খুবই জনপ্রিয় সুস্বাদু একটি রেসিপি -" আলু দিয়ে কাতলা মাছের তরকারি" 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

কাতলা মাছের জনপ্রিয়তা নিয়ে নতুন কিছু বলার নেই। কাতলা মাছ দিয়ে অসংখ্য রেসিপি তৈরী করা যায়। বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে থেকে শুরু করে বিয়ে বাড়ি নানাবিধ অনুষ্ঠানে কাতলা মাছের রেসিপির স্বাদ চেকে দেখার সুযোগ পাওয়া যায়। আজ আমি একদম কাতলা মাছের সহজ একটি ঘরোয়া রেসিপি শেয়ার করছি। আলু দিয়ে কাতলা মাছের তরকারি। ভীষণ স্বাদের একটি রেসিপি।

IMG_20210819_131222.jpg

উপকরণ এর সাথে পরিমাণ

IMG_20210819_131143.jpg

কাতলা মাছের পেটি -7 পিচ
আলু -500গ্রাম
হলুদ -2.5 চামচ
লবন -2 .5 চামচ
কাঁচা লঙ্কা -8 পিচ
পেঁয়াজ -2 পিচ
রসুন -1 পিচ
গরম মসলা- 2 গ্রাম
জিরে -5 গ্রাম
তিনফোরণ -3 গ্রাম
সরিষার তেল- 60 গ্রাম
তেজ পাতা 4 পিচ
প্রয়োজনমত জল

মাছের বাজারে কিছু মাছের ছবি

IMG-20210819-WA0001.jpg

কিছু দিন আগে আমি রসুলপুর বাজার থেকে 1 কেজি 300 গ্রাম কাতলা মাছ কিনেছিলাম। সেই মাছের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি ।

IMG_20210817_101206.jpg

ধাপ 1.

IMG_20210817_101221.jpg

IMG_20210817_101243.jpg

প্রথমে আমি 1 কেজি 300 গ্রাম কাতলা মাছের আঁশ গুলি তুলে ফেলবো। তার পর বটি দিয়ে কাতলা মাছ কেটে নেয়। কাতলা মাছ দাঁড়া এবং পেটির দাগা ছোটো ছোটো পিচ করে কেটে নেবো।

IMG_20210819_123538.jpg

IMG_20210819_123611.jpg

তারপর কাটা কাতলা মাছ গুলো পরিস্কার জল দিয়ে দিয়া ধুয়ে নেয়।

IMG_20210819_123634.jpg

ধাপ 2

IMG_20210817_101454.jpg

এবার 1.5 চামচ হলুদ এবং 1.5 চমচ লবন ভালো করে কাতলা মাছে মিশিয়ে নেই।

ধাপ 3

IMG_20210819_123738.jpg

আমি 500 গ্রাম আলু নিয়ে বটি দিয়া আলুর ছালগুলোও ফেলে দিয়ে টুকরা টুকরা করে কেটে নিই। আলু গুলো জল দিয়ে ধুয়ে রেখে দেয় ।

ধাপ 4

IMG_20210819_090619.jpg

আমি 8 পিচ কাঁচা লঙ্কা গুলো কেটে নেয়। 1 পিচ রসুন এবং 2 পিচ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিই।

IMG_20210819_090557.jpg

ধাপ 5

IMG_20210729_192757.jpg

আমি 4 পিচ শুকনো লঙ্কা , 3 গ্রাম তিনফোরণ ,5 গ্রাম জিরে, 2 গ্রাম গরম মসলা এক সাথে বেটে পেস্ট করে নিয়েছিলাম।

ধাপ 6

IMG_20210819_125944.jpg

প্রথমে আমি ওভেনের ওপর কড়াই রাখি। তারপর আমি 45 গ্রাম সরিষার তেল কড়াইয়ে ঠেলে দেই ।কিছু সময় তেলটা গরম করে নিই।এবার তেলের মধ্যে হলুদ লবন মাখানো কাতলা মাছ ঠেলে দেয়। গরম তেল দিয়ে কাতলা মাছটি ভেজে নেয়।

IMG_20210819_123704.jpg

এভাবে মাছ গুলি ভেজে নিয়েছিলাম।কাতলা মাছ ভাজার পর কড়াই থেকে তুলে নেই।

ধাপ 7

এখন আমি কড়াইয়ে 5 গ্রাম সরিষার তেল দেয়। তেল কিছুটা গরম হওয়ার সাথে সাথে আমি 500 গ্রাম কাটা আলু আলু গুলি ঠেলে দেয়।

