নিজের বাড়ির কিছু ছবি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20210616-WA0004.jpg

IMG-20210616-WA0005.jpg

বারাসাত শহরে 10 বছরের মত বসবাস করার পর বর্ধমান জেলার পালসিট গ্রামে জায়গা কিনে বসবাস করা শুরু করি।

IMG-20210616-WA0007.jpg

প্রায় 1.5 বছর বসবাস করছি পালসিট গ্রামে। কিন্তু এত দিন ধরেও বাড়ির কাজ শেষ করতে পারে নি । তারপর নতুন করে একটা সংসার শুরু করতে গেলে কাজের অন্ত থাকে না। বাবা মা আমি বোন সেই এতদিন কাজ করে বাড়িটা ভালোভাবে গোছানোর শেষ পর্যায়ে।

IMG-20210616-WA0006.jpg

45 টা কলা গাছ দিয়ে বাড়ির চারপাশে রোপন করা হয়েছে। বিভিন্ন প্রকার সবজি লাগানো হয়েছে কিন্তু এখন বড়ো হয়ে পারে নি। চারপাশে ঘেরা দেওয়া হয়েছে। কল পাড় পাকা করা হয়েছে। মোটামুটি বাড়ির কাজ অনেকটা কমিয়ে ফেলেছি। একদম ধরে এতদিন যে কাজ করছি সেই কাজের অবসান ঘটবে।

IMG-20210616-WA0003.jpg
তবুও বারাসাত থেকে কিছু টা গ্রামে ভালো আছি এই কারণে নিজের বাড়িতে না খেয়ে শুয়ে থাকলে মনের প্রশান্তি মেলে। কিন্তু বারাসাত ভাড়া বাড়িতে ভাড়া দেওয়ার একটা মাথা ব্যাথা থাকতো সবসময়।সেই টা কমে গেছে। সবাই আশীর্বাদ করবেন যেনো মানসিক প্রশান্তি নিয়ে থাকতে পারে। কারণ জীবনে ভালোভাবে থাকতে গেলে মানসিক শান্তি সবার আগে দরকার।

IMG-20210616-WA0002.jpg

ধন্যবাদ সবাইকে ।এভাবে পাশে থাকবেন সবাই এই গরীব ছেলের পাশে।

Phone camera : Redmi note 10 pro max
Capture by @simaroy

Regards @simaroy

Sort:  
 3 years ago 

নিরিবিলি পরিবেশ ও চিন্তা বিহীন থাকার মাঝে আলাদা একটা প্রশান্তি কাজ করে। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

একদম ঠিক বলেছেন। ধন্যবাদ দিদি।

প্রকৃতির এক অনাবিল শান্তির মধ্যে আছেন,এটা অনেক বড় পাওয়া। শুভকামনা রইল।

 3 years ago 

একদম সঠিক কথা বলেছেন। ধন্যবাদ দিদি।

বাহ আপনার বাড়ি কি খুব সুন্দর ছায়াঘেরা সবুজময়। আমি বাংলাদেশের রাজধানী শহরে থাকি চারিদিকে বড় বড় বিল্ডিং দেখে চোখ গুলো ধাঁধিয়ে যায়। সবুজ দেখার ইচ্ছাটা আপনার পোস্টের মাধ্যমে কিছুটা হলেও পূরণ হলো।

 3 years ago 

খুব ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে। আপনিও সময় পেলে শহরের কোলাহল ছেড়ে মাঝে মাঝে গ্রামের প্রকৃতি দেখতে যাবেন ।মন ভালো লাগবে।

 3 years ago 

সুন্দর বাড়িটি । যাব একদিন বেড়াতে, বর্ষাকালেই যাব । মাছ বেশি ধরা যাবে এই সময়, আর বর্ষায় গ্রামের প্রকৃতিও দারুণভাবে সেজে ওঠে ।

 3 years ago (edited)

হা দাদা। আসবেন যখন মনে হবে চলে আসবেন। তবে ঠিক বলেছেন বর্ষা কালে গ্রামের প্রকৃতি দারুণভাবে সেজে ওঠে।ধন্যবাদ সুন্দর মন্তব্য। এবং আমার বাড়িতে আসবেন আমিও খুব খুশি।

 3 years ago 

খুব সুন্দর ও নিরিবিলি পরিবেশ, দেখে খুব ভালো লাগলো!

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.034
BTC 64332.82
ETH 3146.25
USDT 1.00
SBD 4.17