আপনি তো দেখছি আপু অনলাইন থেকে বেশ অনেক কিছু কেনাকাটা করেছেন। আমি আমার জীবনে কখনো অনলাইন থেকে কেনাকাটা করিনি। ভয় লাগে টাকা মেরে যাবে বলে। তবে আপনার আজকের এই অনলাইন থেকে কেনাকাটার অনুভূতিটা দেখে ভালো লাগলো।
আপনি তো দেখছি আপু অনলাইন থেকে বেশ অনেক কিছু কেনাকাটা করেছেন। আমি আমার জীবনে কখনো অনলাইন থেকে কেনাকাটা করিনি। ভয় লাগে টাকা মেরে যাবে বলে। তবে আপনার আজকের এই অনলাইন থেকে কেনাকাটার অনুভূতিটা দেখে ভালো লাগলো।
তাই নাকি আপু! এক দিক থেকে ঠিক ও আছে! অনলাইনে কেনাকাটা একবার শুরু করলে তা অভ্যেস হয়ে যায় আপু! আর ব্যাঙের ছাতার মতোন অনেক অনেক অনলাইন পেইজ হওয়ায়, অনেক পেইজ ফ্রড ও হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অগ্রীম কোন টাকা দিতে হয় না। ডেলিভারি পাওয়ার পর প্রোডাক্ট চেক করে তারপর টাকা দিতে হয়, এমন জায়গা থেকেই আমি অনলাইন কেনাকাটা করে থাকি।