আর্টঃ- নদীতে ফুটে থাকা একটি শাপলা। 10% to @shy-fox & 5% to @abb-school.

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো সবাইকে।
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।
আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে নদীতে ফুটে থাকা একটি শাপলা অঙ্কন শেয়ার করার চেষ্টা করবো। যদিও আমি আর্ট এ খুব বেশি পটু না তাও সাধ্য মত চেষ্টা করেছি।

P20612-213738(1).jpg

পুষ্প বৃক্ষ পরিবারের একটি জলজ উদ্ভিদ শাপলা। ভারত উপহাদেশে এ ফুল বেশি দেখা যায়।নদী, হাওর ,জলাশয়, পুকুর বিল-ঝিলে শাপলা ফুটতে দেখা যায়। শাপলা ফুল অনেক রঙ এর হতে পারে। এর মধ্যে সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। নীল শাপলা বাংলায় শালুক বা নীলকমল আর লাল শাপলা রক্তকমল হিসেবে পরিচিত। চট্টগ্রামে শাপলা আঞ্চলিকভাবে অঁলাফুল হিসেবে পরিচিত।
শাপলা ফুলের জলছাপ বাংলাদেশের টাকা,পয়সা, দলিলপত্রে দেখতে পাওয়া যায়।

শাপলার ডাটা তরকারি হিসেবেও বেশ পরিচিত। খেতেও বেশ ভালো লাগে। বিশেষ করে বর্ষা মৌসুমে বিলে ঝিলে ফুটে থাকা শাপলা বেশ সৌন্দর্য ছড়িয়ে থাকে । প্রকৃতি প্রেমীরা খুব আগ্রহ নিয়ে এর সৌন্দর্য উপভোগ করে। শাপলা ফুল পরিনত হলে এর ভিতর একপ্রকার বীজ জন্মায় যা গ্রামের মানুষ খুব সাচ্ছন্দ্যের সাথে খেয়ে থাকে। এই বীজ আবার শুকিয়ে তারপর খৈ ভেজেও খাওয়া যায় যা মুলত ঢ্যাপের খৈ নামে পরিচিত।

শাপলার বেশ কিছু ঔষুধি গুণাগুণও রয়েছে। ডায়বেটিস রোগে শাপলার কার্যকারিতা সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে।
আবার শাপলা গৃহপালিত পশুর জন্য খাবার হিসেবেও কাজে লাগানো যায়।


চলুন তাহলে মূল বিষয়ে ফেরা যাক।
এখন প্রথমেই দেখে নিবো আমার অঙ্কনটি করতে কি কি উপকরণের প্রয়োজন হয়েছে।
উপকরণঃ
- সাদা কাগজ
- পেন্সিল
- রাবার
- পেন্সিল কাটার
- রুলার
P20612-203457(1).jpg

এখন আমরা ধাপে ধাপে দেখে নিবো কিভাবে নদীতে ফুটে থাকা শাপলাটি অঙ্কন করলাম।


চলুন শুধু করা যাক।

ধাপ ১ঃ

এই ধাপে আমি একটি সাদা কাগজে রুলারের মাধ্যমে চারপাশে দাগ কেটে নিয়েছি।

P20612-203851(1).jpg

ধাপ ২ঃ

এ ধাপে প্রায় আয়তক্ষেত্রের মাঝ বরাবর একটি ছোট দাগ দিয়ে দিয়েছি

P20612-205137(1).jpg

ধাপ ৩ঃ

এখন দাগের দুপাশে পেন্সিল দিয়ে কলি আকার দেয়ার চেষ্টা করবো।

P20612-205336(1).jpg

ধাপ ৪ঃ

এখন একইভাবে আরো বেশ কয়েকটা কলি একে নিয়েছি

P20612-205814.jpg

ধাপ ৫ঃ

এখন প্রথমে নেয়া দাগ টা মুছে দিয়ে নিচে থাকা তিনটি এবং তার উপরের দুই থাকা দুটি পাপড়িতে দাগ দিয়ে দিবো

P20612-210028.jpg

ধাপ ৬ঃ

এবার নিচে একটি ডাটা এঁকে নিবো এবং কয়েকটা পাতাও সাথে এঁকে নিবো

P20612-210519.jpg

ধাপ ৭ঃ

এখন ফুলের মাঝ বরাবর একটা আড়াআড়ি দাগ টেনে দিয়ে আকাবাকা কিছু দাগ দিবো

P20612-210920(1).jpg

ধাপ ৮ঃ

এ পর্যায়ে গাছ, সূর্য এবং পাখির ঝাঁক এঁকে নিবো

P20612-211516(1).jpg

ধাপ ৯ঃ

এ পর্যায়ে নদীর পাড়, সূর্য, আকাশ, শাপলার নিচের কয়েটি পাঁপড়ি,শাপলার ডাটা,শাপলার পাতায় সৌন্দর্য আনার জন্য পেন্সিল দিয়ে গাঢ় করে নিয়ে নদীর পানি দৃশ্যমান করার চেষ্টায় আকাবাকা কিছু দাগ টেনে দিবো।

P20613-000050(1)(1).jpg

P20612-213637(1).jpg

এভাবে নদীতে ফুটন্ত একটি শাপলার চিত্র আঁকার চেষ্টা করেছি আমি।


ধন্যবাদ সবাই।
ভালো থাকবেন সবাই।
সবার জন্য শুভকামনা।
Sort:  
 2 years ago 

পেন্সিল দিয়ে যেকোনো ধরনের চিত্র অঙ্কন দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে শাপলা ফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন ।আপনার অংকনের দক্ষতা দিয়ে দেখে ভালো লাগলো।

