হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম
প্রথমেই সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালা রহমতে ভালো আছেন। আমি ও মহান আল্লাহ তায়ালা রহমতে ভালো আছি।
আমি জানি এখানে অনেক শিল্পীপ্রেমী রয়েছে। এবং তারা সকলেই অনেক সুন্দর সুন্দর কাজের প্রতি পারদর্শী। তাই আমিও আমার কাজের যোগ্যতা এবং সৃজনশীলতার দিয়ে তাদের মনে জায়গায় করে নিতে চাই। তাই @amarbanglablog কমিউনিটিতে আমার কাজের যোগ্যতাগুলো ধীরে ধীরে তুলে ধরতে চাই। |
আমি মনে করি ছবি আঁকানো মানুষের মাঝে লুকিয়ে থাকা এক ধরনের প্রতিভা। আর সেই প্রতিভা যে কেউ চাইলে সবার কাছে তুলে ধরতে পারে না।এজন্য প্রয়োজন অদম্য মনোবল এবং প্রচেষ্টা।
পর্দাশীল নারীর দৃশ্য
তাই আজকে আমি আমার আঁকানো একটি ছবি আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না কতটুকু ভালো লাগবে আমার আঁকানো ছবিটি। আজকে আমি আপনাদের মাঝে একটি পর্দাশীল নারীর থাকা দৃশ্য অঙ্কন করে দেখাবো।
ছবিটি আঁকানোর পূর্বে প্রয়োজনীয় যেসব উপকর লেগেছেঃ- |
- একটি কাগজের পৃষ্ঠা
- পেন্সিল
- রাবার
- স্কেল
প্রথমে আমি কাগজের উপর পেন্সিল দিয়ে স্কেল দিয়ে একটি দাগ টেনে নেই।তারপর আমি পর্দাশীল নারীটির মাথার পর্দার উপরের দৃশ্যটি অঙ্কন করে নিলাম। |
তারপর আমি আবার পর্দাটি রুপ নিয়ে দৃশ্যটিতে ভাসমান করার জন্য আরো কয়েকটি দাগ টেনে নিলাম। |
এর পর আমি পূণাঙ্গ ভাবে পর্দাটি অঙ্কন করে নিলাম। |
পর্দাটি অঙ্কন করার পর আমি পর্দাশীল নারীটির চোখ অঙ্কন করে নিলাম। |
তারপর আমি পর্দাশীল নারীর হাত অঙ্কন করে নিলাম। |
এর পর আমি হাতের আঙ্গুল অঙ্কন করে নিলাম। |
পর্দাশীল নারীর দৃশ্যটি অঙ্কন করা শেষ হয়ে গেলে আমি হাতের দৃশ্যটি ভালো ভাবে ফুটিয়ে তুলতে একটু পেন্সিল দিয়ে রং করে নিলাম |
এর পর আমি সামনের পর্দার দিকটি ফুটিয়ে তুলতে আবার পেন্সিল দিয়ে রং করে নিলাম। |
সর্বশেষ আমি সম্পূর্ণ পর্দাটি ফুটিয়ে তুলতে পুনরায় পেন্সিল দিয়ে রং করে নিলাম। |
অবশেষে পর্দাশীল নারীর দৃশ্যটি অঙ্কন করা আমার শেষ হয়েছে। তাই পর্দাশীল নারীর দৃশ্যটির সাথে আমার একটি সেলফি |
সবাইকে আবারো আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আশা করি আমার আঁকানো দৃশ্যটি আপনাদের ভালো লেগেছে।সবাইকে ধন্যবাদ আপনাদের মুল্যবান সময় পার করার পর ও আমার পোস্টটি পরিদর্শন করার জন্য। সবাই সুস্থ থাকবেন নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।
পেন্সিল ব্যবহার করে অনেক সুন্দর একটি চিত্র অংকন করেছেন আপনি দেখতে খুব সুন্দর হয়েছে।
ধাপ গুলোও অনেক গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইল।