You are viewing a single comment's thread from:

RE: "রাত্রির শেষে দেখি এখনো আঁধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার" (Light! where is light?)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আলো আঁধারের এই জীবন যুদ্ধে। বর্ষ সেঞ্চুরির পর ফিরে এলো আবার ভয়ানক করোনা ভাইরাস। যা প্রতিটি মানুষের জীবন কে দুর্বিষহ করার পাশাপাশি আতঙ্ক সৃষ্টির সাথে সাথে নিরীহ মানুষের জীবন হানি করে মানুষের জীবন যাত্রার চলার পথ কে খুব কঠিন করে শোচনীয় অবস্থার দিকে ধাবিত করেছে অবিরাম বেগে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই যুদ্ধে কোথাও যেনো মহাভারতের অভিমুন্নর চক্রব্র্হু মত মনে হচ্ছে। তারা যুদ্ধে চক্রব্র্হু ভেদ করে করোনা মুক্তির পথে এগোলেলও যেনো চক্রব্র্হু ভেদ করে এখনো পুরোপুরি বেরোতে পারে নি। আশা করি পারবে। এই যুদ্ধে র দ্রুত জয় আশা করি। যেন সোনালী স্বপ্নের পৃথিবীতে আবার নতুন সূর্য ওঠবে। আমরা স্বাভাবিক ভাবে আবার হাসি কান্নায় মিলে মিশে জীবন যাপন করবো। এটাই কাম্য আমাদের। দাদা খুব সুন্দর ভাবে ব্যাখা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ দাদা।

Sort:  
 3 years ago 

তোমার কমেন্টটি এ ক্লাস হয়েছে, এই ধরণের গঠনমূলক মন্তব্য আমরা সব সময়ই আশা করে থাকি । মহাভারতে অভিমন্যুর চক্রবুহ্যে মৃত্যুর আসল কারণ ছিল জয়দ্রথ । তার সাথে লড়াই করে পঞ্চপান্ডবেরা সেইদিন কেউ পেরে ওঠেনি, কিন্তু যুদ্ধের পরের দিন অর্জুন ঠিকই জয়দ্রথকে বধ করেছিল । তাই অশুভের বিনাশ অবশ্যম্ভাবী ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68431.46
ETH 2457.08
USDT 1.00
SBD 2.60