ধাপ 8

IMG_20210819_123721.jpg

তারপর 8 পিচ পিচ কাঁচা মরিচ ,1.5 চামচ লবন এবং1.5 চামচ হলুদ মিশিয়ে দেয় । আলু গুলি এবার ভালোভাবে ভেজে নেই। ভাজার পর আমি প্রয়োজন মত জল ঠেলে দেয়। আমি তরকারি সেদ্ধ করতে থাকি।

ধাপ 9

IMG-20210819-WA0002.jpg

তরকারি 11 মিনিট সেদ্ধ করার পর ভাজা কাতলা মাছটি তরকারির মধ্যে দেয়।

ধাপ 10

এক সাথে 4-5 মিনিট সেদ্ধ করার পর তরকারি কড়াই থেকে তুলে নেই। আমি তরকারির মধ্যে পেস্ট গরম মসলা মিশিয়ে দেয়।

IMG_20210712_143120.jpg

ধাপ 11

IMG-20210817-WA0004.jpg

আবার আমি আবার 5 গ্রাম সরিষার তেল কড়াই থেকে দেয়। তেল টা সামান্য গরম করে আমি 2 পিচ কুচি কুচি কাটা পেঁয়াজ এবং 1 কাটা রসুন মিশিয়ে দেয়।

ধাপ 12

IMG-20210817-WA0029.jpg

পেঁয়াজ এবং রসুন ভেজে নেওয়ার পর আমি তরকারি আবার কড়াই ঠেলে দেয়। আমি 6-7 মিনিট তরকারি সেদ্ধ করি।তারপর তরকারিটা তুলে নেয় কড়াই থেকে। এভাবে আমি আলু দিয়া কাতলা মাছের তরকারি রান্না করেছিলাম।

IMG_20210819_123806.jpg

My Location

কাতলা মাছ খুব সুস্বাদু মাছ। ইন্ডিয়া এই মাছ বাণিজ্যিক ভাবে চাষ হয়। সুতরাং এশিয়ার দেশগুলিতে বেশি চাষ হচ্ছে। কাতলা মাছের চাহিদা বাজারে খুব বেশি থাকে। বর্তমানে অধিকাংশ দেশ বিক্রি করছে এই কাতলা মাছ।এমনকি এই কাতলা মাছ বিদেশেও বিক্রি হচ্ছে। বিদেশের বাজারেও এই মাছের খুব চাহিদা আছে।আমাদের দেশে এই মাছ খুব জনপ্রিয়। ইন্ডিয়া এবং বাংলাদেশে কাতলা মাছ এতোটাই জনপ্রিয় যে যেকোনো মাছের বাজারে গেলে রুই মাছ থাকবেই। ।কাতলা মাছ এতটাই খেতে সুস্বাদু যে যারা খেয়েছে তারাই কাতলা মাছের স্বাদ বুঝতে পেরেছে। কাতলা মাছের মাথা বেশ মোটা হয়। আকৃতি মোটা লম্বাটে হয়। রুই মাছ সিলভার রঙের হয়ে থাকে ।কাতলা মাছের মুখ পাতলা এবং সরু হয়। কাতলা মাছের আঁশ গুলো খুব বড় বড় হয়। কাতলা মাছ মিষ্টি জলের মাছ। কাতলা মাছ সেপ্টেম্বর মাসে ডিম ছাড়ে।কাতলা মাছ এক বছরের মধ্যে 800 গ্রামের বেশি ওজন হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে কাতলা মাছ খুব পছন্দ করি। কাতলা মাছ দিয়ে অসংখ্য রেসিপি তৈরি করা যায়। তবে আমার জানা মতে প্রতিটি বাঙালির বাড়ি আলু দিয়ে কাতলা মাছের তরকারি হলে যেনো বাঙালির খাওয়াটা যেনো বেশ জমে যায়। এটি প্রতিটি বাঙালীর ঘরোয়া রেসিপি। দই কাতলা ও বেশ জনপ্রিয় রেসিপি।

IMG_20210819_131309.jpg

@simaroy এর আসল পরিচয়

@simaroy এর স্টিমিট কমিউনিটিতে স্টিমিট নাম প্রথমে আমার মায়ের নাম অনুসারে আমি আমার ইউজার নাম দেয়। সেই জন্য আমার স্টিমিট একোউন্ট নাম @simaroy

