||গ্রাম এর মেঠো পথ দিয়ে ঘোরাঘুরি||@sojibuddin|| ১০%সাই - ফক্স এবং ৫% এবিবি - স্কুল এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালমুআলাইকুম ,আদাব

আজ,

৩ই জৈষ্ঠ্য ১৪২৯
17 mey 2022

কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন ,আমিও ভালো আছি আজ আমি গ্রাম এর মেঠো পথ পাড়ি দেওয়ার সময় কিছু মুহূর্ত শেয়ার করবো ।

20220516_172130.jpg

ডিভাইস: মোবাইল

অবস্থান:ডিমলা, কুটিরডাঙ্গা

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

আগামীকাল রাতে বৃষ্টি হয় প্রচুর ,ফলে নদী নালা কিছুটা পানি ওঠে।আমি আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠি প্রায় ২.৩০ এর দিক,কারণ ঠান্ডা পরিবেশ এ বেশ ভালই ঘুম হয়েছে।বাসা থেকে বের হয়ে পাশের এক বাজার এ যাই হটাৎ ছোট ভাই আলামিন এবং বন্ধু ফিরোজ এর সাথে দেখা ,আলামিন বললো ভাই কুটিরদাঙ্গার ওইদিকে নাকি মানুষ এর ক্ষেত এ পানি ওঠার কারণে ফসল নষ্ট হয়ে যাইতেছে ।তাই আমার মনে সেটা দেখার জন্য খুব ইচ্ছে জাগলো টাই ফিরোজ কে দেকে নিয়ে বলি চলো ঘুরতে যাই আরো একটা কথা তাকে বললাম যে যাইতে হইলে কিন্তু ৫০ টাকা দিতে হবে তেল খরচ প্রথম এ সে দিবে না তাকে জোরকরে তার পকেট থেকে নিয়ে তেল নেই।সে কিন্তু মন খারাপ করে নি কারণ অনেক ভালো বন্ধু হয় ওরাও কত আমার পকেট থেকে টাকা নিয়েছে তা বলার বাহিরে।এর পর আমরা রওনা দেই কুটিরদাঙা এর উদ্দেশ্য করে । সেখানে গিয়ে দেখে ভালো লাগে আবার খারাপ ও লাগছিল ।

20220516_171645.jpg

ডিভাইস: মোবাইল

অবস্থান:ডিমলা, কুটিরডাঙ্গা

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

এই কাঠের ব্যারেজ টা তে কত কচুরি পানা আটকে আছে টা বলার বাহিরে,স্কুল জীবনে কতবার যে এইখানে এসেছি ।স্কুল এর ২ টা ক্লাস করে এখানে এসে বসে থাকতাম বন্ধুরা সহ ।সেই জায়গা টা রয়েছে কিন্তু সেই বন্ধু গুলোর সাথে ঠিক মত কোথাও বলা হয় না সবাই সবার কাজে ব্যাস্ত।এই কাঠের ব্যারেজ তার উপর পটেটো ,ঠান্ডা পানিও জাতীয় কিছু নিয়ে বসতাম ২/১ঘণ্টা কোনদিক দিয়ে যেত বুঝতাম না । আজ এই জায়গায় এসে পুরনো স্মৃতি গুলো চোখের সামনে ভাসতেছিল।😭

20220516_171653.jpg

ডিভাইস: মোবাইল

অবস্থান:ডিমলা, কুটিরডাঙ্গা

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

যেটা বলতেছিল প্রচুর কচুরি পানা আটকে আছে যা দেখতে খুব ভালো লাগতেছিল, এত পরিমাণ এর কচুরি পানা আটকে আছে ফিরোজ কচুরি পানার উপর উঠে কিন্তু প্রচুর পরিমাণ এ একত্রিত হয় তাই সে দাড়ালে আর ডুব না আমি আরো ভয় পাইতেছিলাম যে যদি ডুবে যায় তাহলে তো ভিজে যাবে তাই তাকে বলি উঠ ডুবে যাবে।তাই সে তাড়াতাড়ি উঠে যায় পুল এর উপর ।
20220516_172101.jpg20220516_171701.jpg

