||মেচ এর সবাই মিলে একটি প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন||১০%সাই - ফক্স এবং ৫ % এবিবি - স্কুল এর জন্য
আসসালামু আলাইকুম,আদাব।
আজ,
২৯ই জৈষ্ঠ্য ১৪২৮বঙ্গাব্দ
১২ ই জুন ২০২২ খ্রিষ্টাব্দ
আমার বাংলা ব্লগ এর সকল মেম্বার গণ কেমন আছেন, আশা করছি ভালো আছেন।আমিও ভালো আছি ,আজ আমি হোস্টেল এর সকল ছোট ভাই এবং বন্ধু মিলে আর্জেন্টিনা বনাম ব্রাজিল সাপোর্টারদের মিলে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলি তো চলুন শুরু করা যাক।
What's 3 word location
সময় ১০ ই জুন ২০২২ রোজ শুক্রবার ,সকল এ রাতে প্লান করলো যে যারা যারা আর্জেন্টিনা আর যারা ব্রাজিল সাপোর্ট করে দুই দল মিলে একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলবো।তাই পরের দিন সকাল ৬.০০ টায় ছোট ভাই রাকিব ও সাহাদ মিলে সবাইকে ডেকে তুলে মেচ লাইফ অনেক এ ভোর বেলা ঘুমিয়েছে তাই অনেক এ টেনে তোলা যাইতেছিল না অবশেষে এ ১৭ জন মিলে দিনাজপুর পলিটেকনক্যাল মাঠ এ যাই সবাই।সেখানে গিয়ে দুই দল দুই দিকে ভাগ হয়ে যাই ,আমি ব্রাজিল এর সাপোর্ট করি তাই আমি ব্রাজিল এর ক্যাপ্টেন্সি করি এবং আর্জেন্টিনার ক্যাপ্টেন্সি করে কায়েস ।এদিক এ সাদিক ও রহাত অন্য দল এর সাপোর্ট করতো তাই ওদের দুই দল এ ভাগ করে দেই ।এরপর আমাদের ৪০মিনিট এর খেলা আরম্ভ হয়,প্রথম 2 মিনিট এর মধ্যেই আমরা আর্জেন্টাইনদের ১টি গোল দেই ।এরপর আবার খেলা শুরু হয় ১০ মিনিট এর মাথায় আর্জেন্টিনারা আমাদের একটি গোল দেয় এরপর ২৫ মিনিট পর বিরতি দেওয়া হয় ।অনেকদিন ধরে খেলি না ১০ মিনিট দৌড়াইতে আমার জীবন বের হয়ে যাচ্ছিল কারণ সারাদিন মেচ এ শুয়ে বসে থাকি হটাৎ করে খেলতে গেছি টাই একটু সমস্যা হইতেছিল ।এর পর পাঁচ মিনিট বিরতির পর আবার খেলা শুরু হয় বিরতির পর আবার আমরা ২ টা গোল দেই ,সাদিক আর আতিকুর মিলে গোল দেয় ।সাদিক তিনবার সুযোগ পায় কিন্তু গোল দিতে পারে না এরপর খেলা শেষ হয় ।
What's 3 word location
খেলা শেষ এ আমাদের সকল এ আর্জেন্টাইনদের দেখাই দেখাই নাচ ,মিছিল শুরু করি ।মিছিল টা এমন ছিল ,জিতলো কে রেহ ব্রাজিল,মার্কা কি ব্রাজিল ,সবার সেরা ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়দের মুখ এর দিকে তাকানো যাইতেছিল না ।কায়েস বন্ধু হয় ওর কাছে গিয়ে আরো বেশি করে মজা করতেছিলাম ।
What's 3 word location
এরপর মিছিল দিয়ে মেচ এর সামনে আসি,২০০ করে খেলছিলাম ,ওরা প্রথম এ টাকা দিতে চায় না এরপর জোর করে ১০০ টাকা নেওয়া হয় ,টাকা নিয়ে ঠিক করতে পারছিলাম না পরে ঠিক করলাম ১ টা করে পরোটা খাবো আর ঠান্ডা খাবো ।তাই সেখানে যাই এরপর সাদিক ৫০ টাকা আরো জোড়া দিয়ে আমরা একটা করে পরোটা খাই এর দোকানদার মামাকে ম্যানেজ করে ডাল এর টাকা দেই নি ।
What's 3 word location
এরপর সাদিক ক্লেমন ২ লিটার এর একটা ঠান্ডা পানিও নিয়ে আসে ,এরপর ক্লেমন গ্লাস এ ঢেলে সবাই একসাথে চিয়ার্স আপ করে খাই ।এপর সবাই মেস এ গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। কারণ শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে ডিহাইড্রেশন বেশি হয়ে গেছিলো তাই পানি খেয়ে শুয়ে পড়ি একেবারে ঘুম থেকে উঠি বিকেল ৪ টায় ।
অনেক ধন্যবাদ আমার পুরো পোস্ট পড়ার জন্য।
নিজের সম্পর্কে কিছু কথা :
