শীতের ভোর বেলায় আদিবাসী মহিলাদের ঠান্ডা জলের মধ্যে মাছ ধরার মুহূর্তে

in আমার বাংলা ব্লগ3 years ago

সকলকে নমস্কার

শীত চলে এসেছে। সকাল সকাল ঘুম থেকে যেন উঠতে অলসতা কাজ করে। তবুও গ্রামের থাকার মজাই আলাদা। শীত আসলেও গ্রামের মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে যাওয়া সেটা যেনো অনাদিকাল থেকে চলে আসছে। সকাল বেলা অনেকেই গরু নিয়ে মাঠে যায়। আবার কৃষকরা মাঠে ধান কাটতে যায়। সবমিলিয়ে শীতের সময়ও গ্রামের মানুষের সকাল সকাল ঘুম থেকে ওঠা সেই অভ্যাস রয়ে গেছে। সেই সাথে গ্রামের কন কনে শীতের ভোরেও বিন্ধু মাত্র অলসতা না করে আদিবাসী মহিলারা তাদের জীবিকার তাগিদে মাছ ধরে। তেমনি দৃশ্য আমি ক্যামেরা বন্দি করেছি। প্রচণ্ড কায়িক পরিশ্রম করে থাকে তারা। তারা দল বেঁধে মাছ ধরে। তাদের মাথার উপর মাছের খারুই শাড়ি দিয়ে বাধা থাকে। দুই জন করে মহিলা জাল ছেঁকা দিয়ে মাছ ধরে। সেই মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। সত্যি গ্রামের এই সমস্ত মানুষদের সেলুট করি। যখনই আমরা ঘুমিয়ে থাকি ওরা সেই ভোর রাত থেকেই মাছ ধরে বাজারে নিয়ে যায়। আমরা ঘুম থেকে উঠে ওই বাজারে গিয়ে সেই মাছ ক্রয় করি । সত্যি তাদেরপরিশ্রমের তুলনা হয় না। এভাবেই তাদের দিন কাটে। এখন সেই মাছ ধরার কিছু ছবি সকলের মাঝে শেয়ার করছি আশা করি ভালো লাগবে।।

IMG_20211127_174706.jpg

IMG_20211127_174714.jpg

IMG_20211127_174643.jpg

IMG_20211127_174654.jpg

আমি ভোর বেলা যখন হেঁটে ক্যানাল দিয়ে যাচ্ছিলাম। মহিলারা মাছ ধরতে ধরতে যখন এগিয়ে চলছে ওই মুহূর্তে আমি ক্যামেরা বন্দি করেছিলাম। তখনই কুয়াশা ছিলো। সেই শীতের সকালের মাছ ধরার মুহূর্ত আশা করি সকলেই অনেক উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে।

ডিভাইসরেডমি নোট 10 প্র ম্যাক্স
ফটোগ্রাফার@simaroy

■আমার পরিচয়■

নাম -সিদ্ধার্থ রায়
পেশা -পড়াশুনা ( বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে MA পাঠ্যরত ছাত্র)
গ্রাম -খাড়গ্রাম পালসিট
থানা -মেমারী
জেলা -বর্ধমান
রাজ্য- পশ্চিম বঙ্গ
দেশ -ইন্ডিয়া
নাগরিক - ভারতীয়

10% beneficiary to @shy-fox

রেগার্ডস@simaroy
Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন ভাই আমাদের সবাইকে আদিবাসী মহিলাদের স্যালুট করা উচিত কেননা, তারা যে পরিমাণ পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন হয়তো একটি সাধারন মানুষ তা তার দৈনন্দিন জীবনে করেন না। তারা নিজের পালন করা গরু ছাগল এর যত্ন করে সকাল বেলায় , মাছ ধরে তা হাটে বিক্রয় করে তারপরে সেই পয়সা দিয়ে খাবার খাই, অনেক কষ্টের একটি কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া। অনেক সুন্দর গঠনমূলক মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম সঠিক বলেছেন দাদা শীত আসলেও গ্রামের মানুষ গুলো তাদের কাজ কে থেমে রাখে না কন্টিনিউ করে যায়।আপনার চিত্রের মাধ্যমে শীত কালে আদিবাসী মানুষ এর খুব সুন্দর মাছ ধরার দৃশ্য তুলে ধরেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

তারা নিয়মিত কাজ করে যায় ।আপনার সঠিক মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আমরা বেগ হাতে বাজারে গিয়ে মাছ ক্রয় করে থাকি কিন্তু কখনো ভেবে দেখি না এই মাছ কোথা থেকে এসেছে; কিভাবে এসেছে; কারা ধরেছে। আপনি আপনার পোষ্টের মাধ্যমে অতি সুন্দর করে মাছ ধরার বর্ণনা,আদিবাসীদের জীবনধারা তুলে ধরেছেন। শীতের সকালে মানুষ যখন লেপখেতা মধ্য থেকে বের হতে চায় না,ঠিক তখন কার দৃশ্য আদিবাসী মহিলারা মাছ ধরতে নেমেছে সকালের ঠান্ডা পানিতে।

 3 years ago 

ঠিক কথা ভাইয়া। ওরা মাছ ধরে নিয়ে আসে আমরা মাছ বাজারে কিনে নিয়ে আসি সেই মাছ। অসংখ্য ধন্যবাদ ভাই ঠিক মন্তব্যর জন্য। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

প্রচণ্ড কায়িক পরিশ্রম করে থাকে তারা। তারা দল বেঁধে মাছ ধরে। তাদের মাথার উপর মাছের খারুই শাড়ি দিয়ে বাধা থাকে। দুই জন করে মহিলা জাল ছেঁকা দিয়ে মাছ ধরে। সেই মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে।

পৃথিবীতে একেক জনের পেশা এঁকেক রকম যাই হোক আমাদের জিবীকার তাগিদে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এরা আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আর আপনি সকাল বেলার তাদের সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। ঠিক বলেছেন আপনি।

 3 years ago 

মুহূর্তটা খুব মজার দাদা। যদিও এভাবে মহিলাদের মাছ ধরতে এর আগে আমি কখনো দেখিনি। আর আপনি একদম ঠিক বলেছেন। গ্রামের মানুষের খুব সকাল সকাল ঘুৃম থেকে উঠে পরে জীবিকার সন্ধানে তারপর বেরিয়ে যায়। বিন্দুমাত্র অলসতা কাজ করেনা তাদের মাঝে সত্যি এটা অসাধারন একটি ব্যাপার।

 3 years ago 

হা ভাইয়া তারা দল বেঁধে মাছ ধরে ।কোনো অলসতা করে না। অনেক সুন্দর গঠনমূলক মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্যের ছবি, যা খুব সুন্দর আমি খুব পছন্দ করি

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66181.33
ETH 2700.56
USDT 1.00
SBD 2.88