ওল দিয়ে সুস্বাদু সুরমা মাছের তরকারি - 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

সূচনা

IMG_20210911_083936.jpg

সামুদ্রিক মাছ গুলি যেমন পুষ্টিকর তেমন খেতেও সুস্বাদু হয়ে থাকে। তেমনি অনেক সামুদ্রিক সুস্বাদু মাছের মধ্যে সুরমা মাছ যেমন পরিচিত তেমন খেতেও ভীষণ স্বাদের । আজ আমি ওল দিয়ে সুরমা মাছের তরকারি রান্না করেছি। খেতেও খুবই সুস্বাদু একটা রেসিপি।

উপকরণ

সুরমা মাছ -400 গ্রাম
ওল -700গ্রাম
হলুদ -1 চামচ
লবন -1.5 চামচ
কাঁচা লঙ্কা -7 পিচ
পেঁয়াজ -2 পিচ
রসুন -1 পিচ
গরম মসলা- 2 গ্রাম
জিরে -5 গ্রাম
তিনফোরণ -3 গ্রাম
সরিষার তেল- 200 গ্রাম
তেজ পাতা 4 পিচ
প্রয়োজনমত জল

IMG_20210911_074826.jpg

ধাপ 1.

IMG_20210911_074905.jpg

প্রথমে আমি সুরমা মাছের আঁশ গুলি তুলে ফেলবো। তার পর বটি দিয়ে সুরমা মাছ কেটে নেয়। সুরমা গোটা গোটা পিচ পিচ করে কেটে নেবো।

IMG_20210911_074919.jpg

তারপর কাটা সুরমা মাছগুলো পরিস্কার জল দিয়ে দিয়া ধুয়ে নেয়।

ধাপ 2

IMG_20210911_074943.jpg

এবার 1/2 টেবিল চামচ হলুদ এবং 1/2 টেবিল চমচ লবন ভালো করে সুরমা মাছে মিশিয়ে নেই।

ধাপ 3

IMG_20210911_074755.jpg

আমি 700 গ্রাম ওল নিয়ে বটি দিয়া ওলের ছালগুলোও ফেলে দিয়ে টুকরা টুকরা করে কেটে নিই।ওলগুলো গুলো জল দিয়ে ধুয়ে রেখে দেয় ।

IMG_20210911_074745.jpg

ধাপ 4

IMG_20210907_075344.jpg

আমি 7 পিচ কাঁচা লঙ্কা গুলো কেটে নেয়। 1 পিচ রসুন এবং 2 পিচ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিই।

IMG_20210819_090557.jpg

ধাপ 5

IMG_20210830_071921.jpg

IMG_20210830_071900.jpg

আমি 4 পিচ শুকনো লঙ্কা , 3 গ্রাম তিনফোরণ ,5 গ্রাম জিরে, 2 গ্রাম গরম মসলা এক সাথে বেটে পেস্ট করে নিয়েছিলাম।

ধাপ 6

IMG_20210911_075029.jpg

প্রথমে আমি ওভেনের ওপর কড়াই রাখি। তারপর আমি 100 গ্রাম সরিষার তেল কড়াইয়ে ঠেলে দেই ।কিছু সময় তেলটা গরম করে নিই।এবার তেলের মধ্যে হলুদ লবন মাখানো সুরমা মাছ ঠেলে দেয়। গরম তেল দিয়ে সুরমা মাছটি ভেজে নেয়।

IMG_20210911_075000.jpg

এভাবে মাছ গুলি ভেজে নিয়েছিলাম।সুরমা মাছ ভাজার পর কড়াই থেকে তুলে নেই।

ধাপ 7

IMG_20210911_074725.jpg

এখন আমি কড়াইয়ে 20 গ্রাম সরিষার তেল দেয়। তেল কিছুটা গরম হওয়ার সাথে সাথে আমি 700 গ্রাম কাটা ওল গুলি ঠেলে দেয়।

ধাপ 8

IMG_20210911_074708.jpg

তারপর 7 পিচ পিচ কাঁচা মরিচ ,1/2 টেবিল চামচ লবন এবং 1 টেবিল চামচ হলুদ মিশিয়ে দেয় ।ওল গুলি এবার ভালোভাবে ভেজে নেই। ভাজার পর আমি প্রয়োজন মত জল ঠেলে দেয়। আমি তরকারি সেদ্ধ করতে থাকি।

ধাপ 9

তরকারি 14-15 মিনিট সেদ্ধ করার পর ভাজা ওলের মধ্যে ভাজা সুরমা মাছটি তরকারির মধ্যে দেয়।

ধাপ 10

IMG_20210911_074639.jpg

এক সাথে 7-8 মিনিট সেদ্ধ করার পর তরকারি কড়াই থেকে তুলে নেই। আমি তরকারির মধ্যে পেস্ট গরম মসলা মিশিয়ে দেয়।

ধাপ 11

IMG_20210904_150244.jpg

আবার আমি আবার 15 গ্রাম সরিষার তেল কড়াই থেকে দেয়। তেল টা সামান্য গরম করে আমি 2 পিচ কুচি কুচি কাটা পেঁয়াজ এবং 1 কাটা রসুন মিশিয়ে দেয়।

ধাপ 12

পেঁয়াজ এবং রসুন ভেজে নেওয়ার পর আমি তরকারি আবার কড়াই ঠেলে দেয়। আমি 7-8 মিনিট তরকারি সেদ্ধ করি।তারপর তরকারিটা তুলে নেয় কড়াই থেকে। এভাবে আমি ওল দিয়ে সুরমা মাছের তরকারি রান্না করেছিলাম।