আমি একজন স্বধীন চিত্ত প্রিয় মানুষ ।নিজের স্বাধীনতা কে বেশি প্রাধান্য দেই ।আমি একজন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র।আমার মনের কথা সবাইকে বুঝাইতে পারি না ।আমার জীবন এ যেটুকু অর্থ উপার্জন করতে পারবো তার কিছু অংশ গরীব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতে চাই ।
ম্যাচের সবাই মিলে একটি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন দেখে ভালো লাগলো।আসলে খেলাধুলা শরীরের জন্য খুবই দরকার।সেই সাথে মনকে প্রফুল্ল রাখতে ও প্রয়োজন। বন্ধুরা মিলে এমন আয়োজন আসলেই আনন্দের বিষয়। ভালো লাগলো দেখে।
অনেক ধন্যবাদ আপু ,আমাদের সুন্দর মুহূর্ত পড়ার জন্য ।অসলেইনারকম মুহূর্ত অনেক মজার
ফুটবল আমার খুবই পছন্দের খেলা,মোটামুটি নিজেও ভালো খেলাই।আপনাদের খেলার মাঠ খুবই ভালো ছিল।এই মাঠে খেলে খুবই আনন্দ পাওয়া যায় ।খেলা শেষে আবার খাওয়া দাওয়া কতো সুন্দর বন্ডিং ভালোই ছিল
হ্যা ভাই অনেক ভালো ছিল দিনটি ।ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য
আসলে মেস লাইফের আনন্দটাই আলাদা। আমিও যখন ছাত্রজীবনে মেসে ছিলাম এরকম আর্জেন্টিনা ও ব্রাজিল এর সাপোর্টার দের মধ্যে দুই দলে ভাগ হয়ে অনেক ম্যাচ খেলেছি। অনেক সময় এরকম খেলায় হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। পরক্ষণেই আবার সব ঠিকঠাক সব মিলিয়ে অনেক আনন্দ হয় এই খেলা গুলোতে। আমিও ব্রাজিলের সাপোর্টার তাই লেখাগুলো পড়ে অনেক আনন্দ পেলাম ।
ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য ,আর আমাদের মাঝে হাতাহাতি হই নি তবে তারা মুখ কাল করছিল।
মনে পড়ে গেল সেই ফুটবল খেলার কথাগুলো। তবে দীর্ঘদিন আর ফুটবল খেলা হয় না। আপনার এই ফুটবল খেলার পোস্ট দেখে স্মৃতি ভেসে উঠলো মনের আঙিনায়।
তাই নাকি ভাই ,আসলে আমাদের ও এক সময় স্মৃতি হয়ে যাবে। অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।
ব্রাজিল বনাম আর্জেন্টিনা! আহারে কত যে খেলাধুলা করছি এমন। মনে পড়লে খুব আফসোস হয় সেদিনগুলার জন্য। সময় সুযোগের অভাবে একরকম প্রায় খেলা হয়ই না এখন। কত মিছিল, কত নাচ। সব আজ সোনালী অতীত। যদিও খেলতে গেলে খালি ব্যথা পাইতাম।
যাইহোক প্রীতি ম্যাচের কাহিনি শুনে বেশ স্মৃতিকাতর হয়ে গেলাম। সাথে বেশ ভালোও লাগলো।
ধন্যবাদ আপনাকে ভাই।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি পড়ার জন্য, সবার জীবনে সোনালী অতীত চলে যায় শুধু স্মৃতি হয়ে থাকে। আমিও সেরকম খেলতে পারিনা ভাইয়া শখের বশে একটু-আধটু খেলি।
কয়েক বছর আগেও আমরা বন্ধুরা মিলে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টারদের নিয়ে আলাদা আলাদা ভাবে দল ভাগ করে এমন প্রীতি ফুটবল ম্যাচ খেলতাম I খুবই আনন্দ করতাম আমরা কিন্তু বর্তমানে কাজের চাপে সেই সব আর করে হয়ে ওঠা হয়না I আপনাদের এমন ফুটবল খেলার ম্যাচ দেখে আমার সেই সব কথা মনে পড়ে গেল I যাইহোক আপনার শেয়ার করা ব্লগটি খুব ভালো লাগলো I খুবই সুন্দর ভাবে আপনি সবকিছু উপস্থাপন করেছেন I
অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, বন্ধুবান্ধব থাকলে এসব খেলা প্রায়ই খেলা যায়।
আসলে মেসলাইফের জীবনটা খুবই আনন্দময় হয়। আমরাও এক সময় এই লাইফে ছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিলো। আপনরা সবাই মিলে ফুটবল ম্যাচের আয়োজন করেছেন আর খুবই আনন্দ করেছেন দেখেই বোঝা যাচ্ছে। সেই মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।