ফুলের ফটোগ্রাফি

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


IMG_20240315_121203.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


আসলে বর্তমান সময়ে যে পরিমাণ গরম বেড়েছে তাতে করে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। অথবা তাপমাত্রা আর কখনোই কমবে না বরং যতদিন যাবে ততই এই তাপমাত্রা আরো বেশি বাড়তে থাকবে। আর আমরা যখন কোন গাছের নিচে গিয়ে অবস্থান করি রোদের ভিতর তখন আমাদের বাইরের পরিবেশ অপেক্ষা অনেক ঠান্ডা লাগে। কারণ গাছ আমাদের পরিবেশকে ঠান্ডা রাখতে সাহায্য। তাইতো এখন বর্তমানে বাড়ির ছাদে আমরা বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপন করি। আসলে একটা ফুলের গাছ আমাদের এক দিক থেকে যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি গরমের হাত থেকেও আমাদের রক্ষা করে।



IMG_20240315_121211.jpg

ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


আসলে এই টগর ফুল গাছটি বাড়ির ছাদে একটা বড় পাত্রের উপর লাগানো হয়েছে। আর এই রোদের ভিতরে এই ফুলগুলো যখন ফোটে তখন মনে হয় সাদা রংয়ের ফুলের পাপড়িতে রোদের আলো যেন ঝিকিমিকি করে। আসলে এই গাছগুলোর বেশি যত্নের প্রয়োজন হয় না। কারণ এইটা আমাদের একটা দেশীয় ফুলের গাছ এবং এই গাছ সচরাচর সব জায়গায় দেখা যায়। আসলে এই গাছে যখন সাদা ফুলে ভরে যায় তখন আমাদের মনটা যেন আনন্দে ভরে ওঠে। আর এই গাছগুলো অনেকটা বড় আকৃতির হয় তাই বড় ধরনের কোন পাত্রে এই গাছ রোপন করা উচিত।


IMG_20240316_161853.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


আসলে এই ফুল গাছটি প্রায় সব জায়গায় দেখা যায়। আসলে বিভিন্ন পার্কের দুই রাস্তার পাশ দিয়ে এই ধরনের গাছ সব থেকে বেশি রোপন করা হয়। আসলে এই ফুল গাছটির যে কি নাম তা আমার জানা নেই। তবুও এই ফুল যখন পুরো গাছটি ভরে ফুটে থাকে তখন এই সাদা ফুলের জন্য গাছের পাতা একটাও বোঝা যায় না। আসলে এই ধরনের ফুল গাছের জন্য অনেক কম যত্নের প্রয়োজন হয়। এবং এই ফুল গাছগুলো অনেকটা ঝোপঝাড়ের মতো হয়ে থাকে। তাইতো আমরা দেখি পার্কের বিভিন্ন জায়গাতেই গাছগুলো সুন্দর করে কাটিং করা হয় এবং যখন সেই গাছগুলোতে ফুল ফোটে তখন সে এক অপরূপ দৃশ্য ধারণ করে।



IMG_20240316_161857.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


আসলে এই ফুল গাছটি একটা ক্যাকটাস জাতীয় গাছ। ক্যাকটাস জাতীয় গাছ হলেও এই গাছে একদম কোন কাটা থাকে না। আসলে এই গাছটি একটা দাদার বাড়ি থেকে নিয়ে আসা। আসলে এই ধরনের গাছে প্রথম অবস্থায় আমি জানতাম না যে এত সুন্দর ফুল ফোটে। প্রথম অবস্থায় জানতাম যে এই গাছের শুধুমাত্র পাতাগুলো সুন্দর দেখতে এবং ফুলের মতো আকৃতি হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে একদিন যখন এই গাছে আমি ফুল দেখতে পেলাম তখন সত্যিই সে ফুলগুলো দেখে আমার মনটা ভরে গেল। আসলে এই ফুল গাছটির নামও কিন্তু আমার জানা নেই।



IMG_20240316_161902.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


আসলে এই ধরনের ফুলগুলো মরুভূমি এলাকায় সব থেকে বেশি হয়ে থাকে। কারণ এই ফুলের পাতার পুরুত্ব অনেক বেশি থাকে। এর ফলে এরা এই পাতায় অনেক বেশি খাদ্য সঞ্চয় করে রাখতে পারে। এছাড়াও এই ফুল গাছে যদি অনেকদিন একটানা জল না দেওয়া হয় তবুও এই গাছগুলো একটানা অনেকদিন বেঁচে থাকতে পারে। আসলে এই ফুল গাছগুলোতে ছোট ছোট আকৃতির ফুল হয় যেটি আপনারা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 last month 

অনেক সুন্দর সুন্দর ফুলের চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা এই ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমি আশা করি আগামী দিনেও আপনার নিকট থেকে এরকম আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমরা সকলেই দেখতে পারবো।

 last month 

অসাধারণভাবে কিছু এলোমেলো ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রতিটি ফটোগ্রাফির অ্যাঙ্গেল গুলো অনেক সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63186.04
ETH 3392.68
USDT 1.00
SBD 2.50