IMG_20210911_074639.jpg

উপসংহার

ওল দিয়ে সুরমা মাছের তরকারি খুবই টেস্টি একটি রেসিপি। এটি একটি ঘরোয়া রেসিপি। অতি সহজ একটি রেসিপি। অনেকের কাছে আমার এই রেসিপিটি ইউনিক হতে পারে। তবে আপনার অবশ্যই বাড়িতে এই রেসিপিটি বানাবেন। সবাইকে শুভেচ্ছা অবিরাম।

@simaroy এর আসল পরিচয়

@simaroy এর স্টিমিট কমিউনিটিতে স্টিমিট নাম প্রথমে আমার মায়ের নাম অনুসারে আমি আমার ইউজার নাম দেয়। সেই জন্য আমার স্টিমিট একোউন্ট নাম @simaroy

IMG-20210723-WA0001.jpg

ছবির লোকেশন

ডিভাইসরেডমি নোট 10 প্র ম্যাক্স ,Mi A1
লোকেশনখাড়গ্রাম
ফটোগ্রাফার@simaroy , @green015
রেসিপি ম্যাকার@simaroy
ক্যাটাগরিরেসিপি

■আমার পরিচয়■

নাম -সিদ্ধার্থ রায়
পেশা -পড়াশুনা ( বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে MA পাঠ্যরত ছাত্র)
গ্রাম -খাড়গ্রাম পালসিট
থানা -মেমারী
জেলা -বর্ধমান
রাজ্য- পশ্চিম বঙ্গ
দেশ -ইন্ডিয়া
নাগরিক - ভারতীয়

রেগার্ডস@simaroy
Sort:  
 3 years ago 

এই মাছ আমি কখনো খাইনি।মাছের চেহারাটা খুব সুন্দর। ওল মানে কি কচু? আর ভাজা মাছগুলো দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছে। আপনার তরকারির রং টা খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ সুন্দর ভাবে রান্নাটা উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপু , ওল এবং কচু সম্পূর্ণ আলাদা। আপনার সুন্দর মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ ।শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

সুরমা মাছ খেতে ভারি সুস্বাদু আর যদি সাথে থাকে ওল তাহলে আর বলার অপেক্ষা রাখে না কেমন স্বাদ।খুব সুন্দর রেসিপি তৈরী করেছেন এবং বর্ণনা করেছেন ও বেশ ভালো।
আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা অবিরাম

 3 years ago 

😍😍

ভাই রেসিপিতে আপনি সবসময় সেরা। আপনার সবগুলো রেসিপি আমি দেখি খুব ভালো লাগে। প্রত্যেকবারের মতো এবারে আপনি অসাধারণ রেসিপি শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই। অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা ভাই।

 3 years ago 

সুরমা মাছের নামটি যেমন সুন্দর তেমনি এর স্বাদ অনেক বেশি। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি করেছেন দেখিয়ে আমার লোভ লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের‌ সাথে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু অসংখ্য ধন্যবাদ ।শুভেচ্ছা নিবেন

 3 years ago 

ওল অত্যান্ত পুষ্টিকর এবং শরির এর জন্য অনেক উপকারি।আমার বাসায় ও মাঝে মধ্যে ওল রান্না করা হয় তবে মাছ দিয়ে নয়।আপনার রেসিপিটা অনেক সুন্দর ছিলো।বাসায় আমিও ওল দিউএ মাছ রান্নার চেষ্টা করবো।শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

হা ভাই আপনিও চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ ভাই। শুভেচ্ছা অবিরাম

 3 years ago 

অসাধারণ রেসিপি, ওল ভর্তা অনেক খেয়েছি তবে সুরমা মাছ দিয়ে কখনো খাই নি, সুরমা মাছ আমি আগে অনেক পছন্দ করতাম।কিন্তু একদিন গলায় কাঁটা ফোটার কারনে আর খাই না,😃আপনার রেসিপি টা খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দাদা

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা ,এখন পুরোপুরি সুস্থ আছেন ভাইয়া। কাঁটা কি বেরিয়ে গেছিলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

জ্বী দাদা,,, দু দিন পরে কাঁটা বের হয়েছিল,এই দু দিন আমার কাছে দুই বছরের সমান মনে হয়েছিল

 3 years ago 

আপনার জন্য অনেক শুভ কামনা রইলো ভাইয়া।

 3 years ago 

সামুদ্রিক মাছ আমার খুব প্রিয়। সুরমা মাছ ও এর বাতিক্রম নয়।ছবিগুলো দেখে জিভে জল এসে গেল। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর রেসিপির জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভেচ্ছা রইলো

খুব সুন্দর ও সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন ভাই।দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়।এটা কি ভাই ঔল কচু নাকি?

আসলে এটা আমার কাছে অপরিচিত লাগছে।শুভ কামনা রইলো ভাই।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিবেন অনেক

 3 years ago 

সুরমা মাছ তথা সামুদ্রিক মাছ বরাবর সুস্বাদু ও হাই ফুডভ্যালু থাকে। সুন্দর একটি রেসিপি তুলে ধরার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু

দাদা দেখে মনে হচ্ছে রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভেচ্ছা রইলো

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57605.40
ETH 3085.50
USDT 1.00
SBD 2.31