এলোমেলো কয়েকটি ফুলের ফটোগ্রাফি

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।



IMG_20240318_092151.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।



আসলে আজ আমি আপনাদের মাঝে কয়েকটি ফটোগ্রাফি নিয়ে চলে এসেছি। আসলে জবা ফুলের সাথে আমরা সবাই পরিচিত। এই জবা ফুল আমাদের বাঙালির ঘরে পূজার জন্য ব্যবহৃত হয়। আসলে আমরা আমাদের চারিপাশে বিভিন্ন ধরনের জবা ফুল দেখতে পাই। এসব জবার ভিতরে বিভিন্ন কোয়ালিটি থাকে। অর্থাৎ কোন কোন জবার রং সাদা আবার কোন জবা রং হলুদ আবার কোন জবা রং গাঢ় লাল। আসলে ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন এই জবা ফুল নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতাম। অর্থাৎ কোথায় পুংকেশর, কোথায় রেনু এবং কোনটি পুনদণ্ড এইসব আমাদের স্কুলের শিক্ষকরা শিখাতেন।


IMG_20240318_092202.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


আসলে আমরা সব সময় প্রাকটিক্যাল ক্লাসের জন্য রেডি থাকতাম। কেননা প্রাক্টিক্যাল ক্লাসে আমরা অনেক বেশি মজা করতাম এবং বিভিন্ন নতুন নতুন ধরনের জিনিস দেখতে পেতাম। আসলে এই জবা ফুলটি দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। যখন আমরা স্কুলের প্র্যাকটিক্যালের জন্য এই ধরনের জবা ফুল বাড়ি থেকে নিয়ে যেতাম। যদিও বাড়ি থেকে যখন এই ফুলগুলো নিতাম তখন কেউ টের পেতো না। কারণ ছাদের উপরে রাখা ফুলের টব থেকে ফুল ছেড়া নিষেধ ছিল। যাইহোক চুপিচুপি করে আমরা ফুল নিয়ে স্কুলে চলে যেতাম।


IMG_20240318_092210.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


আসলে এই ফুলটি আপনারা দেখে হয়তোবা চিনতে পেরেছেন। আসলে এই ফুলটির গন্ধ রাতের বেলায় একদম পুরোপুরি বোঝা যায়। কেননা এই ফুলটি হল বড় বাতাবি লেবু গাছের ফুল। এই ফুলগুলো যখন ফোটে তখন চারিদিকটা গন্ধে মাতোয়ারা করে দেয়। এছাড়াও বিভিন্ন ধরনের মৌমাছি এই ফুলের মধু খেতে উড়ে আসে। যদিও এই ছোট ছোট গাছে তেমন বেশি ফুল ফোটে না। আর যতটা ফুল ফোটে সেই ফুলের গন্ধে সত্যিই আমাদের পাগল করে দেয়। আসলে এখন প্রায় সারা বছর সব ধরনের ফল পাওয়া যায়। কারণ বিভিন্ন জাতের লেবু গাছ রয়েছে যা সারা বছর ফলন দিয়ে থাকে।



IMG_20240318_092214.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।


এছাড়াও গাছের কিছু কিছু অংশে আমি লক্ষ্য করে দেখলাম যে গাছের পাতাগুলো একদম মুরে গেছে। আসলে গাছগুলো দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ বোঝা যাচ্ছে গাছটি দেখে। কেননা গাছের যখন পর্যাপ্ত খাবার না হয় তখন গাছের পাতাগুলো দূর্বল হয়ে যায় এবং এই দুর্বল গাছের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। আসলে এই গাছটিতে যেহেতু এখন ফুল ফুটেছে তাই গাছটির যথেষ্ট পরিচর্য করা দরকার এবং গাছে সার দেওয়া দরকার। আসলে গাছের ছোট কুড়ি গুলো ফোঁটার আগেই এই গাছ থেকে নিচে পড়ে যাচ্ছিল।


IMG_20240318_092253.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা ,ভারত।



আসলে এই গাছটির নাম আমার জানা নেই। এই গাছটিতে হয়তো কখনো ফুল হয় না। আসলে এই গাছের পাতাগুলো দেখতে লাল হয় এবং যত সময় যেতে থাকে ততই এই গাছের পাতাগুলো সবুজ হতে থাকে। আসলে এটা একটা আশ্চর্যকর একটা বিষয়। এই গাছগুলো বাড়িতে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধক গাছ হিসেবে ব্যবহার করা হয়। যদিও এই গাছের কখনো ফুল ফোটে না এবং এই গাছ তেমন একটা বেশি প্রয়োজন আসে না। যাইহোক এই গাছটি যখন অনেক ঝোপ আকারে জন্ম নেয় তখন গাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 10 days ago 

বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা ফুলের ফটো ধারণ করা অনেক সুন্দর হয়েছে। খুবই ভালো লাগলো এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে।

 9 days ago 

কয়েকটি ফুলের সমন্বয় বেশি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। জবা ফুলগুলো দেখতে সবসময় ভীষণ ভালো লাগে। সুন্দর ফুল গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 days ago 

অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আজকে। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে লাল রঙ্গের জবাব গুলোর ফটোগ্রাফিটি আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ও সুস্পষ্টভাবে উঠেছেন আপনি। ধন্যবাদ এমন সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58981.78
ETH 2669.36
USDT 1.00
SBD 2.44