DIY " এসো নিজে করি || সূর্য আস্তের প্রাকৃতিক দৃশ্য অঙ্কণ || ১০% বেনিফিশিয়ারি প্রিয় @shy-fox

হ্যালো বন্ধুরা.....
আসসালামু আলাইকুম........
আমি @sohag01 বাংলাদেশ থেকে



প্রথমেই সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ও মহান আল্লাহ তায়ালা রহমতে ভালো আছি।

IMG20220118214350_01.jpg

আজকে আমি আমার সূর্য আস্তের প্রাকৃতিক দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরেছি। আমি তেমনটা ছবি আঁকতে পারি না।তাই আমার আঁকানো ছবিটি আপনাদের ভালো লাগবে কি না তাও জানি না।কিন্তু তবুও একটু ছবি আঁকানোর চেষ্টা করলাম।আশা করি আপনাদের ভালো লাগবে।

উপকরন

  • আর্টটি করার জন্য নিচের উপকরনগুলোর প্রয়োজন হবেঃ**

IMG20220117204325_01.jpg

  • আর্ট পেপার
  • পেন্সিল
  • স্কেল
  • রাবার
  • পেন্সিল কম্পাস


ধাপ - ০১



IMG20220117204407_01.jpg

প্রথমে আর্ট পেপারের চারদিকে বর্ডার দিয়ে নিলাম। তারপর পেন্সিল কম্পাস ব্যবহার করে একটি বৃত্ত একে নিলাম।



ধাপ - ০২



IMG20220117204539_01.jpg

তারপর বৃত্তের মাঝামাঝির একটু উপর দিয়ে একটা দাগ টেনে বৃত্তটাকে দুইভাগে ভাগ করলাম। তারপর নিচ দিয়ে একটা দাগ টানলাম ও একটা লম্ব আকলাম কিন্তু সেটা উপরে বৃত্তের বর্ডার স্পর্শ করালাম না।



ধাপ - ০৩



IMG20220117205219.jpg

তারপর মাঝখানের দাগের আশেপাশে পেন্সিল দিয়ে ভালোভাবে পেন্সিল দিয়ে কালো করে দিলাম ও একটি টিস্যু দিয়ে ঘসলাম।



ধাপ - ০৪



IMG20220117205809_01.jpg

তারপর নিচে যে দাগটা দিয়েছিলাম সেই দাগ বরাবর কয়েকটা দাড়ি টানলাম।



ধাপ - ০৫



IMG20220117210956_01.jpg

তারপর যে লম্বটা একেছিলাম ওটার উপর একটা লাইট আকলাম ও রাবার দিয়ে গোল করে একটা যায়গা মুছে চাঁদ একে নিলাম।



ধাপ - ০৬



IMG20220117211536.jpg

তারপর গাছের ডালপালা একে ফেললাম।



ধাপ - ০৭



IMG20220117212014_01.jpg

ডালপালা গুলোতে পাতা আকার সময় আমার হাতের ছবি ও আমার আর্ট।



ধাপ - ০৮



IMG20220117212552_01.jpg

পাতা আকার পর চাদের কাছে কয়েকটা পাখি ও নিচে দুইটা পাখি একে ফেললাম। ব্যাস আমার আর্ট শেষ হয়ে গেলো।



আমার আর্টের সাথে আমার সেলফি



IMG20220117212844_01.jpg

আর্ট করার পর আমার আর্ট এর সাথে আমার একটি সেলফি।

সবাইকে আবারো আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। আশা করি আমার সূর্য আস্তের প্রাকৃতিক দৃশ্যটি ভালো লেগেছে।সবাই ভালো থাকবেন নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার পোস্টটি পড়ে দেখার জন্য।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই। তবে আরো বড় করে আর্ট করে রঙ করলে আমার মনে হয় অনেক ভালো হতো। যাই হোক এটিও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো অনেক আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার সূর্য আস্তের প্রাকৃতিক দৃশ্য অঙ্কণ টি অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে তৈরি করছেন দেখে খুব ভালো লাগলো। সর্বশেষ ধাপ এর ছবিটি একটু ভালো কর তুললে আরোও অনেক সুন্দর লাগতো। শুভকামনা রইল ভাইয়া।

ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য।ভাই রাতের বেলা ছবি তুললে তেমনটা ভালো আসে না আমার ফোনে।তাই তেমনটা ভালো দেখাছে না।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। চেস্টা করবেন ভালো করার।

 3 years ago 

আপনার সূর্যাস্তের প্রাকৃতিক দৃশ্য টি দারুণ চমৎকার হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে ।খুব সুন্দর করে আপনি দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

➡️ আপনি শুধু পেন্সিল দিয়ে খুব অসাধারণ একটি দৃশ্য অংকন করেছেন। এমন দৃশ্য আমার খুবই ভালো লাগে। যদি রং করতে পারতাম তাহলে দেখতে আরো চমৎকার লাগতো। আমি আশা করি সামনের রং করে আমাদের সাথে শেয়ার করবেন। এত অসাধারন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24