নারকেলের দুধ দিয়ে সুস্বাদু শোল মাছের ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকা

নারকেলের দুধ দিয়ে শোল মাছের ভুনা ভীষণ সুস্বাদু একটি রেসিপি। এটি সবার জিভে জল আসার মত একটি সুস্বাদু রেসিপি। নারকেলের দুধ দিয়ে শোল মাছের ভুনা বাঙালির অতি পরিচিত একটি রেসিপি। আমি আজ শোল মাছের ভুনা নারকেলের দুধ দিয়ে বানিয়েছি,এখন সকলের মাঝে শেয়ার করছি।

IMG_20210915_183827.jpg

উপকরণ

শোল মাছ 500 গ্রাম
নারকেলের দুধ 600 গ্রাম
হলুদ -1 টেবিল চামচ
লবন -1.5 টেবিল চামচ
কাঁচা লঙ্কা -5 পিচ
পেঁয়াজ -1 পিচ
রসুন -1 পিচ
গরম মসলা- 2 গ্রাম
জিরে -3 গ্রাম
তিনফোরণ -3 গ্রাম
সরিষার তেল-200 গ্রাম
চুই ঝাল 20 গ্রাম
তেজ পাতা 5 পিচ
প্রয়োজনমত জল

আমি ক্যামেরা বন্দি করেছিলাম বাবার মাছ ধরার মুহূর্ত

IMG_20210915_175751.jpg

IMG_20210915_175724.jpg

IMG_20210915_175629.jpg

IMG_20210915_175658.jpg

শোল মাছটি যখন জালের মধ্যে বন্দি আছে

IMG_20210915_175815.jpg

IMG_20210915_175859.jpg

IMG_20210915_175835.jpg

শোল মাছটি জাল থেকে বের করার পর

IMG_20210915_175919.jpg

IMG_20210915_175944.jpg

শোল মাছ যখন জলের মধ্যে রেখেছি

IMG_20210915_180024.jpg

IMG_20210915_180117.jpg

রেসিপিটির পদ্ধতি

ধাপ 1.

IMG_20210915_180142.jpg

IMG_20210915_180202.jpg

IMG_20210915_180221.jpg

IMG_20210915_180453.jpg

IMG_20210915_180242.jpg

প্রথমে আমি 500 গ্রাম শোল মাছ বটি দিয়ে ভালোভাবে শোল মাছের আঁশ ফেলে নেবো। তারপর মাছটি নিজের পছন্দ মত কেটে নেব । তারপর কাটা শোল মাছ গরম জলে ধুয়ে নেবো।চুই ঝাল ও কেটে নেবো বটি দিয়ে।

ধাপ 2

IMG_20210915_180610.jpg

এবার 1/2 টেবিল চামচ হলুদ এবং 1/2 টেবিল চামচ লবন ভালো করে শোল মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেয়।

ধাপ 3

এবার আমি একটা গোটা নারকেল নেবো। তারপর নারকেল নেবার পর নারকেল টি কেটে নেবো। নারকেলের এক চাকা কুরে নিয়ে নেবো। তারপর ওর সাথে প্রয়োজন মত জল মিশিয়ে দুধ বের করে নেবো।

IMG_20210915_180303.jpg

IMG_20210915_180323.jpg

IMG_20210915_180403.jpg

IMG_20210915_180422.jpg

IMG_20210915_180547.jpg

IMG_20210915_180627.jpg

ধাপ 4

IMG_20210825_135133.jpg

আমি 6 পিচ কাঁচা লঙ্কা গুলো কেটে নেয়। 1 পিচ রসুন এবং 1 পিচ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিই।

ধাপ 5

IMG_20210830_071921.jpg

আমি শুকনো লঙ্কা , তিন ফোড়ন , জিরে, গরম মসলা এক সাথে বেটে পেস্ট করে নিয়েছিলাম।

IMG_20210830_071900.jpg

ধাপ 6

IMG_20210915_180716.jpg

প্রথমে আমি ওভেনের ওপর কড়াই রাখি। তারপর আমি 180 গ্রাম সরিষার তেল কড়াইয়ে ঠেলে দেই ।কিছু সময় তেলটা গরম করে নিই।এবার তেলের মধ্যে হলুদ লবন মাখানো শোল মাছ ঠেলে দেয়। গরম তেল দিয়ে শোল মাছটি ভেজে নেয়।

IMG_20210915_180751.jpg

এভাবে শোল মাছ গুলি ভেজে নিয়েছিলাম। শোল মাছ ভাজার পর কড়াই থেকে তুলে নেই।

ধাপ 7

IMG_20210915_180840.jpg

এখন আমি কড়াইয়ে নারকেলের দুধ দেবো। তারপর কাঁচা মরিচ , লবন এবং হলুদ মিশিয়ে দেয় । চুই ঝাল ও দেবো কিছু সময় ফুটিয়ে নেবো 15-20 মিনিট ।

ধাপ 8

নারকেলের দুধ ফুটানোর পর ভাজা শোল মাছটি তরকারির মধ্যে দেয়।

IMG_20210915_180902.jpg

ধাপ 9

IMG_20210915_190428.jpg

এক সাথে 5-6 মিনিট ফুটানোর পর তরকারি কড়াই থেকে তুলে নেই। আমি তরকারির মধ্যে পেস্ট গরম মসলা মিশিয়ে দেয়।

ধাপ 11

IMG_20210815_152144.jpg

আবার আমি আবার 30 গ্রাম সরিষার তেল কড়াই থেকে দেয়। তেল টা সামান্য গরম করে আমি 1 পিচ কুচি কুচি কাটা পেঁয়াজ এবং 1 কাটা রসুন মিশিয়ে দেয়।

