাপনা দেখে অনেক ভালো লাগলো। অবশ্যই নাটকটি দেখবো। ধন্যবাদ আপনাকে ভাইয়া 🥀

 2 years ago 

অস্থির একটা নাটক। দেখলে আশা করি বেশ ভালো লাগবে

 2 years ago 

বর্তমান সমাজের অনেক সম্পর্ক নষ্ট হচ্ছে এই সন্দেহের জন্য। সন্দেহ এবং তাতে কিছু মানুষের সায় দেওয়া এতেই সব শেষ হয়ে যায়। এই নাটকের কাহিনি টা দারুণ বেশ শিক্ষনীয়। অনেক সুন্দর রিভিউ করেছেন নাটক টার। পাশাপাশি আপনার ব‍্যক্তিগত মতামত টাও ভালো ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। নাটকটি আমাদের আশেপাশের ঘটে যাওয়া খুব ছোট্ট একটা বাস্তব নিয়ে নির্মিত। সাধারণ একটা কনসেপ্ট যে এত সুন্দর করে উপস্থাপন করা যায় তা ভিজি জাহিদ দেখিয়ে দিয়েছেন এই ঘুণের মাধ্যমে।

 2 years ago 

অনেক ইমোশনাল একটি নাটক আপনি আজকে রিভিউর মাধ্যমে আমাদের সাথে তুলে ধরেছেন। আর মেহজাবিনের নাটক গুলো একটু ব্যতিক্রমি হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাটকের রিভিউর তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

জ্বি ভাই নাটক টি আসলেই দারুণ। দেখে খুব ভালো লাগলো তাই শেয়ার করলাম।

 2 years ago 

রিভিউ পরে ভালোই লাগলো। সময় পেলে নাটক টি দেখে নিবো। ধন্যবাদ সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই সময় নিয়ে পড়ার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটা নাটকের রিভিউ আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা এ নাটকের রিভিউটি আমি খুবই মনোযোগ সহকারে পড়লাম খুবই ভালো লাগলো আমার কাছে। আসলে সন্দেহের বশে আমাদের প্রত্যেকেরই উচিত কোন ধরনের সীদ্ধান্তে না যাওয়ার কারণ ও সন্দেহ এর ফলে নেয়া সিদ্ধান্ত গুলো সব সময় ভুল হয়। এই নাটকটিতে আমাদেরকে সেই বিষয়টি খুবই ভালো হবে ধারণা দিয়েছে।

 2 years ago 

জ্বি ভাই একদম ঠিক বলছেন। সন্দেহের বশে কোন সিদ্ধান্ত নেয়া উচিত না আমাদের।

 2 years ago 

খুবই চমৎকার একটি নাটক রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই নাটকের রিভিউ পড়ে কিছুটা বুঝতে পেরেছি তবে দেখা হয়নি এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই সময় নিয়ে পড়ার জন্য। নাটকটি বেশ সুন্দর। দেখে খুব ভালোই লাগলো। তাই আপনাদের মাঝে নিয়ে এসে পড়লাম

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.032
BTC 87512.19
ETH 3031.52
USDT 1.00
SBD 2.72