ডিভাইস: মোবাইল

অবস্থান:ডিমলা, কুটিরডাঙ্গা

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

এরপর আমরা কিছুদূর গিয়ে দেখতে পারি মানুষ এর ক্ষেত এর উপর দিয়ে পানি বয়ে যাইতেছে।মানুষ এর ভুট্টা ক্ষেত এ পানি জমার ফলে মানুষ এর ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ করা মুশকিল হয়ে পড়ে ।কারো কারো ভুট্টা মাটিতে পড়ে গেছে ফলে ভুট্টার নানান সমস্যা হইতেছে ভুট্টার দানাতে কালো দাগ হইতেছে ফলে কৃষক পর্যাপ্ত পরিমাণ দাম পাইতেছে না ।আবার ভুট্টার মোচায় গাছ বের হইতে চাইতেছে ,এ সব নিয়ে বড়ই সমস্যায় আছে ।
20220516_172617.jpg20220516_172105.jpg

ডিভাইস: মোবাইল

অবস্থান:ডিমলা, কুটিরডাঙ্গা

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

আমরা গ্রাম এর মেঠো পথ ধরে এগোতে থাকি ,অপরাহ্ন হওয়ায় পরিবেশটা অনেক ঠান্ডা ছিল ঘুরতেও মনের ভিতর একটা আলাদা ফুরফুরে ভাব আসতেছিল । চলতে চলতে গ্রাম এর পথ কাশবন দেখা যাইতেছে গাছ গুলো যদিও বা ছোট দেখতে ভালই লাগতেছিল। গ্রাম এর রাস্তা একেবেকে তাই গাড়ি ড্রাইভ করতে একটু সমস্যা হইতেছিল ,আবার কিছুদূর পার হতে না হতেই কাদা মাটির কারণে ২ জন কে নামতে হইতেছে গাড়ি থেকে ।



অনেক অনেক ধন্যবাদ আমার পুরো পোস্ট পড়ার জন্য।



UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN (1).png

অবস্থানডিমলা, কুটিরডাঙ্গা
ডিভাইসমোবাইল(স্যামসাং m 21)

UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN (1).png

নিজের সম্পর্কে কিছু কথা :

আমি একজন স্বাধীন চিত্ত প্রিয় মানুষ।আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তেছি ,আমি জানি এবং মানি জানার কোনো শেষ নেই ।আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি একটি ভালো ব্যাবহার পাল্টে দিতে পারে একটি মানুষ এর জীবনের গতিপথ।

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqV7bbT3PhNfbHgyNngzcyCFw4TfaYm77TpqjAhtBLDYqvnas1GJLaFNNDWGS9...22RNB6YYmubtV5ucT8CTAdBzgh1XcPwSUYwzsUqZqhthEoc4g9w5HwvGi5etUzsPu7tB5KHo6ZRM6yzvhPX1XkLzAW6FCmTui5rkeXccbTyAe5DycanVRkyZ9g.png

Sort:  
 2 years ago 

আপনাদের গ্রামের দৃশ্য গুলো তো খুবই সুন্দর। সত্যি বলতে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে খুবই সুন্দর। খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ছবি।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আমার ছবিগুলো দেখার জন্য,দোয়া করবেন আমি যেনো সুন্দর সুন্দর ছবি আপনাদের সামনে আনতে পারি

 2 years ago 

গ্রামের মেঠো পথ ধরে ঘুরার মুহূর্ত গুলো অসাধারন ছিল এবং আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আর ফটোগ্রাফি গুলো ছিল নজর কাড়ার মত। খারাপ লাগছে সম্পূর্ণ ফসল বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। এবার বৃষ্টির পানি মানুষকে অনেক কষ্ট দিয়েছে। যাই হোক তবু কিছু করার নাই সৃষ্টিকর্তা যা করে মানুষের মঙ্গলের জন্যই করেন। আমাদের সাথে এত সুন্দর করে আপনার মনের ভাবগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের এক একটা কমেন্ট আমার নতুন কিছু করার উৎসাহ যোগায়,অনেক ধন্যবাদ ভাই ।

 2 years ago 

গ্রামকে অনেক ভালোবাসি ভাই,গ্রাম মানেই সতেজ, গ্রাম মানেই সবুজ,গ্রাম মানেই প্রাকৃতিক বাতাস।আপনি সুন্দর সুন্দর কিছু গ্রামের ফটো তুলছেন এইগুল দেখে খুবই ভালো লাগল। শুভ কামনা রইল

 2 years ago 

জি ভাই গ্রাম এর মত আর কিছু হয় না ,অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য

 2 years ago 

গ্রামের রাস্তা পরিবেশ মানুষজন সবই আমার অনেক ভালো লাগে। আপনি গ্রাম এর মেঠো পথ দিয়ে ঘোরাঘুরি করেছেন। আপনার কথা শুনে আমারও এখন আবার গ্রামে যেতে মন চাচ্ছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই পুরো পোস্টটি পড়ার জন্য

