কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি নিয়ে। আশা করি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে। তাই চলুন একে একে দেখি ফটোগ্রাফি গুলো।
আমি নুডুলস রানতে বেশি পছন্দ করে থাকি। তাই মাঝেমধ্যে প্রিয়জনকে খাওয়ানোর জন্য অনুরোধ রান্না করে থাকি। আমার হাসবেন্ড নুডুলস খেতে বেশি পছন্দ করে। তাই আমি চেষ্টা করি নুডুলস রান্না করে তাকে খাওয়াতে। সে বাড়ি থাক অথবা না থাক, আমি যে কোন মুহূর্তে তার জন্য রান্না করি সে এসে নুডুলস রান্না পেয়ে অনেক খুশি হয়। তার ল্যাপটপের টেবিলের উপর রেখে দিয়েছিলাম রান্না করে,একদিন সে হঠাৎ এসে নুডুলস রান্না দেখে এতটাই খুশি হল সেই খুশির মুহূর্তে আমি ফটোটা উঠিয়ে রেখেছিলাম।
একদিন পুকুর পাড়ে মাছের খাবার দেওয়া দেখতে দেখতে যেন সূর্যটা ঢলে পড়ল পশ্চিমের কোনে। পুকুরপাড় থেকে ফটোগ্রাফি করতে বেশ ভালই লাগে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছুটা সময় নিজেকে রাখতে ভালো লাগে, কারণ সাংসারিক জীবনে বাইরে চলাচল খুবই কম কিছুটা সময়ের জন্য বাইরের পরিবেশের মুখ দেখতে পারি পুকুরপাড়ে এসে। অনেকগুলো কলাগাছ রয়েছে পুকুরপাড়ে। আর সেই গাছের ফাঁক দিয়ে সূর্য যেন প্রায় চলে যায় যায় কিন্তু আমারও চিন্তা রয়েছে তার আগেই বাড়িতে ফিরতে হবে কারন সন্ধ্যা বেলায় আমার বাইরে থাকা নিষেধ।
পুকুরে মাছের খাবার দেওয়া দেখতে বেশ ভালো লাগে। ছোটবেলায় বিভিন্ন খেলাধুলায় মগ্ন থাকতাম। এখন তো আর সেই কাল নেই। তবে মাছের খাবার দেয়ার এই মুহূর্ত মাছের আনন্দ দেখে যেন খেলাধুলার সেই আনন্দটা ফিরে পায়। যারা স্বচক্ষে মাছের খাবার দেয়া দেখেছে তারাই জানে কতটা ভালো লাগার মুহূর্ত। এখানে শুধু পাঙ্গাস মাছের চাষ হয়ে থাকে আর দুই বেলা মাছের খাবার দিতে হয়। তাই এখানকার মানুষগুলো খুব ব্যস্ত হয়ে পড়ে দুই বেলা।
কলমি শাকের ফুল। পুকুর পাড়ে জায়গায় জায়গায় অনেক ফুল ফুটেছে। এই ফুল গুলো দেখতে একদম সাদা ধবধবে। এগুলো বিদেশি কলমি তাই ফুলগুলো সাদা হয়। চেষ্টা করেছিলাম আপনাদের মাঝে এই ফুলের সাথে পরিচয় করে দেবো তাই ফটোগ্রাফি করেছিলাম। অতিরিক্ত সাদা হয় ক্যামেরায় যেন ভালোভাবে ধরা পড়ছিল না। তবুও চেষ্টা করেছি নিজের মত।
সবজি বাগানে রয়েছে বিভিন্ন প্রকার শাক সবজির গাছ তার মধ্যে মিষ্টি কুমড়ো ও চাল কুমড়ো অন্যতম। আমি প্রায় লক্ষ্য করে থাকি এখানে বিভিন্ন প্রকার কীটপতঙ্গ ফুলের বুকে বসে থাকে। তাই এখানে বেশ কয়েকটা ফটোগ্রাফিতে আপনারা দেখতে পাচ্ছেন ভ্রমরপোকা সহ আরো অনেক কিছু ফুলের বুকে রয়েছে।
এটা একটি করল্লার দৃশ্য। আমাদের বাগানের মধ্যে করলা গাছ রয়েছে। প্রায় মাঝেমধ্যে ধরতে দেখা যায়। আমি সেখানে সবজি উঠানোর জন্য যখন যাই তখন চেষ্টা করি ফটোগ্রাফির পাশাপাশি করল্লা গুলো তুলে আনার। গতদিন করলা তোলার জন্য গিয়েছিলাম পুকুর পাড়ে। আর তখনই আমি এই ফটোটা তোলার পাশাপাশি অনেক সবজি উঠিয়েছিলাম।
