আকাশের সৌন্দর্য ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ7 days ago


আসসালামু আলাইকুম

আজ
বুধবার

০৩ জুলাই,
২০২৪



কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আকাশের সাদা সাদা মেঘের সৌন্দর্য ধারণ করা কিছু ফটোগ্রাফি নিয়ে। আশা করব, আমার এই আকাশের মেঘের চিত্র গুলো আপনাদের অনেক ভালো লাগবে।



IMG_20231118_095601_2.jpg



কথায় আছে মানুষের মন আর আকাশের রং কখনো থেমে থাকে না। সবসময় পরিবর্তন হয়। তবে মানুষের মন পরিবর্তন হয় সেটা কখনো স্বচক্ষে দেখা যায় না। ব্যবহারে কথাবার্তায় আচার-আচরণে উপলব্ধি করা যায়। তবে আকাশের পরিবর্তনটা স্বচক্ষে দেখা যায়। আকাশের এক এক সময় এক এক রকমের মেঘ এসে জমা হয় আর তার রূপ ধারণ করে থাকে। আর এই সুন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে। আকাশে যখন সাদা সাদা মেঘগুলো ভেসে বেড়ায় সেগুলো ক্যামেরাবন্দি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এর পেছনে ভালো একটা মোবাইল ফোন বা ক্যামেরার প্রয়োজন। সেক্ষেত্রে আমার মোবাইলটা মোটামুটি ফটো ধরনের উপযুক্ত। বাড়ির পরিবেশ থেকে আকাশের সৌন্দর্য বেশি উপভোগ করা যায় না হয়তো স্বচক্ষে কতটুক দেখতে পারি কিন্তু সম্পূর্ণরূপে উপভোগ করা আর পাশ থেকে সুন্দর মেঘগুলো ক্যামেরা বন্দি করা যায় না। তবে একটা সুযোগ সুবিধা রয়েছে আমার এখান থেকে মাঝেমধ্যে পুকুর পাড়ে যদি উপস্থিত হয় সবজি উত্তোলন করতে তখন কিন্তু ভালোভাবে ফটো ধারণ করতে পারি।


IMG_20231118_095109_516.jpg

IMG_20231118_095204_107.jpg

IMG_20231118_095201_252.jpg



ঠিক তেমনি সবজি উত্তোলনের জন্য উপস্থিত হয়ে একদিন আকাশের সৌন্দর্য দেখে এই ফটোগুলো ধারণ করেছিলাম শীতের আগে। মাঝেমধ্যে আকাশের এমন সৌন্দর্য মন রাঙিয়ে তোলে, মন চায় ইচ্ছে মতো ফটো ধারণ করি খোলা আকাশ থেকে। সবজি উত্তোলনের পর একটি কলাঝাড়ের পাশে অবস্থান করছিলাম কিছুক্ষণ আমরা। আর সেখান থেকেই বিশ্রাম নেওয়ার মুহূর্তে আকাশের সৌন্দর্য লক্ষ্য করছিলাম গল্পে গল্পে। লক্ষ্য করে দেখেছিলাম তিন সাইডের আকাশের সাদা সাদা মেঘগুলো একদিক থেকে আরেকদিকে ভেসে চলেছে। এক এক মুহূর্তের সাদা এই পেজা তুলোর মতো মেঘগুলো এক এক রূপ ধারণ করে চলেছে। আকাশে মেঘ চলাটা আমার কাছে অন্যরকম ভালোলাগা। তাকিয়ে দেখতে ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় যেন কিছু কিছু মেঘ রয়েছে অতি নিকট দিয়ে চলছে।


IMG_20231118_095350_2.jpg

IMG_20231118_095537_4.jpg

IMG_20231118_095532_1.jpg



ছোটবেলায় শুনতাম আমাদের গ্রামে অনেকেই নাকি বড় বড় ঘুড়ি তৈরি করে ঘুড়ি উড়াতো, সেই ঘুড়িগুলো নাকি মেঘের মধ্যে ঢেকে যেত। এই কথাগুলো শুনে বেশ আশ্চর্য হতাম। আসলে ছোটবেলায় এই জাতীয় কথাগুলো শুনলে আমরা একে অন্যের কানে দেওয়ার চেষ্টা করতাম। হয়তো এভাবেই কথাগুলো ছড়িয়েছিল। তবে এ কথা সত্য ছোটবেলায় যখন আকাশ দিয়ে জাহাজ চলত তখন দেখেছি, ফাঁকা আকাশ দিয়ে যেতে যেতে এমন সাদা মেঘের মধ্যে ঢেকে যেত। যেন কত কথায় মনের মধ্যে ভেসে আসে আকাশের দিকে তাকালে। তবে এমন সাদা সাদা মেঘ লক্ষ্য করা যায় বৃষ্টির পরে হঠাৎ রোদ উঠলে আকাশ পরিষ্কার হয়ে গেলে আকাশের বুকে এমন সাদা মেঘ ভেসে আসে। আর শরৎকালের কথা কি বলবো ওই সময়টা সম্পূর্ণ আকাশ জুড়ে এমন সুন্দর্য লক্ষ্যণীয়। এভাবেই কিছুটা সময় পুকুরপাড় থেকে আকাশের সৌন্দর্য উপভোগ করছিলাম এবং ক্যামেরাবন্দী করেছিলাম। তবে পুকুর পাড়ে কলা গাছের পাতা, বাঁশ বাগানের পাতা, মেহগনি গাছের পাতা সবকিছুর পাশ দিয়ে একটু সুন্দর ভাবে ধারণ করার চেষ্টা করেছিলাম এই ফটোগুলো।


