রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ২২

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ছবি শেয়ার করবো। যে ছবিগুলো আমি আজ সকালে তুলেছি। সকালে উঠেই বাজারে যেতে হয়েছিলো। কারণ বাসার বাজার প্রায় শেষ হয়ে গিয়েছিলো। যেহেতু মাস ও শেষ। তাই ফ্রিজ প্রায় খালি হয়ে গিয়েছে। আমি সাধারণত প্রতিমাসের শুরুতে বাজার করি। সেই কারণে আজ সকালে উঠে বাজারে গিয়েছিলাম। তখনই কিছু ছবি তুলেছি। সেখান থেকে কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করছি।

IMG_20240401_101323.jpg

উপরের ছবিতে দুজন তরমুজ বিক্রেতাকে দেখতে পাচ্ছেনা। তারা প্রচুর তরমুজ নিয়ে বসে রয়েছে। এই দৃশ্যটা দেখে বেশ ভালো লেগেছে। কারণ কিছুদিন আগেও তরমুজের দাম বেড়ে গিয়েছিলো অনেক বেশি। কিন্তু জনগণের বয়কটের ফলে সেই তরমুজের দাম এখন মানুষের হাতের নাগালে চলে এসেছে। যার ফলে রসালো এই সুস্বাদু ফলটি এখন সবাই কিনে খেতে পারছে। অবশ্য চাষীরা কিছুটা হতাশ হয়েছে দাম এতটা কমে যাওয়ার কারণে। বাজারে গিয়ে দেখলাম মানুষ প্রচুর তরমুজ কিনছে।

IMG_20240401_095536.jpg

এই ছবিটি ও বাজারে যাওয়ার পথে তুলেছিলাম। আমি বাসা থেকে বের হয়ে প্রথমে গিয়েছিলাম ডাচ বাংলার বুথে টাকা তুলতে। সেখান থেকে বাজারের দূরত্ব একেবারেই কাছে। যদিও আজকে বেশ গরম পড়েছে। তাই একবার চিন্তা করছিলাম রিক্সা নিয়ে চলে যাই। পরবর্তীতে চিন্তা করলাম এতটুকু রাস্তা রিকশা নিয়ে যাওয়ার কোন প্রয়োজন নেই। তখন বুথ থেকে বের হয়ে হেঁটে বাজারে দিকে যাচ্ছিলাম। তখনই ছবিটি তুলেছিলাম। ছবিটাতে আপনারা কয়েকটি উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন। সারা বাংলাদেশের সবগুলো শহর এখন উঁচু বিল্ডিংয়ে ভরে যাচ্ছে। পুরো দেশটা মনে হয় কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে।

IMG_20240401_095711_1.jpg

এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ইফতার বিক্রির জন্য সাময়িকভাবে তৈরি করা একটি দোকান। এই দোকানটি মূলত তৈরি করেছে পাসের ফাস্টফুড শপটি। এই ফাস্টফুড এর দোকানটি শহরের লোকজনের কাছে বেশ জনপ্রিয়। তারাই প্রতি বছর রমজানের সময় দোকানের পাশে এভাবে ইফতার বিক্রির আয়োজন করে থাকে। এই সমস্ত দোকানে বেচাকেনাও হয় প্রচুর। বিশেষ করে বিকালের দিকে আসলে দেখতে পাওয়া যায় সেখানে কাস্টমারের প্রচুর ভিড় লেগে থাকে।

IMG_20240401_102157.jpg

এই ছবিটাতে আপনারা একজন সবজি বিক্রেতাকে দেখতে পাচ্ছেন। যিনি নানা রকমের সবজি নিয়ে বসে রয়েছে বিক্রির জন্য। বাজারে এখন সবজির দাম তুলনামূলক কিছুটা কম। কিছুদিন আগেও প্রত্যেকটা সবজির দাম ছিলো অনেক বেশি। যদি ও এখনো কৃষক যে দামে সবজি বিক্রি করছে তার থেকে অনেক বেশি দামে আমাদেরকে কিনে খেতে হচ্ছে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 5 months ago 

বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যেখানে ফল বিক্রেতার চিত্রহী ইফতারি বিক্রেতার সুন্দর ছোট্ট প্রতিষ্ঠান আবার এদিকে শাকসবজি বিক্রেতার ফটো ধারণ করেছেন। আর এই সমস্ত ফটোগুলো দেখে বেশ ভালো লাগলো, অসাধারণভাবে সাজিয়েছেন একটি ব্লগ।

 5 months ago 

সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন সবগুলো ফটোগ্রাফি দেখতে চমৎকার লাগছে। বিশেষ করে সবজি বিক্রেতার ফটোগ্রাফিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67878.14
ETH 2626.92
USDT 1.00
SBD 2.64