চমৎকার কিছু পেইন্টিং এর উপর ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রথমেই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।

গত মাসে বাঙালির বড় সর্বজনীন উৎসব দুর্গা পূজা ছিলো। আমি দুর্গা পূজাতে তিন দিন বেরিয়েছিলাম। নবমীর দিন বর্ধমানে দুর্গা পূজা দেখতে গেছিলাম।সেখানে আমি অনেক গুলি প্যান্ডেল ঘুরে দেখেছিলাম।সর্বশেষ পুলিশ লাইন দুর্গা পূজার প্যান্ডেল টা দেখেছিলাম। সেখানে আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে চমৎকার পেইন্টিং করা হয়েছিলো। সত্যি বলতে যেসকল আর্টিস্ট এই পেইন্টিং তৈরি করেছিল। তাদের আমি চিনি না এবং জানি ও না। তবে অসাধারণ কিছু পেইন্টিং দেখে আমি আমার ফোনে ক্যামেরা বন্দি করেছিলাম ।সেই ছবিগুলি সকলের মাঝে শেয়ার করবো। আশা করি চমৎকার এই পেইন্টিং ফটোগ্রাফি গুলি আপনাদের সকলের খুব ভালো লাগবে বলে আমি আশাবাদী।

IMG_20211118_224044.jpg

আদিবাসীদের জীবনযাত্রা অনেক সাদাসিধে। তারা বিলাস বহুল জীবন যাপন করতে অভ্যস্ত নয়। তারা ভীষণ কায়িক পরিশ্রম করে খুবই সাধারণ ভাবে নিজেদের জীবন অতিবাহিত করে থাকে। তাদের জীবনের নানাবিধ চালচিত্র নিয়ে আজকের কিছু পেইন্টিং ফটোগ্রাফি শেয়ার করছি।এই ছবিতে আদিবাসী দুই জন জীবিকার তাগিদে কুঠার নিয়ে কাঠ কাটতে যাচ্ছে জঙ্গলে।কাঠ সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে তারা সংসার চালায়।

IMG_20211118_224006.jpg

এক আদিবাসী মহিলা ছাগল চরাতে গেছিলো মাঠে।পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়া অর্থাৎ গোধূলি বেলায় ছাগল নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে।

IMG_20211118_223906.jpg

দুই জন আদিবাসী অর্থাৎ তারা স্বামী ও স্ত্রী মিলে মসলা গুঁড়ো করছে হাতের সাহায্যে কোনো কাঠের পাত্রে।

IMG_20211118_223840.jpg

একজন আদিবাসী মহিলা তার মাথার চুলের ঝুঁটি ঠিক করছে।

IMG_20211118_223809.jpg

একজন অধিবাসী মহিলা ঢাক পিটাচ্ছে, এখানে সাধারন আদিবাসী মহিলারাও কোনো অংশে পিছিয়ে নেই সেটা বোঝানো হয়েছে।

IMG_20211118_223654.jpg

একজন অধিবাসী মহিলার মাথায় একটি থালা রয়েছে।

IMG_20211118_223600.jpg

এখানে কিছু মহিলাদের মাথায় ঝুড়ি ও কলস নিয়ে যাওয়ার দৃশ্য ফুটে উঠেছে।

IMG_20211118_223521.jpg

পাহাড়ি এলাকা থেকে একজন বৃদ্ধা মহিলা ফলমূল নিয়ে যাচ্ছে কাপড়ের আঁচলে করে।

ডিভাইসরেডমি নোট 10 প্র ম্যাক্স
ফটোগ্রাফার@simaroy

10% beneficiary to @shy-fox

রেগার্ডস@simaroy
Sort:  
 3 years ago 

এটি একটি সুন্দর পেইন্টিং যা আপনি দেখান, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধু। একদম ঠিক বলেছেন। শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

পুলিশ লাইন দুর্গা পূজার প্যান্ডেলটা ভিন্নভাবে সাজিয়েছিল। আদিবাসীদের জীবনযাত্রা খুব সাধারন ধরনের হয়। অধিবাসীদের জীবনযাত্রার উপর পেইন্টিং গুলো অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ঠিক বলেছেন প্যান্ডেল টি ভিন্ন ভাবে সাজিয়াছিলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। অনেক শুভেচ্ছা রইলো।

 3 years ago 

পেইন্টিং এর ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে দাদা। প্রতিটি পেইন্টিং দেখতে অনেক সুন্দর লাগছে। বৃদ্ধ মহিলা পাহাড় থেকে ফল সংগ্রহ করছে এই পেইন্টিংটি আমার বেশি ভাল লেগেছে। খুব দারুণ ভাবে এবং দক্ষতার সাথে এই ফটোগ্রাফি গুলো করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু ঠিক বলেছেন আমার কাছেও অনেক ভালো লেগেছিলো । অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার অনুভূতি প্রকাশ করার জন্য ও শুভেচ্ছা।

 3 years ago 

অধিবাসীদের জীবনযাত্রা নিয়ে করা পেইন্টিং গুলো অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে পেইন্টিং গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। অধিবাসীদের জীবন খুব সাদাসিধে এবং তারা কঠোর পরিশ্রমী হয়। আপনার সুন্দর ফটোগ্রাফির গুলো ওদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া তারা কঠিন পরিশ্রম করে এমন সাদাসিধে জীবন যাপন করে। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

অসাধারণ পেইন্টিং এর ফটোগ্রাফি হয়েছে দাদা। পেন্টিং গুলো দেখলেই আদিম যুগের কথা মনে পড়ে যায় যেখানে মানুষেরা অনেক কষ্টে বসবাস করত, হয়তো তারা আজকে এই পৃথিবীতে নেই কিন্তু তাদের স্মৃতি গুলো হয়তো এভাবেই কোথায় পড়ে আছে। অনেক ইউনিট ফটোগ্রাফি ছিল ধন্যবাদ দাদা কে।

 3 years ago 

বর্তমানে আদিবাসীরা রয়েছে। তারা কায়িক পরিশ্রম করে থাকে। আদিম মানুষের জীবন যাপন ও এমন ছিলো। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য ভাই। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আপনার ক্যামেরায় ফটোগুলো ধারণ করার দক্ষতা অনেক ভালো। আপনার পেইন্টিং এর উপরে ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর।

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ আপু। শুভ কামনা।

 3 years ago 

পেইন্টিং গুলো অনেক শিক্ষনীয় ও অসাধারণ।সাধারণ মানুষের জীবন যাপন তুলে ধরা হয়েছে ছবিগুলোর মধ্যে।

 3 years ago 

ঠিক বলেছো। অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো বোন।

 3 years ago 

আদিবাসীদের নিয়ে পেইন্টিং গুলো যেমন সুন্দর ছিল তেমনি আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।ঠিক বলেছেন পেইন্টিং গুলি অনেক সুন্দর । অনেক শুভেচ্ছা রইলো।

 3 years ago 

পেইন্টিং এর সাথে আমার এক অন্যরকমের ভালো লাগা কাজ করে। দাদা আপনার পেইন্টিং এর ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। অনেক কিছু তুলে ধরেছে ফটোগ্রাফি গুলো অনেক ধরনের সংস্কৃতি ও সভ্যতা। ধন্যবাদ দাদা এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু। অনেক বিষয় ফুটে উঠেছে । অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যর জন্য। শুভ কামনা রইলো

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

Thank you so much.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38