এটা আমাদের সবজি বাগানের বেগুনের দৃশ্য। আমাদের এই সবজি বাগানের মধ্যে বিভিন্ন প্রকার সবজি রয়েছে। এরমধ্যে বেগুন অন্যতম। তবে বেগুন বিভিন্ন রকমের রয়েছে। অনেক গাছে আজও ধরা শুরু হয়নি দেখলাম। তবে খুব যত্ন সহকারে এ কাজগুলো সে দেখাশোনা করে। যেদিন আমি তার সাথে সেখানে যাই মাঝেমধ্যে এগুলো সংরক্ষণ করি আর যখন যা হয় না সে একলাই তুলে আনে। আশা করি আমার এই প্রত্যেকটা ফটোগ্রাফি আপনাদের খুব ভালো লাগলো।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ফটোগ্রাফি করতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। আপনি আমাদের মাঝে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সাদা কলমি শাকের ফুল এবং ছোট বেগুনের ফটোগ্রাফিটি বেশ ভালো লেগেছে আমার কাছে। আপনাদের সবজি বাগানের দৃশ্যগুলো দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমিও খুব পছন্দ করি ফটোগ্রাফি করতে
আপনার করা প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল । এই সময়ে বিভিন্ন ফুল ফলের দৃশ্যপট দেখতে পাওয়া যায় । তারই দারুন ফটোগ্রাফি করেছেন খুবই ভালো লেগেছে। যেটা করতে আমিও পছন্দ করি। উপস্থাপনা চমৎকার ছিল বিশেষ করে প্রজাপতি বসে থাকার ফটোগ্রাফি গুলো দারুন ছিল।
খুশি হলাম ভাইয়া উৎসাহ পেয়ে
Hello there! 👋🏼
There's a new travel community that is active now through this link:
https://steemit.com/trending/hive-188972
Suscribe and feel free to share your travel adventures there moreover of tips, food, nature and more.🚌
~ Join the Discord server + Telegram group and have a happy day.👍🏼
সুন্দর ফটোগ্রাফি করেছেন তবে সাদা কলমি শাকের ফটোগ্রাফি টাই বেশি ভালো লেগেছে তাছাড়া মিষ্টি কুমড়া ফুলের উপরে পতঙ্গের ফটোগ্রাফি টাও সুন্দরভাবে ক্যাপচার করেছেন। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
দোয়া করবেন যেন আরো সুন্দর ফটোগ্রাফি করতে পারি
প্রথম থেকে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করে আসছেন। আপনার ফটোগ্রাফিগুলো আমি আজকে প্রথম দেখতে পেলাম। খুবই সুন্দর ভাবে আপনি সবগুলো ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করেছেন৷ একই সাথে সবগুলো ফুলের বর্ণনাও খুবই ভালোভাবে দিয়েছেন৷ আর এই ফটোগ্রাফিগুলোর সবগুলো ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ তার মধ্যে কলমি শাকের ফটোগ্রাফিটি আমার অনেক বেশি ভালো লেগেছে।
অনেক অনেক ভালো লাগলো ভাইয়া আপনার কমেন্ট
আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। কলমি ফুল দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। মাছে খাবার খাওয়া মুহুর্ত গুলো দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। প্রত্যেকটি ফটোগ্রাফির সৌন্দর্য বেশ অসাধারণ। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
চেষ্টা করব এ জাতীয় ফটো আরো শেয়ার করতে
আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এলোমেলো হলেও আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
অনেক খুশি হলাম