জীবনের ভালোমন্দ মেশানো একরাশ স্বপ্ন পূরণের লড়াইয়ের অঙ্গীকারের বাসনা

in আমার বাংলা ব্লগ4 years ago

IMG-20210702-WA0000.jpg

ভগবান তুমি কি দিয়েছো?
তুমি ভালো মস্তিষ্ক দিয়েছো

ভগবান তুমি কি দিয়েছো?
কর্ম করার ক্ষমতা দিয়েছো

ভগবান তুমি কি দিয়েছো?
আয় করার শক্তি দিয়েছো।

ভগবান তুমি কি দিয়েছো
ভালো মানুষের সংস্পর্শে যাওয়ার সুযোগ দিয়েছো।

ভগবান তুমি কি দাও নি?
তুমি নাদুস নুদুস শরীর দাও নি
যার আপসোস থেকে গেলো চিরজীবন।

ভগবান আমি কি করতে পারে নি?
আমি নিজের সামাজিক সম্মানের ভিদ এখনো গড়তে পারে নি।

ভগবান আমি কি করতে পারে নি?
বাবা মার মুখে স্থায়ী হাসি ফুটাতে পারে নি।

ভগবান আমি কি করতে পারে নি?
নিজের আত্ম অহংকারের বীজ বাস্তবে পুরোপুরি বুনতে পারে নি ।

ভগবান আমি কি করতে পারে নি?
আমি সামাজিক সম্মানের স্থায়ী পুরস্কার এখনো অর্জন করতে পারে নি?

ভগবান আমি কি পেরেছি?
আমি ভালো ছেলের তকমা পেয়েছি?

ভগবান আমি কি পেরেছি?
আমি ভালো জায়গায় পড়াশুনার সুযোগ করতে পেরেছি?

ভগবান আমি কি পেরেছি?
ভালো ছাত্রজীবনের কৃতির জন্য কিছুটা প্রশংসা পেয়েছি।

আমি জীবনে কি পেয়েছি?
আমি জীবনে সংগ্রাম করার মানসিকতা তৈরি হওয়ার মত বাবা মা ,বোন পেয়েছি, কিছু বন্ধু পেয়েছি, কিছু আত্মীয় পেয়েছি। তার জন্য কোটি কোটি কৃতজ্ঞতা স্বীকার এবং কোটি কোটি প্রণাম জানাই তোমাকে ভগবান।

ভগবান আমার কি করা উচিত

"লক্ষ্য আমার স্থির রেখে
কর্মে রাখবো নিষ্ঠা
দুর্বার বেগে এগিয়ে চলবো
তবেই পাবো প্রতিষ্ঠা ।

এই ইচ্ছা শক্তি ধর্য্য আমাকে প্রদান করো ভগবান । আমাকে নীরোগ রাখার জন্য কোটি কোটি প্রণাম ।কিন্তু সমাজের সমালোচনা থেকে কিছু রেহাই পাওয়ার জন্য আমাকে শরীরে কিছু মাংস প্রদান করো। অবশ্য দোষ আমার নিজের ।কারণ নিজেকে সঠিক ভাবে গড়ে তোলার সাধনা থেকে বিরত থাকার কারণে কিছু কাজে পিছিয়ে যাওয়া। চেষ্টা করবো সামাজিক সম্মান পাওয়ার লড়াই সফলতার সূর্য যাতে ছিনিয়ে এনে ভালো ছাত্রের তকমা হিসাবে সকলের আশা বজায় রাখতে পারার জন্য একটা যেকোনো ভাবে সরকারি চাকরি হাসিল। জীবনে শেষ লড়াই এটা। ভগবান এবং সবাই আশীর্বাদ করবেন আমাকে ।

রেগার্ডস: @simaroy

Sort:  
 4 years ago 

বাহ! আপনি তো ভালোই লিখতে পারেন, বেশ সুন্দর করে ইতি টেনেছেন, ভালো লেগেছে আমার কাছে।

"লক্ষ্য আমার স্থির রেখে
কর্মে রাখবো নিষ্ঠা
দুর্বার বেগে এগিয়ে চলবো
তবেই পাবো প্রতিষ্ঠা ।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা। আশীর্বাদ করেন আমার জন্য।

অনেক সুন্দর লিখেছেন ভাইয়া!

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

সুন্দর কবিতা লিখেছো ভাইয়া।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

আপনি গতানুগতিকভাবে অনেক ভালো এবং আজকেও অনেক সুন্দর লিখেছেন ।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

বেশ ভালো লাগলো আপনার মন্তব্য ।অনেক ধন্যবাদ।

 4 years ago 

সমাজের মানুষের সমালোচনা এবং নিজের শরীর নিয়ে আপসোস করা ঠিক নয়।আপনি সুস্থ থেকে সফলতার দিকে এগিয়ে যান তবেই দূর হবে মিথ্যে শরীর নিয়ে আপসোস।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ তোমাকে

জীবন মানেই টানাপোড়েন, নিজের সাথে দ্বন্দ্ব আর পৃথিবীর সাথে লড়াই করে চলা।
ভালো লিখেছেন।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 113198.27
ETH 4014.68
USDT 1.00
SBD 0.60