 2 years ago 

গ্রামের মেঠো পথ ধরে আপনি আপনার বন্ধুদের সাথে ভালো কিছু সময় কাটিয়েছেন সেটা আপনার পোস্ট পড়ে বুঝতে পেরেছি। আর একটা জিনিস খারাপ লাগলো আসলে এই যে পানি উঠছে এটা কিন্তু অনেকের জন্যই ভালো কিন্তু আবার অনেক কৃষকের ফসল নষ্ট হচ্ছে এটা আসলে খুবই কষ্টের

 2 years ago 

জি ভাই অনেক খারাপ লাগে এই সময় কৃষক এর দুরবস্থা দেখে

 2 years ago 

কি বলেন তেল খরচ না দিতে চাইলে একদম পকেট এ্ হাত দিয়ে নিয়ে নিলেন। আসলে বন্ধুদের মধ্যে এরকম হামেশাই হয়ে থাকে। এত সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালোই লেগেছে। বিশেষ করে গ্রামের করতে সবথেকে বেশি ভালো লাগে। একটা বিষয় দেখলাম বৃষ্টির কারণে ফসলের ক্ষেত অনেকটাই নষ্ট হয়ে গেছে। এতে করে কৃষকের অনেক বেশি ক্ষতি হয়েছে। বিষয়টি দেখে অনেক খারাপ লেগেছে।

 2 years ago 

জি আপু খুবই খারাপ লেগেছে ,আপনাকে অনেক ধন্যবাদ আমার পুরো পোস্টটি পড়ার জন্য

 2 years ago 

ছবিতে দেখানো প্লেস গুল দারুন ছিল আপনার ফটোগ্রাফিও দারুন হয়েছে আসলে গ্রামের মেঠো পথ ধরে হাটার অনুভুতিটা বলে বোঝানো যাবে না সব মিলিয়ে দারুন ছিল ধন্যবাদ আমাদের মাঝে দারুন সময়টা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আমার পুরো পোস্টটি পড়ার জন্য

 2 years ago 

গ্রামের এই আকাবাক মেঠোপথ দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। কী অপরুপ এক দৃশ্য। আপনার জন্য দারুণ কিছু জায়গা দেখতে পেলাম। পানির উপর দিয়ে বাঁশের সাকো। অনেক সুন্দর ফটোগ্রাফি ছিল। এবং সুন্দর গুছিয়ে লিখেছেন। অনেক ভালো লাগল।।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই ,পাশে থাকবেন সবসময়

 2 years ago 

ভাই প্রথম থেকে বলা হয়েছে প্রত্যেকটি ছবির নিচে লোকেশনগুলো ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেটি টিউটোরিয়াল আমার বাংলা ব্লগ কমিউনিটি তে দেওয়া আছে। তাই পরেরবার থেকে অবশ্যই লোকেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন, ধন্যবাদ।

 2 years ago 

তাড়াহুড়া করতে গিয়ে ভুল করছি ভাই ,পরবর্তী সময় থেকে ছবির লোকেশন দেওয়ার চেষ্টা করবো ।

 2 years ago 

তাড়াহুরা করে কাজ করলে কি হবে ভাই,? একটু সময় নিয়ে তো কাজ করতে হবে।

 2 years ago 

আমি কি এখন ঠিক করে নিবো ভাই

 2 years ago 

এখন লোকেশন গুলো দিয়ে দেন, এবং পরবর্তীতে এই বিষয়টি লক্ষ রাখবেন।

 2 years ago 

ভাই ঠিক করে নিয়েছি

 2 years ago 

বেশ চমৎকার ভাবে আপনি আজকের এই দিনটি উপস্থাপন করলেন। আপনার গ্রামের মেঠো পথ দিয়ে যাওয়ার সময় বেশ চমৎকার কয়েকটি ফটোগ্রাফি আমাদেরকে উপহার দিয়েছেন। স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ঘটনাটা বেশ স্মৃতি মধুর ছিল, আংশিক সাধু চলিত মিশ্রণ হয়ে গেছে, তবে আপনার লেখার দক্ষতা বেশ চমৎকার, আপনার পোস্ট করার ছলে নিজের স্কুল জীবনের ছোট ছোট ঘটনা মনে পড়ে গেল, খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61682.60
ETH 2986.38
USDT 1.00
SBD 2.51