অফুরন্ত পুষ্টিগুনসম্পূর্ণ দেশি পাকা আনারস এবং পাকা হিমসাগর আম

in আমার বাংলা ব্লগ3 years ago

CollageMaker_20210926_073129965.jpg

আনারসের উপকারিতা

●বর্তমান তর্থ প্রযুক্তির যুগে মানুষ অনেক বেশি সৌখিন হয়ে যাচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া আসার ফলে মানুষ এত বেশি আসক্তি হয়ে পড়ছে তাদের চোখের উপর প্রচুর প্রভাব পড়ছে। যার ফলে সৃষ্টি হচ্ছে নানা রোগ বালাই। চোখের উপর প্রভাব ফেলায় চোখের বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে। এই সকল রোগ কমাতে ততা যাতে তাড়াতাড়ি না হয় সেই জন্য আমাদের দেশি টাটকা ফল খাওয়া উচিত ।কিছু ফলের মধ্যে উপকারী ফল হলো অনারস। চোখের রেটিনা নষ্ট হওয়ার থেকে রক্ষা করে আনারসে থাকা বেটা ক্যারোটিন। আমাদের চোখ ভালো রাখতে আনারস খাওয়া উচিত।

●আমাদের পেটে বিভিন্ন মুখী সমস্যার মধ্যে কৃমি খুব মারাত্মক সমস্যা। কৃমি শরীরের রক্তকে দূষিত করে আমাদের দেহকে শুকিয়ে দেয়। কৃমি দূর করতে আনারসে জুড়ি নেই। আনারস ফল খেলে কৃমি অনেকটা কমে যায়। কারণ আনারসে থাকা রস কৃমি দমনে সাহায্য করে থাকে।

●আমাদের দেহকে সুস্থ রাখতে তথা শরীরের সমস্ত অঙ্গের ভূমিকা রয়েছে। বিশেষ করে আমাদের চেহারা ভালো রাখতে আমাদের ত্বকের যত্ন নেয়া খুব দরকার। ত্বক ভালো রাখতে অনারস ফল বেশি বেশি খাওয়া উচিত।

●যাদের ওজন কমানো দরকার তাদের জন্য আনারস ফলের উপকারীতা অনেক। আমাদের সুস্থ থাকতে সকল শরীরের সমস্ত অঙ্গ ভালো রাখা অতি অবশ্যক। তাই আমাদের দাঁত ও মাড়ি কে সবল রাখতে অনারস উপকার করে। খাদ্য ভালোভাবে খেতে দাঁত ও মাড়ির ভূমিকা অপরিসীম।

●বর্তমানে ভেজাল খারাপ দরুন নানা রোগ শরীরে বাসা বাঁধছে। তার মধ্যে অনেক জটিল রোগ ও বাসা বাঁধছে। যার চিকিৎসা আধুনিক যুগে এখনো পুরোপুরি নিধন করা সম্ভব হয়ে ওঠে নি। প্রাথমিক পর্যায়ে হলে সঠিক চিকিৎসার ফলে সুস্থ হওয়া সম্ভব। যেমন - ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের ক্যান্সার হয়েছিলো। প্রাথমিক পর্যায়ে থাকার ফলে তাঁর সঠিক চিকিৎসার দ্বারা সুস্থ হয়ে উঠেছিলো। সেই জটিল রোগ ক্যান্সার এত গুলো যাতে না হয় সেই জন্য টাটকা ফলের গুরুত্ব ও অনেক ।যেমন আনারস খেলেও ক্যান্সার কম হয়।

IMG_20210926_062753.jpg

■বাজারে বিক্রি হওয়া আনারসে 100% উপকারিতা পাওয়া যায় না। তারকারণ বাজারে বিক্রি হওয়া আনারসে ফরমালিন দিয়ে পাকানো হয়। যা শরীরের পক্ষে পুরোপুরি উপকারী নয়। কিন্তু আমি যে আনারস শেয়ার করেছি। একদম দেশি। একজন বাড়ি থেকে নিয়ে এসেছিলো। আমি তার কাছে থেকে 1 আনারস কিনেছিলাম। এটা একদম টাটকা দেশি ।এই ফলের উপকারিতা অনেক কারণ এই ফলে কোনো ফরমালিন দেওয়া নেই।

IMG_20210926_062803.jpg

আমের উপকারিতা

●আমাদের দ্রুত এনার্জি প্রদানে পাকা আমের ভূমিকা অপরিসীম। পাকা আম হজম শক্তি বৃদ্বি করে থাকে। এ ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পাকা আম খাওয়া উচিত।

●আমাদের দেহের অতিরিক্ত ওজন কমাতে পাকা আম খাবেন। এমনকি চোখ ভালো রাখতে আমের অনেক গুনাগুন রয়েছে।

●আমাদের ত্বক ভালো রাখতে এবং দেহের কোলস্টেরল ঠিক রাখতে পাকা বিরাট ভূমিকা পালন করে ।কারণ পাকা আমের মধ্যে অনেক ফাইবার ,ভিটামিন সি এবং পেকটিন থাকে যা আমাদের উচ্চ রক্তচাপ কমিয়ে দেহ কে সার্বিক দিক থেকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে।

