রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ১৭

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আরো কিছু ছবি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এই পোস্টে আমার তোলা কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করবো। ছবিগুলো তুলেছিলাম পদ্মার পাড়ে ঘুরতে যাওয়ার সময়। এই ছবিগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করবো।

IMG_20240324_112809.jpg

পদ্মার পাড়ে যাওয়ার আগে একটি মোড় থেকে এই ছবিটি তুলেছিলাম। মূলত এখান থেকে দুটি রাস্তা দুদিকে চলে গিয়েছে। একটি রাস্তা গিয়েছে পদ্মার পাড়ের দিকে। আরেকটি রাস্তা গিয়েছে অন্যদিকে। আর পদ্মার পাড়ে যারা ঘুরতে আসে তাদের বেশিরভাগই এই জায়গা থেকে অটো রিক্সা করে শহরের দিকে চলে যায়।

IMG_20240324_113121.jpg

এখানে দেখছেন বালু স্তুপ করে রাখা হয়েছে। বর্ষা মৌসুমে যখন পদ্মা নদীতে অনেক পানি থাকে তখন জাহাজে করে এই বালুগুলো এনে এখানে স্তূপ করা হয়। তারপর এখান থেকে শহরের বিভিন্ন জায়গায় সেই বালু বিক্রি করা হয় কনস্ট্রাকশন কাজের জন্য।

IMG_20240324_113658.jpg

এই ছবিটাতে আপনার দেখতে পাচ্ছেন একটি সূর্যমুখী বাগান। এই সূর্যমুখী বাগানটা করা হয়েছে পদ্মার চরে। এর আগে আমি কখনো পদ্মার এই চরে সূর্যমুখী বাগান দেখিনি। এবারই প্রথম দেখতে পেলাম। তবে এই বাগানটা ক্ষণস্থায়ী বাগান। কারণ আর কিছুদিন পর বর্ষা মৌসুমে এই চর পানির নিচে তলিয়ে যাবে। তখন আর এই বাগানের অস্তিত্ব থাকবে না।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 2 months ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে বালের স্তুপ সূর্যমুখী ফুলের বাগান অনেক সুন্দরভাবে ক্যামেরাবন্দি হয়েছে। খুবই ভালো লাগলো এত সুন্দর ফটোগুলো।

 2 months ago 

আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে মন ভরে গেল। যেখানে গাছের নিচে অটো গাড়ি রেখে দেওয়া হয়েছে। প্রচন্ড এই গরমে অনেকে গাছের নিচে রেস্ট নিয়ে থাকে এভাবে। এদিকে বালির স্তুপ ফটোগ্রাফি করেছেন আপনি। সূর্যমুখী ফুল আমার অনেক প্রিয়। এভাবে প্রত্যেকটা ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছ থেকে অনেক বেশি ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছিল পদ্মার পাড়ের রাস্তার কাছ থেকে যে ফটোগ্রাফিটি করেছিলেন সেটি ধন্যবাদ।

 2 months ago 

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে বেশ কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য ফটোগ্রাফী এর মাধ্যমে ধারণ করেছেন।

 last month 

জি কিছু কিছু জায়গায় এমন রয়েছে যেটি বর্ষাকালে পানির নিচে চলে যায়, অথচ সুদিনে সে জায়গাটি অনেক সুন্দর দেখতে পাওয়া যায়। যেমনটি আপনি ফটোগ্রাফিতে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66209.23
ETH 3496.50
USDT 1.00
SBD 3.16