নাটক রিভিউঃ "ঘুণ" - ভিকি জাহিদ। 10% to @shy-fox & 5% @abb-school.
হ্যালো সবাইকে।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন।
আমিও ভালো আছি।
আজকে আমি আপনাদের সাথে ভিকি জাহিদ পরিচালিত একটি থ্রিলার নাটক "ঘুণ" এর রিভিউ শেয়ার করবো।
চলুন শুরু করি
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
---|
নাম | ঘুণ |
---|---|
পরিচালক | ভিকি জাহিদ |
লেখক | ভিকি জাহিদ |
প্রযোজনা | আর টি ভি |
অভিনয় | মেহেজাবিন খাইরুল বাশার নাজিবা বাশার আদনান চৌধুরী |
দৈর্ঘ | ৫২ মিনিট |
ধরণ | ড্রামা থ্রিলার |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
নাটকের সারসংক্ষেপ |
---|
একটা সময় রুবি ল্যাপটপ এবং মোবাইল খোলার নেশায় পাগল হয়ে যায়। মোবাইলে বারে বারে পাসওয়ার্ড দেয়ার ফলে পাসওয়ার্ড দেয়ার ইনপুট ২ এ চলে আসে। আর মাত্র দুইবার ভুল পাসওয়ার্ড দিলেই ফোন পার্মানেন্ট লক হয়ে যাবে। কিভাবে মোবাইল খোলা যায় তা নিয়েই রুবি বেশি চিন্তিত হয়ে প্রায় পাগল হয়ে যায়। রাতে না ঘুমানোর ফলে চোখের নিচে কালির ফাগ পড়ে যায়। তার বান্ধবী তাকে পরামর্শ দেয় কিছু সত্য না জানাই ভালো। রুবি বলে সত্যকে না জানাটাই ভয়ংকর। মোবাইল খোলার জন্য সে একটি দোকানে গিয়েও ব্যর্থ হয়।
কিছু দিন পর রাতে রুবি তাদের ইউটিউব চ্যানেলে তার সাথে হওয়া অন্যায়ের বর্ণনা লাইভের মাধ্যমে শেয়ার করে চ্যানেল ডিলিট করে দিতে যায়। তখনই তার মনে হয় অয়ন ফোনে কোন পাসওয়ার্ড দিতে পারে। পরে পাসওয়ার্ড দিয়ে ফোন আনলক করে দেখে তার ভালোবাসার মানুষ তার সাথে কোন রকম বেইমানি করে নি। অয়ন তার বিশ্বাসের একটুও অমর্যাদা করেনি। কিন্তু শুধু শুধু ভুলের বশে রুবি তার চ্যানেলে নেগেটিভ একটা ভিডিও শেয়ার দেয় যার ফলে তাদের ফ্যান ফলোয়ার অয়নকে ভুল বুঝতে থাকে।
নিজস্ব মতামত |
---|
ভিকি জাহিদ এমনিতেও আমাদের অনেকগুলো ভালো ভালো নাটক উপহার দিয়েছে ইতিপূর্বে। এইবারো সেই রকম একটা থ্রিল নিয়ে হাজির হয়েছিলেন এই ঘুণ নাটকে। মানুষের জীবনের সব পরিস্থিতি নিজেদের আয়ত্তে থাকবে না এটাই স্বাভাবিক। ভালো মানুষ যে পরিস্থিতির চাপে খারাপ রুপ ধারণ করতে পারে সেটা যেমন দেখা যায় ঠিক সেই একইভাবে চিত্রটা উল্টোও ঘটতে পারে। মানুষের অনুপস্থিতি যে কাউকে কাউকে কখনো খারাপ বানায় দিতে পারে সেটা আমরা অনেক সময়ই লক্ষ্য করি। এখানেও সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। আবার আমরা আমাদের জীবনযাপনে যে আদর্শ মেনে চলার চেষ্টা করি সব সময় তাও যে প্রতিটা মুহূর্তে সঠিক থাকবে তাও না। হয়তো আমরা আমাদের মেনে চলা আদর্শ সবার মাঝে ছড়িতে দিতে চাই। কিন্তু কখনো কখনো এও মনে হতে পারে যা আমি চাচ্ছি তা হয়তো খুব বেশি সত্য না। পরিস্থিতি সময়কে অন্যভাবে দেখাতেও অনেক সময় খুব বেশি বদ্ধপরিকর।
সন্দেহ কিভাবে মানুষকে অসুস্থ প্রতিযোগিতায় নামিয়ে দেও সেটাও হয়তো আমরা সবাই জানি। এখানেও সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সন্দেহ যে সব সময় সত্যি হয় তেমন না। সন্দেহের বশে আমরা অনেক সময় অনেক ভুল ধারণা পোষণ করি আমাদের ভালোবাসার, ভালোরাখার মানুষের প্রতি। সেটা পরে গিয়ে হয়তো আমরা জানতে পারি কিন্তু তখন হয়তো আমাদের একটু বেশি দেরি হয়ে যায়।
ভিকি জাহিদ ৫২ মিনিটে খুব সুন্দর ভাবে এসব বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বাস্তবতা পালটে যাওয়ার চিত্র খুব বাস্তবিক। ঘুণ তা আমাদের খুব ভালো ভাবেই বুঝিয়ে দেয়।
ব্যক্তিগত রেটিংঃ ৮.৫/১০ |
---|
শেয়ার করা সব ছবি এখান থেকে স্ক্রিনশট নেয়া
ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন সবাই।
সবার জন্য শুভকামনা।