●বর্তমান মারাত্মক রোগ ক্যান্সার যাহার চিকিৎসা ব্যবস্থা এখনো উন্নত হয়ে পারে নি। এই জন্যে আমাদের টাটকা ফল মূল শাক সবজি বেশি বেশি খেলে এই সকল রোগ কম হবে। তাই আম খেলেও ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

●রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমের ভূমিকা যেমন রয়েছে তেমনি দেহ কে সুস্থ রাখতে এমনকি স্মৃতি শক্তি বাড়াতেও বেশি বেশি আম খাবেন।

IMG-20210926-WA0010.jpg

IMG-20210926-WA0011.jpg

IMG-20210926-WA0012.jpg

■আমি যে আমগুলি শেয়ার করেছি সেই গুলো হলো হিমসাগর আম। হিমসাগর আম খেতে ভীষণ সুস্বাদু । এই আম গুলি খুবই জনপ্রিয় আম। সবারই পছন্দের আম বলা চলে আমি যে আম গুলি শেয়ার করেছি সেই গুলো একদম গাছ পাকা আম। একজনের বাড়ি থেকে কিনেছিলাম। এই গুলোর পুষ্টিগুন বাজারের ফরমালিন দেওয়া আমের থেকে অনেক বেশি।

★আমি 3-4 মাস আগে কিনেছিলাম। কিন্তু আমের ছবি গুলি এবং আনারসের ছবি গুলি কোথাও ছাড়া হয় নি। একদম নতুন ছবি।

ডিভাইসরেডমি নোট 10 প্র ম্যাক্স ,Mi A1
লোকেশনখাড়গ্রাম
ফটোগ্রাফার@simaroy

10% beneficiary to @shy-fox

রেগার্ডস@simaroy
Sort:  
 3 years ago 

খুবই তথ্যবহুল পোস্ট এবং ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সবসময় আপনার রেসিপি পোস্ট থেকে নতুন নতুন অনেক কিছুই শিখতে পারি। তবে আজকেও পোস্টটি থেকে অনেক কিছু জানতে পারলাম।
হিমসাগর আম খেতে খুব ভালো লাগে আমার কাছে। আমার তো আম একদম ফেভারিট।

 3 years ago 

আমারও পছন্দ । অসংখ্য ধন্যবাদ আপু।

আমরা অনেকেই অজ্ঞ ফলের পুষ্টিগুণাগুণ সম্পর্কে।ধন্যবাদ ভাইয়া তথ্যবহুল পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমরা সকলেই জানি প্রতিটি ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তার পরেও আপনি আনারস এবং হিমসাগর আমি যে সকল উপকার গুলো তুলে ধরেছেন সেগুলো সত্যিই আমাদের জানা প্রয়োজন। প্রতিটি পর্যায়ে খুব সুন্দর ভাবে। এবং উপকারিতা খুব সুন্দর ভাবে সুবীন্যাস করেছেন।। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আনারস আর আম দুটোই আমার প্রিয়। অনেক ভালো ভালো তথ্য জানিয়েছেন আপনার পোস্টে। যার কিছু কিছু জানতাম। আজ আরো বেশি করে জানা হয়ে গেল আনারস আর আম নিয়ে। তবে হ্যা এ কথা ঠিক যে, আজকাল ভেজাল মুক্ত ফল বাজারে পাওয়া ভাগ্যের ব্যাপার।

 3 years ago 

আমারও এই দুটি ফল খুব প্রিয়। অনেক অনেক ধন্যবাদ দিদি।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে পোস্ট টা। আনারসের যে এতো উপকারিতা আছে তা জানতাম না। তবে জ্বর আসলে আনারস খেলে খুব ভালো কাজ করে। এবং আম আমার খুব পছন্দের। খুবই সুন্দর এবং তথ‍্যবহুল একটি পোস্ট করেছেন।

 3 years ago 

ভাইয়া একদম ঠিক বলেছেন যেকোনো সময়ের জ্বরের জন্যও খুব উপকারী। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সাব ট্রপিক্যাল আবহাওয়ার জন্য আনারস এবং আম দুটোই বেশ ভালো। তবে আনারসে কৃমি নাশক ক্ষমতা আছে জানতাম না। দারুন ইনফো জানা গেলো।

 3 years ago 

ঠিক বলেছো। অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

এটি খুবই তথ্যবহুল পোষ্ট।তবে তাজা ফলগুলো দেখে আমার এখন খেতে ইচ্ছে করছে দাদা।

 3 years ago 

ঠিক। ধন্যবাদ বোন।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

 3 years ago 

Thanks a lot

 3 years ago 

বাহ, আমি সত্যিই আনারস এবং আম পছন্দ করি, দেখা যাচ্ছে যে এই ফলগুলি থেকেও অনেক সুবিধা রয়েছে।

আপনার ব্যাখ্যা খুব ভাল আমি সত্যিই আপনাকে অনেক ধন্যবাদ

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57774.35
ETH 2339.45
USDT 1.00
SBD 2.44