।।দিনাজপুর এর রাবার ড্যাম এবং অটো রাইস মিল ভ্রমণ।।১০%সাই - ফক্স এবং ৫% এবিবি - স্কুল

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুয়ালাইকুম, আদাব।রমাদ্বান মোবারক।



২৮ই চৈত্র ১৪২৮
11april2022

জ আমি দিনাজপুর এর মোহনপুর ব্রিজ এর রাবার ড্যাম এবং অটো রাইস মিল ভ্রমণ সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি।

20220410_131740.jpg

আজকে আমার পরীক্ষা শেষ করে মেসে আসি , হটাৎ আঙ্কেল আমাকে ফোন দিয়ে বলে চলো একটা জায়গায় ঘুরতে যাব । আমারও অনেকদিন থেকে ঘুরতে যাওয়া হয় না তাই আমিও মন স্থির করলাম মাইন্ড ফ্রেশ করার জন্য ফলে আমি যেতে রাজি হলাম । এরপর আমি রেডি হয়ে রাস্তায় আসি,আঙ্কেল দেখি গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে।আঙ্কেল এর সাথে দেখা হয়ে আঙ্কেল বলে অটো রইচ মিল এ যাবে ,তো আমরা দুজন এ রাস্তা চলা শুরু করলাম ,আমি আঙ্কেল কে বললাম এখানে দেখার মত কিছু কি আছে তিনি বলল হে, তিনি বলল মোহনপুর এর রাবার ড্রাম রয়েছে ।পরক্ষণে আমি আঙ্কেল কে বললাম সেখানে ঘুরতে যাই তিনি রাজি হয়ে যায় ।
এরপর আমরা রাবার ড্রাম এ গিয়ে পৌঁছাই। রাবার ড্যাম মোহনপুর ব্রিজ সংলগ্ন।

সেখানে তোলা কিছু ছবি :

ছবি ০১

20220410_132056.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

ছবি ০২

20220410_131839.jpg

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

ছবি ০৩

20220410_132043.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

ছবি ০৪

20220410_132011.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

রাবার ড্যাম এ গিয়ে আমার এক আলাদা অনুভূতি প্রকাশ পায়।কারণ এর আগে আমি কখনোই দেখা হয়নি। প্রথমে আমি অবাক হয়ে গিয়েছি কারণ রাবার দিয়ে পানি আটকানো হয়েছে আমি সাধারণত জানি পানি আটকাতে বিভিন্ন সুইচগেট ব্যবহার করা হয়,কিন্তু সেখানে গিয়ে আমার ধারণা পুরো পাল্টে গেল আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখতে পেলাম রাবার কে ফুলিয়ে পানি আটকানো হয়েছে ফলে এ পাশের পানিও পাশে যেতে পারছে না। যায় কারণে একপাশে নদী ভরাট হয়ে আছে অন্যদিন চর নেমে গিয়েছে যা সত্যি আনন্দ দায়ক ।আমি নদীর কাছে গিয়ে পানিতে নিজের হাত দিলে আমি অনুভব করতে পারি পানি গুলি খুবই ঠান্ডা ,এর কারণে আমার পানি গুলো নাড়তে বেশ ভালই লাগছিল । এরপর আমি উপরে উঠে আসি ,এরপর আঙ্কেল আমাকে ডেকে তিনি বলেন এখন যেতে হবে তাই আর বেশিক্ষন থাকতে পারলাম না , সেখান থেকে অবশ্য আমার যেতে ইচ্ছে করতেছিল না তবুও আমরা যেখানে যেতে বের হয়েছি সেখানে যেতেই হবে তাই রওনা দিলাম।

যেতে যেতে রাস্তার পাশে সবুজ ধান ক্ষেত দেখে মনমুগ্ধকর হয়ে গেলাম তাই সবুজ শস্যের ছবি না তুলে থাকতে পারলাম না।

ছবি ০৫

20220410_135946.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

ছবি ০৬

20220410_135941.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

রাস্তার দুই ধারে আম গাছ গুলো কে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় কতইনা আম গাছে চড়ে আম পেরেছি, যা সত্যি ভালোবাসার এক মুহূর্ত। তাই আম গাছ গুলোর ছবি না তুলে থাকতে পারলাম না।

ছবি ০৭

20220410_135935.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

অবশেষে আমরা দিনাজপুরের একটি রাইস মিলে পৌঁছে যাই। আঙ্কেল রাইস মিলের মালিকের সাথে গল্প করতেছিল আমার ইচ্ছা পূরণ হইল যে রাইস মিল টাকে ঘুরে দেখব। কথা কাজে দেরি না করে আমি রাইস মিলের ভিতরে যাই এবং সেখানকার বিভিন্ন সেক্টর গুলো দেখে সত্যি ভালো লাগলো। সেখানে গিয়ে দেখতে পেলাম মেশিনের দ্বারা ধানকে সিদ্ধ করা হচ্ছে, ওইখানেই শুকানো হচ্ছে এবং পরিশেষে ধান ভেঙে চাউলে রূপান্তর করা হচ্ছে তারপর বস্তা ভর্তি করা হইতেছে। পুরো পরিকল্পনাটি সুন্দরভাবে গোছানো রয়েছে দেশে সত্যিই খুবই ভালো লাগলো।

