আলোকচিত্র : প্রজাপতি 🦋 (নয়ান)


00000IMG_00000_BURST20210702155356014_COVER.jpg

ছবি : প্রজাপতি (নয়ান)
লোকেশন :পার্বতীপুর, দিনাজপুর
সময় : ২ জুলাই ২০২১ , বিকেল ৫.১২ মিনিট


1624876668245.png

আলোকচিত্রটি হলো এক মাঝারি আকৃতির প্রজাপতির, যার নাম সাধারণত "নয়ান"।যাদের মুল শরীরটা এবং ডানা তামাটে হলুদ বর্ণের এবং ডানার উভয় প্রান্তে একটি করে চোখ থাকে। এরা ‘নিমফ্যালিডি’ পরিবারের সদস্য।

1624876668245.png


00000IMG_00000_BURST20210702155410129_COVER (1).jpg

ছবি : প্রজাপতি (নয়ান)
লোকেশন :পার্বতীপুর, দিনাজপুর
সময় : ২ জুলাই ২০২১ , বিকেল ৫.১২ মিনিট



1624876668245.png

নয়ানের উপর দিকের পিঠের, সামনের এবং পিছনের ডানায় একটা করে চোখ দেখা যায়। পিছনের দিকের ডানার চোখ অপেক্ষাকৃত আকারে বড় এবং ময়ূরকণ্ঠী এবং বাদামী বর্ণের। এই চোখের মাঝে একটা বা দুটো ছোট সাদা বিন্দু দেখা যায়। সামনের দিকের ডানাতে কয়েকটি গাঢ় কালচে বাদামী রঙের রেখার ঢেউ লক্ষ্য করা যায়।

1624876668245.png


00000IMG_00000_BURST20210702155402133_COVER (1).jpg

ছবি : প্রজাপতি (নয়ান)
লোকেশন :পার্বতীপুর, দিনাজপুর
সময় : ২ জুলাই ২০২১ , বিকেল ৫.১২ মিনিট


1624876668245.png

এরা খুব দ্রুত উড়তে পারে। এদের ফুলের মধু পান করতে দেখা গেলেও ভিজে মাটিতে বসে রস পান করতে তেমন দেখা যায় না।

1624876668245.png


00000IMG_00000_BURST20210702155357330_COVER (1).jpg

ছবি : প্রজাপতি (নয়ান)
লোকেশন :পার্বতীপুর, দিনাজপুর
সময় : ২ জুলাই ২০২১ , বিকেল ৫.১২ মিনিট


1624876668245.png

প্রসারিত অবস্থায় নয়ানের ডানার আকার ৬০-৬৫মিলিমিটার দৈর্ঘ্যের হয়।

1624876668245.png



তথ্য সুত্রঃ উইকিপিডিয়া



ছবিগুলো Vivo y20 মোবাইল দিয়ে তোলা হয়েছে এবং ছবিগুলো আমার নিজের তোলা।


be1e307b-169f-451d-ae93-11fb59c6638d.gif


  • ধন্যবাদ 👍
  • Sort:  
     3 years ago 

    প্রজাপতিটি দেখতে অসাধারণ দাদা। ধন্যবাদ আপনাকে।

    আপনাকেও ধন্যবাদ 👍

     3 years ago 

    প্রজাপতি ফটোগ্রাফি নিখুঁত আমার বন্ধু, ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ বন্ধু

    Coin Marketplace

    STEEM 0.16
    TRX 0.16
    JST 0.028
    BTC 68814.11
    ETH 2404.54
    USDT 1.00
    SBD 2.36