 2 years ago 

খুব যে একটা ভালো পারি তা না ভাই। অনেক আগে আঁকা আঁকি করার অভ্যাস ছিলো। অনেক দিন পর আবার চেষ্টা করতেছি।
ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

নদীতে ফুটে থাকা একটি শাপলা অংকন করেছেন দেখতে অসাধারণ হয়েছে। আমাদের জাতীয় ফুল শাপলা। শাপলা ফুল দেখতে অসাধারণ লাগে। ধন্যবাদ আপনাকে অংকন শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি ভাই মাত্র শিখতেছি। আঁকার চেষ্টা করছি। এইভাবে উৎসাহ যোগানোর জন্য ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনার পেন্সিল স্কেসটা সত্যিই দারুণ লাগছে। খুব নিখুঁত ভাবে তৈরির চেষ্টা করেছেন। তবে পাতা গুলো একটু অগোছালো লাগছে। কেমন যেন একটু এড়া এড়া ভাব। তবে সময়ের।বিবেচনায় তাও মেনে নেওয়া যায়। এই জ্যেষ্ঠের গরমে শাপলার এমনিই দশা কাল পুকুরে দেখে এলাম।

 2 years ago 

আর ভাই যে কাল, পাতা আর এর চাইতে কেমনে ভালো হবে বলেন। প্রচুর গরম।

 2 years ago 

আপনার রং কোনটি সত্যি অনেক ভালো হয়েছে ভাই।

শাপলার ডাটা তরকারি হিসেবেও বেশ পরিচিত

আমি এর আগে কখনো শুনিনি যে শাপলার ডাটা দিয়ে তরকারি খাওয়া যায়। যাইহোক আপনার কাছে এটা জানতে পেরে বেশ ভালই লাগছে অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য।

 2 years ago 

জ্বি ভাই শাপলার ডাটা সবজি হিসেবে ব্যবহৃত হয়। বেশ সুস্বাদু।
আপনাকেও ধন্যবাদ ভাই

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর করে নজরুলের ফুটে থাকা একটি শাপলা ফুলের চিত্র অঙ্কন করেছেন। যদি আপনি একটু রং করে দিতেন তাহলে আরো বেশি ভালো লাগতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু পাশে থেকে উৎসাহ জুগিয়ে যাওয়ার জন্য।
আমি কেবল মাত্র শিখতেছি আপু। ভুল ত্রুটি আপনাদের কাছ থেকে জেনেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই।

 2 years ago 

নদীতে ফুটন্ত শাপলা ফুলের চিত্রাংকন বেশ চমৎকার লাগছে দেখতে। আপনি খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। তবে সাধারণত এই ধরনের দৃশ্য গুলো একটু কালারফুল হলে দেখতে ভালো লাগে। এখন খুব সুন্দর লাগছে দেখতে। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জ্বি আপু আপনাকেও ধন্যবাদ। একটু কালার হয়তো করে দিলে ভালোই লাগতো।

 2 years ago 

ভাইয়া আপনি শাপলা ফুল নিয়ে অনেক সুন্দর বর্ণনা এবং যথেষ্ট পরিমান ইনফর্মেশন দিয়েছেন, তবে আমি এখনো শাপলা ফুলের ডাটা দিয়ে কোনো ধরনের রেসিপি খাইনি, এবার বর্ষায় ট্রাই করবো, যাইহোক আপনার শাপলা ফুলের চিত্রটি আমার খুবই ভালো লেগেছে, শাপলা ফুল দেখতে অসাধারণ হয় ভাইয়া, সত্যি আপনি অনেক সুন্দর করে চিত্রটি আর্ট করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

জ্বি ভাই শাপলার ডাটা বেশ ভালো একটা সবজি। ট্রাই করে দেইখেন।
ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

খুবই সুন্দর একটি দৃশ্য অংকন করেছেন পেন্সিল দিয়ে। পেন্সিলের করা দৃশ্য গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। শুরু থেকে খুব সুন্দর উপস্থাপন করেছেন। এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দোয়া করবেন আমার জন্য ভাই। এভাবে যেন আপনাদের সাথে আমার বাংলা ব্লগের একজন নিয়মিত সদস্য হয়ে এগিয়ে যেতে পারি।
ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। আসলে শাপলা ফুল আমার খুবই ভালো লাগে। আর এই ফুলের চিত্রাংকন করলেন। আপনি খুবই সুন্দর চিত্র অংকন করেন। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

জ্বি ভাই নতুন হিসেবে যতটুকু পারি করার চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ এভাবে উৎসাহ জোগানোর জন্য।

 2 years ago 

শাপলা ফুল আমাদের জাতীয় ফল আর এই ফুল আসলেই দেখতে খুব ভালো লাগে। যখন প্রকৃতির মাঝে ফুটে থাকে তখন দেখতে চাই কতটা সুন্দর লাগে তার আসলে বর্ণনা করা যায় না। আপনি খুব সুন্দর করে নদীতে ফুটে থাকে একটি শাপলা ফুলের চিত্র অঙ্কন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলছেন ভাই। ফুটে থাকা শাপলা বেশ সুন্দর লাগে দেখতে। এতো সুন্দর যে অনেক সময় চোখ ফিরিয়ে নিতেও খারাপ লাগে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67011.69
ETH 2366.74
USDT 1.00
SBD 2.32