ধাপ 12

পেঁয়াজ এবং রসুন এবং তেজ পাতা ভেজে নেওয়ার পর আমি তরকারি আবার কড়াই ঠেলে দেয়। আমি 8-10 মিনিট তরকারি সেদ্ধ করি।তারপর তরকারিটা তুলে নেয় কড়াই থেকে। এভাবে আমি নারকেলের দুধ দিয়ে শোল মাছের ভুনা রেসিপি তৈরী করেছিলাম।

IMG_20210915_180925.jpg

নারকেলের দুধ দিয়ে শোল মাছের ভুনা রেসিপি একটি টেস্টি এবং ঘরোয়া রেসিপি। আপনারা বাড়িতে চেষ্টা করবেন। এটি খুব স্বাদের রেসিপি। আমি আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে।

My Location

@simaroy এর আসল পরিচয়

@simaroy এর স্টিমিট কমিউনিটিতে স্টিমিট নাম প্রথমে আমার মায়ের নাম অনুসারে আমি আমার ইউজার নাম দেয়। সেই জন্য আমার স্টিমিট একোউন্ট নাম @simaroy

IMG-20210723-WA0001.jpg

ছবির লোকেশন

ডিভাইসরেডমি নোট 10 প্র ম্যাক্স
লোকেশনখাড়গ্রাম
ফটোগ্রাফার@simaroy
রেসিপি ম্যাকার@simaroy
ক্যাটাগরিফিস রেসিপি

■আমার পরিচয়■

নাম -সিদ্ধার্থ রায়
পেশা -পড়াশুনা ( বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে MA পাঠ্যরত ছাত্র)
গ্রাম -খাড়গ্রাম পালসিট
থানা -মেমারী
জেলা -বর্ধমান
রাজ্য- পশ্চিম বঙ্গ
দেশ -ইন্ডিয়া
নাগরিক - ভারতীয়

10% beneficiary to @shy-fox

রেগার্ডস@simaroy
Sort:  
 3 years ago 

অনেক বড় শোল মাছ ছিলো।
আপনি বেশ দারুন ভাবে গুছিয়ে রেসিপি করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শোল মাছ খুবই মজার একটা মাছ।তার মধ্যে নারিকেল ওয়াও সেই টেস্ট। আপনার শোল মাছের রেসিপি উপকরণ গুলো ঠিকঠাক ছিল। আজকে অনেক সুন্দর করে ধাপে ধাপে বুঝিয়েছেন। আপনার উপস্থাপনা টি অসাধারণ ছিল। শোল মাছের রেসিপি কালার টা খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর গঠনমুলক মন্তব্যর জন্য। শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

নারিকেলর দুধ দিয়ে শোল মাছের ভুনা ওয়াও। আমার খুবই পছন্দের একটি খাবার।আপনার বর্ণনা আর ছবি দেখে মনে হচ্ছে খুব টেস্ট হবে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই। সবাই ই ঠিক বলেছেন ।শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

শোল মাছটা তো ভালোই বড় দাদা। এবং রেসিপি টা তো সুন্দর তৈরি করেছেন। কিন্তু নারিকেল দিয়ে মাছ কখনো খাওয়া হয়নি। উপস্থাপনা টাও খুব ভালো ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য।।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

নারকেলের দুধ দিয়ে সুস্বাদু শোল মাছের ভুনা রেসিপি অত্যন্ত সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর ভাবে বিভিন্ন ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন যা দেখার মত ছিল দাদা। আপনার জন্য শুভকামনা রইল এবং এটি খেতে ভালোই লাগে শরীর অত্যন্ত সুস্বাদু এবং আপনি খুবই পরিপাটিভাবে রান্না করেছেন

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া গঠনমুলক মন্তব্যর জন্য। শুভেচ্ছা নিবেন।

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 3 years ago 

@scilwa friend , thanks you so much.

 3 years ago 

অনেক বড় শোল মাছ ছিলো।শোল মাছ তো এখন পাওয়ায় যায়না।

দাদা আপনি বেশ দারুন ভাবে গুছিয়ে রেসিপি করেছেন সাথে সুন্দর লিখুনি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আগে দেখতাম নারকের দুধ বের করা হত নারকেল থেকে সাথে তেল ও। কিন্তু এখন আর তেমন দেখা যায় না। নারকেলের তেল দিয়ে কছু খেয়েছিলাম হয়ত ২০ বছর আগে। এখন আধুনিক সময়ে সব বাজার থেকে কেনা ও ভেজাল। অনেক সুন্দর হয়েছে আপনার রিসিপিটি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

আমি এমনিতেই শোল মাছ খাই না ।তবে নারিকেলের দুধ দিয়ে তৈরি তারকারীটি খেয়ে আবার এখন খেতে ইচ্ছে করছে।দারুণ স্বাদের হয়েছিল।ধন্যবাদ দাদা।

 3 years ago 

একদম ঠিক ।আমিও তো খাই না। কিন্তু নারকেলের দুধ দিয়ে টেস্ট করে পরবর্তী তে আবার খাওয়ার ইচ্ছা আছে। শুভেচ্ছা রইলো বোন।

অসাধারণ রেসিপি বানিয়েছেন ভাই। দেখে অনেক খেতে ইচ্ছা করতেছে। এক কাজ করেন ভাই পার্সেল করে পাঠিয়ে দিন আমার জন্য ‌‌ ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভেচ্ছা নিবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41