আসলেই তা কি রাতারাতির সাফল্য? 10% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো সবাইকে।
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালোই আছেন।
আমিও ভালো আছি।


২৩ শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
৭ আগষ্ট ২০২২ ইং

ওভার নাইট সাকসেস।

board-1097118_1920.jpg

Source: Pixabay.com

আমরা হরহামেশাই এই শব্দটার সাথে খুব বেশি পরিচিত। আমাদের সমাজে, আমাদের আশে পাশের, আমাদের বন্ধুবান্ধব বা আমাদের অপরিচিত বা হাল্কা পরিচিত কাউকে কাউকে মাঝে মধ্যে দেখে অনেক সময়ই আমাদের মনে হয়, " আরেহ! আঙুল ফুলে ব্যাটা তো কলাগাছ"। আসলেই কি তাই?
হঠাৎ করে কেউ অনেক বড় সেলিব্রিটি বা কেউ কেউ অনেক বেশি টাকা পয়সার মালিক বনে যান বলে আমরা অনেকেই ধারণা করে থাকি আর আলোচনা সমালোচনার ঝড় তুলে ফেলি। বলে থাকি "এইতো দুইদিন আগেও দেখালাম অমুক জায়গায় তমুক করতেছিলো। এর পিছন পিছন ওর পিছন ঘুরে ঘুরে দিন কাটাইতেছিলো। ব্যাটা বা বেটি হঠাৎ করে এত বড় কেমনে হয়ে গেলো?"
ব্যাপারটা খাপছাড়া মনে হলেও আমরা কিন্তু এগুলা বলে থাকি।
ব্যাপারটা আমরা ভালো ভাবে লক্ষ্য না করেই হয়তো মনের খোবেই বলেন আর যা কিছুর কৌতুহলের বসেই বলেন না কেন, বলি। ব্যাপারটা আসলেই কি তাই?

ladder-2713346_1920.jpg

Source: Pixabay.com

যাদের আমরা খালি চোখে দেখি বা ভিতরের বিষয়টি লক্ষ্য না করেই দেখি যে রাতারাতি খুব বেশি বড় লোক বনে গেছে বা জীবনে বড় কিছু অর্জন করেছে তাদের এ অর্জনের পিছনে কিন্তু এক রাত বা একটি বার চেষ্টার গল্প থাকে না।
তাদের পিছনের গল্পে থাকে শত রাত, বহু বার ব্যর্থ হওয়ার গল্প। বিভিন্ন ভাবে এগিয়ে যাওয়ার গল্প। মুখ থুবড়ে পড়ে আবার কোমড়ে দ্বিগুণ জোর নিয়ে এরা উঠে দাড়িয়েছে। আগের বার হাটার গতিতে এগুলেও পরের বার এরা দৌড়ানোর শক্তি এবং সাহস নিয়ে এগিয়ে যাওয়ার মনোবল জুগিয়ে সামনে এগিয়ে গেছে।
আমরা পাহাড়ের চুড়ার দিকে তাকিয়ে যেমন বলতে পারি না "আরে, এ তো অনেক উচু"। ঠিক তাদের সাফল্য দেখেও বলতে পারি না এক রাতের গল্প। পাহাড়ের চুড়ার আগে যে তার নিচে শক্ত ভিতের দরকার হয়েছে ঠিক তাদের সাফল্য ছুঁয়ে দেখতেও বহু ত্যাগ তিতিক্ষা আর ধৈর্যের দরকার হয়েছে।
এসব বিষয় নিয়ে একটা খুব সুন্দর এবং প্রচলিত গল্প আছে। আপনারা কজন শুনেছেন জানি না তবে গল্পটা খুব ইনটেরেস্টিং। সেটা একটা গাছের গল্প। গাছটাকে

চাইনিজ ব্যাম্বো ট্রি
বলে।

chines bambo tree.png

Source: Canva Pro

এ গাছ টাকে বড় করতে, বীজটাকে বপন করা লাগে, সার পানি দেয়া লাগে, লাগে মাটির উর্বরতা। নিত্যদিন এর পরিচর্যা করতে হয়। এতে সূর্যের আলো পড়ে, বাতাস লাগে আরো অনেক অনেক বিষয় থাকে। মোট কথা সেবা যত্নের একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে হয়।
কিন্তু ব্যাপার হলো তারপরও এর চারা বের হয়না। একদিন যায়, দুই দিন যায়। সপ্তাহ যায়, যায় মাস। মাস কেটে বছর। বছরের পর বছর যায়। কিন্তু এর চারা বের হয় না।
বের না হওয়ার কারণ হলো বীজটা ভিতর থেকে একদম শক্ত মজবুত ভিত নিয়ে বের হয়৷ যা বাইরে থেকে কেউ আন্দাজ করতে পারে না এমনি এমনি।

