জেনারেল রাইটিং || প্রতিটা নারীর স্বামী এমন হওয়া উচিত

in আমার বাংলা ব্লগ9 months ago


আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার স্বামীর পবিত্র মন-মানসিকতা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে। আমি মনে করি প্রত্যেকটা মেয়ে মানুষের হাজবেন্ড, আমার হাজবেন্ডের মতো মন মানসিকতা হওয়া উচিত।

Picsart_24-03-08_00-17-50-125.jpg


আমি আমার স্থান থেকে গর্বিত। একজন হাজব্যান্ড তার স্ত্রীর জন্য বট বৃক্ষ। বট বৃক্ষ যেমন রোদ্রের সময় ছায়া দিয়ে থাকে, ঝড়-বৃষ্টিতে আশ্রয় দিয়ে থাকে; ঠিক একজন অসহায় স্ত্রী তার স্বামীর কাছে তেমনটাই প্রত্যাশা করে। আর সে ক্ষেত্রে আমার হাজব্যান্ড @sumon09 আমার দৃষ্টিতে একদম পারফেক্ট। আমি তাকে এখানে বড় করতে আসি নাই। মনের মত একজন স্বামী পেয়েছি, এটা আমার ভাগ্য! তাই সে আনন্দ আপনাদের মাঝে তুলে ধরতেই এই ব্লগ। কুসংস্কারাচ্ছন্ন সমাজে আমি লক্ষ্য করেছি নারীরা অনেক অবহেলিত। একবেলা আদর স্নেহ পেলে দশ বেলা অবহেলা পেতে কমতি থাকে না, অনেক জায়গায় এবং অনেক সময়। বিবাহের তিন মাস পর যখন দেখেছিলাম খাওয়ায় অরুচি ভাব, বমি বমি ভাব তখনই বুঝেছিলাম বাবু পেটে আসছে। গাইনি এক মহিলা ডাক্তারের কাছে শরণাপন্ন হলাম গাংনী মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে। নিশ্চিত হলাম হ্যাঁ পেটে বাবু এসেছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে স্বামীকে পরীক্ষা করতাম। যেমন: যদি আমার মেয়ে বাবু হয় তুমি আমাকে অবহেলা করবে? সে বলতো যার প্রথম সন্তান মেয়ে সে ভাগ্যবান। যারা দুনিয়ার বুকে আসে তারা নিজেদের রিযিক নিয়ে আসে। আমি সুস্থ সবল নেক হায়াত সম্পন্ন সন্তান চাই, ছেলে মেয়ে এটা আমার কাছে কোন বিষয় না। ঠিক এমন অনেক পরীক্ষা করেছি কিন্তু তার কোন প্রকার খারাপ মন মানসিকতা খুঁজে পাইনি।

IMG_20240303_193706_771.jpg

পাঁচ মাস পর উপস্থিত হলাম আমার গর্ভে কি বাবু রয়েছে, সেটা চেকআপ করার জন্য। মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে, স্বামী আমার পাশেই ছিল। যখন মহিলা ডাক্তার ইভা বলল মেয়ে বাবু হবে আপনার। স্বামীর পানে লক্ষ্য করলাম, তার মুখ কিছুটা শুকনো মনে হল। বাইরে এসে বললাম মেয়ে হবে কথা শুনে কষ্ট পেয়েছো? সে সুন্দর হাসি দিয়ে বলল "মেয়ে হবে কথা শুনে আমি অনেক আনন্দিত" তবে তোমাকে নিয়ে একটু চিন্তা। না জানি পরিবারের মানুষ আর ঘুনে ধরা সমাজ তোমাকে কোন দৃষ্টিতে দেখবে। তবুও তার মাঝখান থেকে তোমাকে সেভ করতে হবে,আর আমার বুকে সুস্থ অবস্থায় আগলে রাখতে হবে এটাই আমি ভাবছিলাম। তার এক কথা আমাকে এতটাই মনোবল শক্ত করেছিল, যেন মনে হয়েছিল ঈদের দিনে আমি যতটা খুশি হই না হই তার চেয়েও বেশি স্বামীর মুখের একটা কথাতেই হাজার গুণ খুশি হয়ে গেলাম। এরপর বাড়ি আসার পূর্বে আমার সাথে কত সুন্দর ব্যবহার, অনেকদিন ফুচকা খাওয়ার শখ ছিল, বসে ফুচকা খাওয়ালো। কেনাকাটার মধ্য দিয়ে বেশ কিছু আবদার পূরণ করল। উঠতে বসতে দিনে রাতে যেন আমার প্রতি তার স্নেহ মায়া মমতা বেড়ে গেল।

