বাংলার মাঠের ফটোগ্রাফি।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


IMG_20240314_165718.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা


আসলে এমন কোন গ্রাম নেই যেখানে মাঠ নেই। কারণ গ্রাম বাংলার সৌন্দর্য একদিকে যেমন গ্রাম বাংলার প্রকৃতি। তেমনি অন্য দিক দিয়ে গ্রাম বাংলার সৌন্দর্য রয়েছে গ্রাম বাংলার খোলা মাঠ। যে খোলা মাঠের দক্ষিণা হাওয়া সত্যিই আমাদের মনটাকে কেড়ে নেয়। আর এইসব মাঠে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন লোককে কর্মরত অবস্থায় দেখতে পাবেন। কারণ এসব গ্রাম বাংলার লোকেদের আয়ের প্রধান মাধ্যম হলো এসব মাঠ। যেখানে তারা প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহের জন্য।

IMG_20240314_170037.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা



আসলে গ্রাম বাংলার মানুষের সারাদিনটা কাটে এই মাঠের ভিতর। যদিও তারা রাতের বেলায় ঘরে ফিরে যায় এবং খেয়ে-দেয়ে ঘুমিয়ে পড়ে আবার পুনরায় চলে আসে সকাল ভোরে এই মাঠে। আসলে একদিক থেকে হিসাব করলে দেখা যায় যে এই সব কৃষকের বাড়িঘর সবকিছু এই মাঠের ভিতর। এছাড়াও তাদের পুরো জীবনটা এই মাঠের চাষাবাদ করতে করতে কেটে যায়। আসলে সারাদিন রাত এত কঠিন পরিশ্রম করার পরেও তারা সব সময় চেষ্টা করে যে তাদের জীবনের উন্নতি করার জন্য।


IMG_20240314_170048.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা



আসলে মাঠে এক এক ধরনের ফসলের চাষ হয়। এই সময়ে যেহেতু শীতের শেষের দিকে এবং গরমের শুরুতে তখন বিভিন্ন ধরনের ফসল মাঠ থেকে তুলে নেয়া হয়। এরপর সেই জমিকে আবার পুনরায় চাষের যোগ্য করে তোলার জন্য বিভিন্ন রকমের যন্ত্রপাতি দিয়ে চাষাবাদ করা হয়। আসলে আগেকার সময়ে মানুষ গরু দিয়ে লাঙ্গল চাষ দিত। আর এর ফলে তাদের প্রায় এক বিঘা জমি চাষ করতে পুরোটা দিন পার হয়ে যেত। কারণ তখনকার সময়ে এতসব আধুনিক যন্ত্রপাতি কখনোই ছিল না।


IMG_20240314_170153.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা



কিন্তু যখন এইসব আধুনিক যন্ত্রপাতির আবিষ্কার হয়েছে তখন একদিনে প্রায় ৩০ থেকে ৪০ বিঘা জমি চাষ করা যায় বিনা পরিশ্রমে। অর্থাৎ এসব ইঞ্জিন চালিত চাষের যন্ত্রপাতির জন্য আজ কৃষকের মুখে হাসি ফুটেছে এবং অল্প সময়ে চাষাবাদ দেয়ার ফলে তারা দ্রুত সেই ফাঁকা জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে সম্ভব হচ্ছে। আসলে এই সবকিছুর জন্য আমাদের বিজ্ঞানকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ একমাত্র বিজ্ঞানীরাই যারা একমাত্র গরিব থেকে এবং ধনী লোক পর্যন্ত সকল শ্রেণীর লোকেদের জন্য যন্ত্রপাতি তৈরি করে। লোকটি সারাদিন এই জমিতে চাষ দিচ্ছিল এবং জমির শুকনো মাটির ধুলো চারিদিকে উড়ে উড়ে যাচ্ছিল।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 3 months ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল তবে যদি একটু স্বচ্ছ ভাবে উপস্থাপন করতে পারতেন তাহলে আরো বেশি ভালো লাগতো শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58906.05
ETH 2666.51
USDT 1.00
SBD 2.44