রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ১৬

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আজকে আমি আমার তোলা কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করবো। ছবিগুলো আমি আমাদের শহরের কয়েকটা জায়গা থেকে তুলেছি। চলতি পথে ছবিগুলো তুলেছিলাম। তারপর ভাবলাম আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক ছবিগুলো।

IMG_20240324_112306.jpg

এটা আমাদের শহরে অবস্থিত একটা লেক। এই লেকটা শহরের মানুষের কাছে বেশ জনপ্রিয় স্থান। বিকালের দিকে এখানে অনেকেই আসেন সময় কাটাতে। যদিও সরকারের পক্ষ থেকে লেকটা রক্ষণাবেক্ষণের তেমন কোন উদ্যোগ না নেওয়ার কারণে লেকের চারপাশের পরিবেশ প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে।

IMG_20240324_112313.jpg

এই বিল্ডিংটি আমাদের শহরের সমাজ কল্যাণ অধিদপ্তরের প্রধান কার্যালয়। বিল্ডিংটি নতুন করা হয়েছে। তবে বিল্ডিংটি দেখতে শহরের অন্য আর দশটা অফিস থেকে কিছুটা আলাদা। চমৎকার করে বিল্ডিংটি তৈরি করা হয়েছে।

IMG_20240324_112544.jpg

এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইট ভাটা। ইট ভাটা গুলো আমার খুবই অপছন্দের। কারণ এগুলো ব্যাপকভাবে পরিবেশ দূষণ করে থাকে। শুধু যে পরিবেশ দূষণ করে তা নয় এই ইটভাটা গুলো যে এলাকায় থাকে সেখানকার রাস্তাঘাট ও নষ্ট করে ফেলে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.030
BTC 67776.21
ETH 3737.77
USDT 1.00
SBD 3.72