IMG-20210723-WA0001.jpg

ছবির লোকেশন

ডিভাইসরেডমি নোট 10 প্র ম্যাক্স ,Mi A1
লোকেশনখাড়গ্রাম
ফটোগ্রাফার@simaroy , @green015
রেসিপি ম্যাকার@simaroy
ক্যাটাগরিরেসিপি

■আমার পরিচয়■

নাম -সিদ্ধার্থ রায়
পেশা -পড়াশুনা ( বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে MA পাঠ্যরত ছাত্র)
গ্রাম -খাড়গ্রাম পালসিট
থানা -মেমারী
জেলা -বর্ধমান
রাজ্য- পশ্চিম বঙ্গ
দেশ -ইন্ডিয়া
নাগরিক - ভারতীয়

রেগার্ডস@simaroy
Sort:  
 3 years ago 

আসলেই কাতলা মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে।আপনার রেসিপিটা খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার মন্তব্য অনেক উৎসাহ পেলাম। একদম ঠিক বলেছেন কাতলা খুব সুস্বাদু। অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

স্বাগতম ভাই

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি। আর ধাপে ধাপে তুলে ধরেছেন। আপনি প্রমাণ করে দিলেন আজো আমরা মাছে ভাতে বাঙালি ♥️♥️🙏🙏

 3 years ago 

অনেক অনেক শুভেচ্ছা ভাই। আপনার গঠন মূলক সুন্দর মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

কাতলা মাছ ভাজা এবং এর ঝোল আমার খুবই পছন্দের।কয়েকদিন আগে আমার বাব বাসাই অনেক বড় কাতলা মাছ এনেছিলো।সত্যি দাদা রেসিপিটা সুন্দর করে গুছিয়ে এবং সাজিয়ে দিয়েছেন এর জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। শুভ কামনা রইলো দাদা।

 3 years ago 

ভাই। আপনার মত আমারও খুব প্রিয় কাতলা। কাতলা মাছের মাথা টা আমার কাছে খুব ভালো লাগে। ভাই আপনার অনুভূতি প্রকাশ আমার ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

শুভ কামনা দাদা💖💖

 3 years ago 

আলু দিয়ে কাতলা মাছের তরকারি আমার খুব পছন্দের আপনার রেসিপি অনেক সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ভাই আপনার মত আমারও খুব প্রিয়। অনেক সুন্দর মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ ভাই।

 3 years ago 

1 কেজি 300 গ্রাম অনেক বড় মাছ। দাম কত ছিল দাদা?
রেসিপি টা অনেক চমৎকার।
ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা। দাদা কাতলা মাছটি 310 টাকা নিয়েছিলো।

 3 years ago 

ভাল। আমাদের এখানেও প্রায় এমন দামই আসত।

 3 years ago 

তাই নাকি ভাইয়া। তাহলে তো একই দাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাতলা মাছ দিয়ে আলুর ঝোল অসাধারণ লাগে, অনেক সুস্বাদু হয় আপনি অনেক সুন্দর হবে এবং নিখুঁত ভাবে এটি রান্না করে দেখিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনার মত আমার ও খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাই ।আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

 3 years ago 

রেসিপিটা সহজ তবে মনে হচ্ছে খুব মজার হবে।ট্রাই করে দেখবো।

 3 years ago 

অবশ্যই ট্রাই করে দেখবেন। হা এটি সুস্বাদু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাতলা মাছের ভাজি আমার অনেক প্রিয় দাদা।আপনার রেসিপিটা দেখে খেতে ইচ্ছে করছে।ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য জন্য অনেক শুভেচ্ছা

 3 years ago 

আপনার আলু দিয়ে কাতলা মাছের রেসিপি টা বেশ লাগল অনেক বড় কাতলা মাছ শুভকামনা আপনার জন্য

 3 years ago 

আপু আপনার সুন্দর মন্তব্য আমি খুশি হয়েছি। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আপু।

 3 years ago 

শুভেচ্ছা♥

 3 years ago 

কাতলা মাছ আমার খুব প্রিয় একটি মাছ ভাইয়া ... আপনার রান্নাটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া....❤️❤️

 3 years ago 

আপনার মত আমারও খুব প্রিয় কাতলা মাছ। অনেক ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67402.68
ETH 3481.04
USDT 1.00
SBD 2.65