এই নাটকটি আমি আগে দেখিনি ভাইয়া। আজ আপনার পোস্টের মাধ্যমে রিভিউ দেখতে পেরে অনেক ভালো লাগলো। মনের ভেতর ইচ্ছা জাগল একবার দেখার। অবশ্যই আমি দেখার চেষ্টা করব ভাইয়া। পুরো কাহিনীটি পড়ে অনেক ভালো লাগলো।
তাইলে আপু এখন সব জেনেই গেলেন। ওইরকম থ্রিল এখন আর পাবেন বলে মনে হয় না। তবে বেশ ভালো লাগবে দেখলে
নাটক রিভিউ দেখতে খুব ভালো লাগে। কারণ সুন্দর সুন্দর নাটক সম্পর্কে জানা যায়।মেহজাবিনের নাটক সব সময় সুন্দর হয়।ভালোই লাগলো আরজের নাটকটির রিভিউ।
এই নাটকটা আসলে একটু অন্য ধাচের বলে মনে হয়েছে আমার কাছে। গতানুগতিক অত বেশি ইনটারটেইনমেন্ট ভিকি জাহিদ এতে রাখে নি।
ধন্যবাদ আপনাকে আপু
মুভি বা নাটক দেখার সময় হয়না তাই এই রিভিউগুলো পড়তে আমার খুব ভালই লাগে।
থ্রিলার মুভি বা নাটক গুলো আমার একটু বেশিই পছন্দের। চমৎকার রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
শেষের দিকে সেইরকম একটা থ্রিল ছিলো। দেখে ভালোই লাগছে আপু।
ধন্যবাদ আপু।
নাটকটি আমি এখনো দেখিনি। মেহজাবিন চৌধুরী অভিনয় গুলো আমার অনেক ভালো লাগে। কিন্তু এই নাটকের কাহিনি আমি পুরো পড়িনি কারন পরে মজা পাবোনা তাই। রেটিং ও ভালো ছিলো তাই নাটকটি দেখতেই হবে।
জ্বি আপু। যদিও এই থ্রিলটা মাত্র ৫২ মিনিটে দেয়া হয়েছে তবুও খুব চমৎকার ভাবে দেয়ার চেষ্টা করেছেন পরিচালক। দেখলে মজা পাবেন আশা করি
নাটক রিভিউঃ "ঘুণ" - ভিকি জাহিদ এর নাটকটি এখনো দেখা হয়নি। আপনার চমৎকার উপস্থাপনা দেখে অনেক ভালো লাগলো। অবশ্যই নাটকটি দেখবো। ধন্যবাদ আপনাকে ভাইয়া 🥀
অস্থির একটা নাটক। দেখলে আশা করি বেশ ভালো লাগবে
বর্তমান সমাজের অনেক সম্পর্ক নষ্ট হচ্ছে এই সন্দেহের জন্য। সন্দেহ এবং তাতে কিছু মানুষের সায় দেওয়া এতেই সব শেষ হয়ে যায়। এই নাটকের কাহিনি টা দারুণ বেশ শিক্ষনীয়। অনেক সুন্দর রিভিউ করেছেন নাটক টার। পাশাপাশি আপনার ব্যক্তিগত মতামত টাও ভালো ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
ধন্যবাদ আপনাকে। নাটকটি আমাদের আশেপাশের ঘটে যাওয়া খুব ছোট্ট একটা বাস্তব নিয়ে নির্মিত। সাধারণ একটা কনসেপ্ট যে এত সুন্দর করে উপস্থাপন করা যায় তা ভিজি জাহিদ দেখিয়ে দিয়েছেন এই ঘুণের মাধ্যমে।
অনেক ইমোশনাল একটি নাটক আপনি আজকে রিভিউর মাধ্যমে আমাদের সাথে তুলে ধরেছেন। আর মেহজাবিনের নাটক গুলো একটু ব্যতিক্রমি হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি নাটকের রিভিউর তুলে ধরার জন্য ভালো থাকবেন।
জ্বি ভাই নাটক টি আসলেই দারুণ। দেখে খুব ভালো লাগলো তাই শেয়ার করলাম।
রিভিউ পরে ভালোই লাগলো। সময় পেলে নাটক টি দেখে নিবো। ধন্যবাদ সুন্দর করে রিভিউ দেওয়ার জন্য ভাইয়া।
ধন্যবাদ আপনাকে ভাই সময় নিয়ে পড়ার জন্য।
খুবই চমৎকার একটা নাটকের রিভিউ আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা এ নাটকের রিভিউটি আমি খুবই মনোযোগ সহকারে পড়লাম খুবই ভালো লাগলো আমার কাছে। আসলে সন্দেহের বশে আমাদের প্রত্যেকেরই উচিত কোন ধরনের সীদ্ধান্তে না যাওয়ার কারণ ও সন্দেহ এর ফলে নেয়া সিদ্ধান্ত গুলো সব সময় ভুল হয়। এই নাটকটিতে আমাদেরকে সেই বিষয়টি খুবই ভালো হবে ধারণা দিয়েছে।
জ্বি ভাই একদম ঠিক বলছেন। সন্দেহের বশে কোন সিদ্ধান্ত নেয়া উচিত না আমাদের।
খুবই চমৎকার একটি নাটক রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই নাটকের রিভিউ পড়ে কিছুটা বুঝতে পেরেছি তবে দেখা হয়নি এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে নাটক রিভিউ শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই সময় নিয়ে পড়ার জন্য। নাটকটি বেশ সুন্দর। দেখে খুব ভালোই লাগলো। তাই আপনাদের মাঝে নিয়ে এসে পড়লাম