investment-g87267664b_1920.jpg

Source: Pixabay.com

এক বছর দুই বছর এর চারা বাইরের কোন স্বাদ পায় না। ৪ বছর পর এর সকল অবসান ঘটিয়ে বীজ থেকে চারা গজিয়ে বাইরে বের হয়। তারপর বের হওয়া মাত্র ৪ সপ্তাহের মধ্যে চারা থেকে গাছ ৯০ ফুট এর মতো লম্বা হয়।
যারা হঠাৎ করে দেখে মাত্র ৪ সপ্তাহে ৯০ ফুট! তাদের কাছে তো ব্যাপারটা অস্বাভাবিক লাগাটাই স্বাভাবিক। গালে হাত দিয়ে ভাবনা আসবে এমন কান্ডে সে বলার অপেক্ষা রাখে না৷
কিন্তু ব্যাপার টা শুধু তারাই জানে যারা এর পিছনে শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে। নিরলস ভাবে দিনের পর দিন যত্ন পরিচর্যা করে গিয়েছে। তারা জানে গাছ টা মাত্র চার সপ্তাহে ৯০ ফুট লম্বা হয় নি। এর ৯০ ফুট হতে সময় লেগেছে ৪ বছর ৪ সপ্তাহ।

একই রকম ভাবে যদি আপনিও কিছু করে যান নিজ নিজে আর সাফল্য পান কোন দিন, তাহলে দেখবেন আপনার আশে পাশের কিছু লোকও বলে উঠবে "আরেহ ব্যাটা, এত তাড়াতাড়ি এত বড় অর্জন!!! কিভাবে কেমনে কি?" কিন্তু আপনি তো জানবেন আপনাকে এ পর্যায়ে পৌছাতে এক রাত বা একবারের চেষ্টায় আসা সম্ভব হয়নি। আপনি বুঝবেন যেমন সে ব্যাম্বো ট্রি ৪ সপ্তাহে ৯০ ফুট লম্বা হয়না, এর লম্বা হতে সময় লাগে ৪ বছর ৪ সপ্তাহ এবং বহু যত্ন ধৈর্য্য আর পরিচর্যার। ঠিক তেমন ভাবেই আপনার এমন অর্জনে আপনাকেও বহু কষ্ট, ত্যাগ, বহুবার হোচট খাওয়া আর ধৈর্যের দরকার হয়েছে।
কেউ এখন আপনাকে এসে যদি হুট করে নিন্দনীয় স্বরে বলে উঠে "আরে! এ ব্যাটা আঙুল ফুলে কলাগাছ হয়েছে"। এতে হতাশ হবেন না। কারণ মানুষ সলতার পেছনের গল্পটা দেখে না, মানুষ দেখে ৪ সপ্তাহে ৯০ ফুট হওয়ার দৃশ্য৷
কেউ যদি বলে আপনাকে ওভার নাইট সাকসেস, তাদেরকে একটু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিন, আসলে ব্যাপারটা ওভার নাইট না। এখানে আসতে আপনার বহু কাঠখড় পোড়াতে হয়েছে। পদে পদে ঠেকতে হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগুতে হয়েছে।

never-stop-learning-g9513187c1_1920.jpg

Source: Pixabay.com

ঠিক একই ভাবে যদি আপনিও আপনার আশে পাশের অন্য কাউকে দেখেন এক রাতে আকাশচুম্বী সাফল্য অর্জন করেছে, তাহলে একটু ঘেটে দেখবেন।
একটু ঘাটলেই দেখবেন তাদের ওমন সাফল্যের পিছনে বহু বছরের সাধনা আছে, আছে বহুবার হোচট খাওয়ার গল্প৷
আমরা যখন ওই সাফল্যের ভিতরের বিষয়টি নিবিড় ভাবে জানবো, উপলব্ধি করবো তখন অন্য সফল মানুষের প্রতি আমাদের যেমন শ্রদ্ধা জন্মাবে ঠিক তেমন ভাবে নিজেদের মধ্যেও সে সাফল্য পাওয়ার তাড়না বহু গুলে বেড়ে যাবে৷

আমাদের মনে রাখতে হবে, সাফল্য রাতারাতি আসে না। বহু সময়, বহু শ্রম, বহু ত্যাগ তিতিক্ষা আর ধৈর্যের দরকার হয়৷


ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন সবাই।
সবার জন্য শুভকামনা।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61155.34
ETH 2383.47
USDT 1.00
SBD 2.56