ফুল মার্কেটে শ্রমিকদের ফটোগ্রাফি

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


DSC_0024_edited.jpg


ক্যামেরা পরিচিতি : NIKON

ক্যামেরা মডেল : NIKON D5600

ক্যামেরা লেংথ : 78 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


আসলে মানুষ এই গরমের ভিতরে যে কতটা পরিশ্রম করে তা দেখলে আমাদের সবার খুব কষ্ট হয়। কারণ এসব শ্রমজীবী মানুষেরা খুব ভোরে ওঠে বিভিন্ন বাজারে চলে যায়। তারা একটু ভালোভাবে কখনো ঘুমাতে পারে না। যদিও তারা বাড়িতে ঘুমাতে অনেক রাত করে ফেলে এবং খুব ভোরে আবার সেই ফুলের মার্কেটগুলোতে চলে আসে। আসলে তাদের মুখের দিকে তাকালে এতটা কষ্ট হয় যে তার সহ্য করার মতো না। আসলে এইসব মানুষেরা কঠোর পরিশ্রম করে তাদের জীবনের একটু উন্নতির জন্য। এছাড়াও কয়েকজন লোক রয়েছে যারা এই হলুদ এবং কমলা কালারের গাঁদা ফুল গুলো একসাথে মিশাচ্ছে।


DSC_0027_edited.jpg


ক্যামেরা পরিচিতি : NIKON

ক্যামেরা মডেল : NIKON D5600

ক্যামেরা লেংথ : 78 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


আসলে আমাদের ইন্ডিয়াতে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার ফুল ক্রয় বিক্রয় করা হয়। কারণ বিভিন্ন উৎসবে ফুলের ব্যবহার সবসময় হয়ে থাকে। আর বর্তমান বাজারে ফুলের প্রয়োজনীয়তা যে কতটা বেশি তা আমরা নিজেরা বুঝতে পারি। কারণ বিভিন্ন অনুষ্ঠানে ফুল ছাড়া সেই অনুষ্ঠান একদম অসম্পূর্ণ মনে হয়। আসলে বিশেষ করে এই গাঁদা ফুলের ব্যবহার সব থেকে বেশি হয়। আর এজন্য গাঁদা ফুলের চাহিদা সারা ভারতবর্ষে অনেক ব্যাপক। আসলে এই ফুলগুলো মেশানোর পর আপনারা উপরের ছবিতে দেখতে পারছেন।


DSC_0028_edited.jpg


ক্যামেরা পরিচিতি : NIKON

ক্যামেরা মডেল : NIKON D5600

ক্যামেরা লেংথ : 78 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।



আসলে এই ধরনের গাঁদা ফুল এক জায়গাতে যেহেতু অনেক গুলো ছিল তাই দেখতে অনেক ভালো লাগছিল। যেহেতু এই ধরনের গাঁদা ফুল প্রায় বস্তায় বস্তায় করে নিয়ে আসা হয়। আসলে এর থেকে অনেক বড় বড় গাঁদা ফুলের ঢিপি আরো বেশি সকাল বেলাতে ছিল। যেহেতু আমরা প্রায় দুপুরের দিকে এই মার্কেটে প্রবেশ করেছিলাম তাই ফুলের পরিমাণ অনেক কম ছিল। একজনকে জিজ্ঞাসা করলাম যে, এটি কি কলকাতার মধ্যে সবথেকে বড় ফুলের মার্কেট? আসলে সে বলল, এর থেকেও অনেক বড় ফুলের মার্কেট রয়েছে। কিন্তু এটিও বড় মার্কেট। এখানে সকালবেলা ভিড়ের জন্য প্রবেশ করা যায় না।



DSC_0029_edited.jpg


ক্যামেরা পরিচিতি : NIKON

ক্যামেরা মডেল : NIKON D5600

ক্যামেরা লেংথ : 78 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


এই ফুলের মার্কেটে কোন পারফিউমের প্রয়োজন হয় না। কারণ প্রতিনিয়ত এত ধরনের ফুল এই মার্কেটে আসে সেজন্য এই ফুলের মার্কেট সবসময় ঘ্রাণে পরিপূর্ণ থাকে। আসলে লোকটিকে দেখলাম সে শুধুমাত্র একটি দোকানে নয়। সে বিভিন্ন দোকানের মালামাল বহন করে গাড়িতে তুলছিল। আর মার্কেটে কোথাও খালি জায়গায় নেই। কারণ সব জায়গাতে ফুল ছড়ানো হয়েছে। আমরা প্রায় ফুলের উপর দিয়ে চারিদিকের মার্কেট ঘুরে দেখছিলাম। আসলে আমাদের অনেক সাবধানে পা ফেলতে হচ্ছিল। কারণ চারিদিকে ফুল নষ্ট হয়ে সেই ফুলের উপরে যদি আমরা সাবধানে পা না রাখি তাহলে যেকোনো সময় পা স্লিপ করতে পারে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 last month 

ওয়াও অসাধারণ ভাবে ফুলের মার্কেটে গিয়ে শ্রমিকদের ফটোগ্রাফি করেছেন আপনি। এত সুন্দরভাবে শ্রমিকদের ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন তা দেখে ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63476.83
ETH 3413.43
USDT 1.00
SBD 2.50