ছবি ০৮

20220410_155225.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

ছবি ০৯

20220410_155216.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

ছবি ১০

20220410_155251.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

ছবি ১১

20220410_155921.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp

ছবি ১২

20220410_155925.jpg
96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1LSETiDY5vikhHTxftLjU6oTyKcdUJK8u9GZYrQkZhSscX1WMqHMhj4VuZyck...JwqEyrWLcGnkamTt6vVgaXR83iEgiwNwnm2duuVMdKFe57dFdq4gUgSiQzVqoFpupRpneKk5YWoCJmU3pFUEXErdVQRq5E2KPTvaqNdgSHGZwy8n6EC9uVes9.webp




ধন্যবাদ সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য

UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN (1).png


ডিভাইসস্যামসাং m21
অবস্থানমোহনপুর রাবার ড্যাম
ছবি তুলেছেন@sojibuddin

UF7UDccXmKiRkXceCavGEKH3TNDM65wJtxFfBvK53mUcMEN1RtxDtd2qctmxbj85zamfAyPuQoVu5pH2hQSYC82VLsES2d3cmZ8aKnsxxU...ZRqX57aCNfBEVr8xP4ZVQvXtGnN9RTYY3tTRTP3iJsec9qp2U7UVz8sdPRmeySEvfJ4wcrT5G4DKYMC3jwNKSbfqbxJiCzMFawmJqraZZFqesWqtUQ4fXishWN (1).png

আল্লাহ হাফেজ



নিজের সম্পর্কে কিছু কথা

আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র। আমি নতুন কিছু শিখতে বেশি ভালোবাসি। আমি স্বাধীনতাকে বেশি মূল্যায়ন করি, কারণ আমি বিশ্বাস করি স্বাধীনভাবে বাঁচতে হলে স্বাধীনতার প্রয়োজন রয়েছে। আমি একজন স্বাধীন চিত্তপ্রিয় মানুষ।
Sort:  
 2 years ago 

ভ্রমণই কি আপনি খুব সুন্দর সময় কাটিয়েছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে দিনাজপুর খুব সুন্দর একটি জেলা। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক অনেক সুন্দর লাগছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মুহূর্তটুকু এবং ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ভ্রমণটি অনেক মজাদার ছিল ধন্যবাদ আমার পুরো পোস্টটি পড়ার জন্য।

 2 years ago 

নতুন একটি অভিজ্ঞতার সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগলো,এই জায়গায় আমার চেনা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে চিনতে পারলাম । আশাকরি আপনার সময় ভালোই কেটেছে।

 2 years ago 

দিনাজপুরে আসলে অবশ্যই সেখানে যাবেন জায়গাটি খুবই সুন্দর ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

দিনাজপুরে রাবার ট্রাম এবং অটো রাইচ মিলে ঘুরাঘুরি করেছেন এবং খুব সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটা ফটোগ্রাফি করেছেন খুব চমৎকার ছিল সব মিলিয়ে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো পোস্টটি পড়ার জন্য ভাইয়া আর ভ্রমণ অনেক আনন্দদায়ক ছিল তাই আপনাদের সামনে শেয়ার করেছি।

 2 years ago 

দিনাজপুরে রাবার ড্রাম ভ্রমণ এর সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো । আপনি অনেক সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

হ্যাঁ ভাই কাটানো মুহূর্ত গুলো খুবই ভালো ছিল ধন্যবাদ আপনাকে আপনি আমার পোস্টটি পড়েছেন।

 2 years ago 

আমাদের মন ভালো করতে ভ্রমণের বিকল্প খুব কম আছে। পরীক্ষা শেষ করে এসে এমন ঘুরতে যাওয়ার অফার পেলে কে না খুশি হয়। আপনার ফটোগ্রাফি গুলো দারুণ ছিল। প্রথমে নদীর ছবিগুলো অসাধারণ হয়েছে। এবং সবুজ ফসলের খেত রাস্তা এই দুইটাও ভালো ছিল। অনেক সুন্দর পোস্ট। এবং সুন্দর গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

আপনাদের এরকম সুন্দর কমেন্ট পেলে আমি অবশ্যই নতুন কিছু নিয়ে আসবো ধন্যবাদ ভাই আমার পুরো পোস্টটি পড়ার জন্য

 2 years ago 

ভ্রমণ কাহিনী শুনতে ভালই লাগে। আমার নিজেরও ইচ্ছে করে শুধু ভ্রমণ করতে। আপনি অনেক ভালোই উপভোগ করেছেন। তাছাড়া ভ্রমণ করতে গেলে দারুন দারুন ফটোগ্রাফি করা যায়। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারণ। আমাদের মাঝে মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার পুরো পোস্টটি পড়েছেন আপনি আর ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে, দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর পোস্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি।

 2 years ago 

ড্রাম

শব্দটা কি ড্রাম হবে না ড্যাম হবে। আপনার ভ্রমণের বেশ চমৎকার বর্ণনা দিয়েছেন। কয়েকটি ছবি খুব সুন্দর হয়েছে। আমিও এর আগে রাবার ড্যাম আর অটো রাইস মিল দুটোর কোনটাই এভাবে দেখতে পারিনি। আপনার পোস্টের মাধ্যমে দেখা হয়ে গেলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি সঠিক ভাবে জানতাম না যে ড্যাম হবে আপনার কমেন্ট চেক করার পর গুগল এ সার্চ দেওয়ার পর তা বুঝতে পারলাম। এখন কি আমি পোস্টে গিয়ে চেঞ্জ করে দিব ভাইয়া, অনেক ধন্যবাদ আমার পুরো পোস্টটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58625.96
ETH 3101.66
USDT 1.00
SBD 2.41