IMG_20240304_081340_728.jpg

আমার মেয়ে সন্তান হবে এ কথা শুনে আব্বা আম্মাকেউ টেনশন করতে দেখেছি। বেশ কয়েকজন মানুষের উল্টাপাল্টা কথা শুনেছি। কিন্তু কোনদিন দেখি নাই আমার হাজব্যান্ড ভুল করে উল্টাপাল্টা বলল আমাকে। বরং সে সবসময় আমাকে উৎসাহ দিত। সে বলতো আমার মত সচেতন মানুষের মেয়ে হওয়া প্রয়োজন আছে। হয়তো আমার দেখাদেখি সমাজে আরো অনেক মানুষ তার পরিবারের সাথে ভালো ব্যবহার করতে শিখবে। ঠিক এমনই মহান ব্যক্তিদের মতো তার মনের কথাগুলো যখন আমার কানে উপস্থিত হত,আমার মনোবল আরো শক্ত হতো। বাবু হওয়ার পর তার মনের আনন্দ আমাকে যেন সুস্থ রেখেছে। আর তার অক্লান্ত পরিশ্রম বাবুকে দেখাশোনা আমাকে দেখাশোনা আমার বাবার পরিবারকে নিশ্চিত করেছে, মনের মত জামাই পেয়েছি বলে। এদিকে শশুর পরিবার থেকে কোন আবোল-তাবোল শুনি নাই। আমার শশুর আব্বা এতটাই আনন্দিত, উনি সাত দিনের মধ্যে বাড়ির বড় ছাগল মেয়ের নামে আকীদা করে দিয়ে নাম রেখে দিল। উনারা আনন্দের সাথে আমার সন্তানের নাম রেখেছে মোছাঃ সামিয়া নাজনিন বিউটি। কথায় আছে "ব্যবহারে বংশের পরিচয়" আমি তার এত সুন্দর গুণাবলী বলে শেষ করতে পারবো না। তার খারাপ সাইট আমি শুধু একটাই দেখেছি। নরম মানুষ, তবে বাড়তি কথা পছন্দ করে না। হঠাৎ মেজাজ হয়ে যায়। আমি সর্বদা আমার হাজবেন্ডের জন্য দোয়া ও শুভ কামনা করব যেন তার মহৎ মন মানসিকতা আজীবন টিকে থাকে। তার মহৎ গুণাবলী আমার সন্তানকে সুস্থ মস্তিষ্কে সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিবে। আর আমি এখন থেকে এটা নিশ্চিত, আমার হাজবেন্ডের জন্য আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, ইনশাল্লাহ।

IMG_20240307_081832_6.jpg


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ সিমরান জারা। আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্য সুমন জিরো নাইন এর পরিবার। আমার বাসা গাংনী মেহেরপুর। আমি একজন গৃহিণী। আমি ফটোগ্রাফি, রেসিপি পাশাপাশি ব্লগ করতে বেশি পছন্দ করে থাকি। এছাড় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে। আমি এসএসসি পাশ করেছি। গাংনী ডিগ্রী কলেজে অধ্যায়ণরত রয়েছি।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

কারো হাজবেন্ড ভালো না হলে সে এতো আনন্দের সাথে বলতে পারেনা । আসলেই সুমন ভাইয়া অনেক ভালো আপনি যখন গর্ভবতী ছিলেন তখন ভাইয়া আপনাকে বিভিন্ন ধরনের খাবার খাওয়াতো। অনেক যত্নশীল স্নেহ করতো। সব হাজবেন্ডের তার স্ত্রীর প্রতি এমন যত্ন নেওয়া উচিত। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

একদম ঠিক বলেছেন আপু।

Posted using SteemPro Mobile

 9 months ago 

সুমন ভাইয়ের সাথে আমার প্রতিদিনই কথা হয় । তিনি অনেক ভালো মানুষ এবং তিনি আপনার সম্পর্কে অনেক কিছুই বলতেন৷ আপনাকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করার মাধ্যমে তিনি প্রতিনিয়তই আপনার মন জয় করে ফেলেছেন৷ আসলে এরকম হাসবেন্ড সকলের ভাগ্যে থাকা উচিত৷ আপনি সুমন ভাইয়ের মতো এরকম ভালো একজন মানুষ আপনার হাজবেন্ড হিসেবে পেয়েছেন, যা আমাদের সকলের জন্য অনেক খুশির সংবাদ৷ আশা করি দুজনে সারা জীবন এইভাবেই ভালোভাবে কাটিয়ে দিবেন৷

 9 months ago 

জ্বী ভাইয়া দোয়া করবেন।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অবশ্যই৷ দোয়া সবসময়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 95512.86
ETH 3571.27
USDT 1.00
SBD 3.81