|| DIY এসো নিজে করিঃ-- পেন্সিল দিয়ে একটি সুন্দর আর্ট || ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||

হ্যালো বন্ধুরা


আসসালামু আলাইকুম
আমি @sohag01 বাংলাদেশ থেকে


প্রথমেই সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালা রহমতে ভালো আছেন। আমি ও মহান আল্লাহ তায়ালা রহমতে ভালো আছি।



আমি জানি এখানে অনেক শিল্পীপ্রেমী রয়েছে। এবং তারা সকলেই অনেক সুন্দর সুন্দর কাজের প্রতি পারদর্শী। তাই আমিও আমার কাজের যোগ্যতা এবং সৃজনশীলতার দিয়ে তাদের মনে জায়গায় করে নিতে চাই। তাই @amarbanglablog কমিউনিটিতে আমার কাজের যোগ্যতাগুলো ধীরে ধীরে তুলে ধরতে চাই।


আমি মনে করি ছবি আঁকানো মানুষের মাঝে লুকিয়ে থাকা এক ধরনের প্রতিভা। আর সেই প্রতিভা যে কেউ চাইলে সবার কাছে তুলে ধরতে পারে না।এজন্য প্রয়োজন অদম্য মনোবল এবং প্রচেষ্টা।



পর্দাশীল নারীর দৃশ্য



IMG20220204210542.jpg

তাই আজকে আমি আমার আঁকানো একটি ছবি আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না কতটুকু ভালো লাগবে আমার আঁকানো ছবিটি। আজকে আমি আপনাদের মাঝে একটি পর্দাশীল নারীর থাকা দৃশ্য অঙ্কন করে দেখাবো।



ছবিটি আঁকানোর পূর্বে প্রয়োজনীয় যেসব উপকর লেগেছেঃ-


IMG20220203015705.jpg

  • একটি কাগজের পৃষ্ঠা
  • পেন্সিল
  • রাবার
  • স্কেল


ধাপ০১


IMG20220204194701.jpg

প্রথমে আমি কাগজের উপর পেন্সিল দিয়ে স্কেল দিয়ে একটি দাগ টেনে নেই।তারপর আমি পর্দাশীল নারীটির মাথার পর্দার উপরের দৃশ্যটি অঙ্কন করে নিলাম।


ধাপ০২


IMG20220204195217.jpg

তারপর আমি আবার পর্দাটি রুপ নিয়ে দৃশ্যটিতে ভাসমান করার জন্য আরো কয়েকটি দাগ টেনে নিলাম।


ধাপ০৩


IMG20220204195658.jpg

এর পর আমি পূণাঙ্গ ভাবে পর্দাটি অঙ্কন করে নিলাম।


ধাপ০৪


IMG20220204200154.jpg

পর্দাটি অঙ্কন করার পর আমি পর্দাশীল নারীটির চোখ অঙ্কন করে নিলাম।


ধাপ০৫


IMG20220204200722.jpg

তারপর আমি পর্দাশীল নারীর হাত অঙ্কন করে নিলাম।


ধাপ০৬


IMG20220204202128.jpg

এর পর আমি হাতের আঙ্গুল অঙ্কন করে নিলাম।


ধাপ০৭


IMG20220204203041.jpg

পর্দাশীল নারীর দৃশ্যটি অঙ্কন করা শেষ হয়ে গেলে আমি হাতের দৃশ্যটি ভালো ভাবে ফুটিয়ে তুলতে একটু পেন্সিল দিয়ে রং করে নিলাম


ধাপ০৮


IMG20220204203307.jpg

এর পর আমি সামনের পর্দার দিকটি ফুটিয়ে তুলতে আবার পেন্সিল দিয়ে রং করে নিলাম।


ধাপ০৯


IMG20220204205921.jpg

IMG20220204211322.jpg

সর্বশেষ আমি সম্পূর্ণ পর্দাটি ফুটিয়ে তুলতে পুনরায় পেন্সিল দিয়ে রং করে নিলাম।


ধাপ১০


IMG20220204215056_01.jpg

অবশেষে পর্দাশীল নারীর দৃশ্যটি অঙ্কন করা আমার শেষ হয়েছে। তাই পর্দাশীল নারীর দৃশ্যটির সাথে আমার একটি সেলফি


সবাইকে আবারো আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আশা করি আমার আঁকানো দৃশ্যটি আপনাদের ভালো লেগেছে।সবাইকে ধন্যবাদ আপনাদের মুল্যবান সময় পার করার পর ও আমার পোস্টটি পরিদর্শন করার জন্য। সবাই সুস্থ থাকবেন নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।

Sort:  
 3 years ago 

পেন্সিল ব্যবহার করে অনেক সুন্দর একটি চিত্র অংকন করেছেন আপনি দেখতে খুব সুন্দর হয়েছে।

ধাপ গুলোও অনেক গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইল।

 3 years ago 

  • খুব অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। অপরাজিত অংকটি আমার খুবই ভালো লেগেছে। মেয়েটির হাতে উপরে লাভ দেখতে খুব অসাধারণ লাগতেছে। আমি ধাপে ধাপে খুব সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68866.74
ETH 2459.40
USDT 1.00
SBD 2.41