IMG_20231118_095443_8.jpg

IMG_20231118_095625_6.jpg

IMG_20231118_095619_7.jpg

Camera: Infinix Hot 11s-50mp
What3words location Gangni

7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পোস্ট বিবরণ


ফটোগ্রাফিআকাশে সৌন্দর্য
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল ফোন
ক্যামেরাInfinix Hot 11s-50mp
লোকেশনGangni-Meherpur
ফটোগ্রাফারSimran
দেশবাংলাদেশ

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsppmXccekHQtuRnvumd4YXJL6tgu3HeQ9kVdaMY7Ztny91Kmy6WbCfuPPL5AaxDjDtXQqm2QqLmK5DNCPD34.png


ব্লগটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 7 days ago 

বাহ অনেক সুন্দর সুন্দর নীল আকাশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।এইরকম আকাশের সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে।তবে নীল আকাশ দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি নীল আকাশ টি দারুন ভাবে আপনার ফোনে ক্যামেরা বন্দি করছেন। ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 7 days ago 

আকাশের বিভিন্ন সৌন্দর্য সত্যিই আমাদের মুগ্ধ করে। বেশ ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। নীল আকাশের সাদা মেঘগুলো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। নীল আকাশের সাদা মেঘ আমার অনেক বেশি ভালো লাগে দেখতে। আকাশের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম। লেখাগুলো পড়েও ভালো লাগলো।

 5 days ago 

ঐদিন আকাশটা খুব সুন্দর ছিল

 7 days ago 

শরৎকালে আকাশটা যেন অন্যরকম লাগে। সাদা কাশফুলের মত আকাশে ও উড়ে বেড়ায় অনেক সাদা সাদা মেঘ। আপনি পুকুরপাড় থেকে অনেক সুন্দর ভাবে আকাশের ফটোগ্রাফি করছেন। ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। আপনার মত আমিও বড় বড় ঘুড়ি মেঘের মধ্যে ঢেকে যাওয়ার কথা অনেক শুনেছি। এই ধরনের গল্প গুলো শুনতে ভীষণ ভালো লাগে।

 5 days ago 

ছোটবেলায় এমন গল্প শুনতাম অনেক

 7 days ago 

আরে বাহ্ আপু, আপনি তো দেখছি নীল আকাশের ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে করেছেন। নীল আকাশে যখন সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, তখন সেই দৃশ্যটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরকম সৌন্দর্য খালি চোখে উপভোগ করলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আপনি এত সুন্দর করে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন দেখে জাস্ট মুগ্ধ হয়েছি। নীল আকাশে সাদা মেঘ গুলো দেখতে খুব ভালো লাগতেছে। আপনার সুন্দর ফটোগ্রাফির প্রশংসা তো করাই লাগতেছে।

 5 days ago 

আকাশের ফটো ধারণ করতে ভালো লাগে

 7 days ago 

আপনি আজকে খুব চমৎকার আকাশের ছবি তুলেছেন। আসলে ভিন্ন ধরনের ছবি হলে দেখতে বেশ ভালো লাগে আর একই ছবি হলে দেখতে কেমন একঘেয়েমি মনে হয়। তারপর বেশ চমৎকারভাবে তুলেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 5 days ago 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্য দেখে

 7 days ago 

আকাশের ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দিলেন চমৎকার হয়েছে ফটোগ্রাফি গুলো দেখতে। সত্যি এই বর্ষার সিজনের আকাশ গুলো আমার খুব ভালো লাগে। যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে যখন রোদ দেয় আকাশ খুব সুন্দর দেখায়। আপনি ঠিক বলছেন আকাশের কখন রং বদলায় বোঝা যায় না। ঠিক তেমনি মানুষের মন একই রকমের। কখন যে মানুষের মনে রং লেগে যাই বুঝা খুব মুশকিল। খুব ভালো লেগেছে আপনার ফটোগ্রাফিগুলো এবং সাথে বর্ণনা।

 5 days ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু

 7 days ago 

এটা অবশ্য ঠিক বলেছেন আপু মানুষের মন আর আকাশের রং কখনো থেমে থাকে না। সময়ের সাথে সাথে বদলে যায়। নীল আকাশ আর সাদা মেঘ দেখে খুবই ভালো লাগলো। আকাশের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু। অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। আর লেখাগুলো দারুন ছিল।

 5 days ago 

হ্যাঁ আপু অবশ্যই

 7 days ago 

একদমই ঠিক বলেছেন মানুষের মন আর আকাশের রং পরিবর্তন শীল। নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় দৃশ্য আমার কাছে ভীষণ ভালো লাগে। চমৎকার করে ফটোগ্রাফি করেছেন। এবং সুন্দর ভাবে বর্ননা করেছেন ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

হ্যাঁ ঠিক বলেছেন ভাইয়া

 6 days ago 

কথায় আছে মানুষের মন আর আকাশের রং কখনো থেমে থাকে না।

কথাটা তো সুন্দর বলেছেন আপু। একেবারে ঠিক। এভাবে কখনও ভেবে দেখিনি। কী সুন্দর কী চমৎকার আকাশ। নীল আকাশের বুকে যেন সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এইরকম দৃশ্য দেখলে মন টা আনন্দে ভরে যায়। দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 5 days ago 

এখন থেকে ভেবে দেখেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57740.57
ETH 3127.01
USDT 1.00
SBD 2.33