RE: Application for Monthly Community Support Program | Amar Bangla Blog - আমার বাংলা ব্লগ
মাত্র দুই মাসের জার্নিতে বাংলা ব্লগ যেভাবে এগিয়ে চলেছে অদম্য বেগে নিঃসন্দেহে এটি বাঙালিদের গর্ব বলা চলে। আমি বাঙালি হিসাবে গর্বিত যে আমার বাংলা ব্লগের একটা এক্টিভ ইউজার হতে পেরে। কারণ যেখানে প্রাণখুলে সকল বাঙালি তাদের মনের ভাব প্রকাশ করছে তাদের ক্রিয়েটিভিটি তুলে ধরছে আপন মহিমায়। সেই সুযোগ করে দিয়েছে @rme দাদা । দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকল বাঙালিদের নিয়ে তাঁর একমাত্র প্রতিষ্ঠায় আজ বাংলা ব্লগ গড়ে উঠেছে। তার একদম নিজস্ব সহযোগিতার দ্বারা বাঙালিরা খুব আনন্দ ও উৎসাহের সাথে কাজে অনেক আগ্রহ নিয়ে কাজ করছে। এটা একদম সত্য যে যখন পোস্ট এর মূল্যায়ন হচ্ছে তখন সবার মধ্যে কাজের আগ্রহ অনেক বেড়ে যায়। দাদার সাথে সাথে আমার বন্ধু @blacks কেও ধন্যবাদ জানাই। এখানেই দাদা এবং বন্ধুর অবদানের সাথে সাথেই মডারেটর দাদারের ভূমিকা ও অসামান্য। @rex-sumon দাদার প্রশংসা আমাকে করতেই হবে। দাদা কমুনিটিকে স্বচ্ছ রাখতে প্রধান ভূমিকা রাখছে। কোনো কেউ স্পাম করছে কিনা, কোনো নকল ইউজার খুঁজে বের করা নিঃসন্দেহে এটি খুব কঠিন কাজ। তবে কমুনিটিকে পরিস্কার রাখতে এই কাজটি দরকার। এছাড়া ও @hafizullah দাদা @moh.arif দাদা @shovu35 দাদা এবং @winkles বন্ধুর ,সকলের অবদান অসামান্য তারা যেভাবে কমুনিটির উন্নতির কাজ কাজ করে চলেছে ।আমি মনে করি শেষ পর্যন্ত বাংলা ভাষার জয় হবে। খুব অল্প সময়ে কমিউনিটির যা এক্টিভিটি সাথে যা অরিজিনাল ইউজার সত্যি আমাদের কমুনিটি rank 1 নং যাবে এই বিশ্বাস রাখি। বাংলা ভাষার প্রাধান্য অনেক গুন বাড়বে। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের মধ্যে এই কমুনিটি অতি দ্রুত ছড়িয়ে যাক এটাই চাই। কেন জানি না স্টিমিট টিম এত স্বচ্ছ ও অরিজিনাল সকল ইউজারদের মিলিত কমুনিটি সকল ইউজার দের ভালো কন্টেন্ট এ কেনো সহযোগিতা করছে না। তবে বাংলা কমুনিটি যেভাবে কাজ করছে একদিন তাঁরা দিতে বাধ্য হবে বলে আমি মনে করি । @rex-sumon দাদাকে অসংখ্য ধন্যবাদ ,গোটা বাংলা ব্লগ কমুনিটির বিষয় এই পোস্ট এ তুলে ধরেছেন। সকলকে বলবো আপনারা সততার সাথে কাজ করুন। নিজের সেরা টা দেবার চেষ্টা করুন। কমুনিটির পুরু নিয়ম মেনে নিজের সেরা টা দিলে এখানে দাদারা সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত। আপনারা সবাই কমুনিটির নিবেদিত প্রাণ হয়ে খুব এক্টিভ ভাবে কাজ করে যান। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা।