সিরিজ 3. শারদীয়া কনটেস্ট ১৪২৮ | দশমীর ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

সকলকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রথমেই @rme দাদাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রতিযোগিতা আয়োজন করার জন্য। মন থেকে বলছি -দাদার প্রতিযোগিতার জন্য পূজা দেখার আগ্রহ টা অনেকটা বেড়ে গেছিলো। তবে করোনা কালীন সময়ে কোভিড বিধি মেনে সচেতন ভাবে পূজা দেখা সকলের উচিত। আমিও সেই ভাবে সচেতনতার সাথে এই বছরের অষ্টমী থেকে দশমী তিন দিন পূজা দেখেছি। বড় বড় শহরে এমন কোনো বড় প্যান্ডেল নেই যেখানে ভিড় হয় না। আমি সেই কারণে ভিড় এড়িয়ে পূজা দেখার জন্য মাস্ক পরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে দিনের বেলায় পূজা দেখেছি।

দশমীর পুরো দিনটি মায়ের আরাধনা

দশমী -দেবী মা দুর্গা পূজার শেষ দিন। এই দিন সকলের বাড়িতে মিষ্টি মিঠাই খাওয়ার ধুম পড়ে। সবাই খুব আনন্দ উপভোগ করে। এই বছরের দশমীর পুরো দিনটা পূজা হয়েছিলো। কারণ দশমীর দিন রাত 8:30 মিনিট পর্যন্ত তিথি ছিলো। সেই সময় পর্যন্ত মা জীবিত ছিলেন এবং মায়ের পূজাও হয়েছে। তাই বলবো প্রতি বছর দুর্গা পূজা মানে বাঙালির এক আনন্দঘন বড় উৎসবমুখর পূজা। যা সার্বজনীন পূজা হিসাবে সবাই মিলে সকল ধর্মের মানুষ আনন্দ করে।

দশমীর দিন মেমারীতে পূজা দেখা

পূর্ব বর্ধমান জেলার মধ্যে একটা শহর মেমারী শহর। আমার স্টেশন থেকে দুই টি স্টেশন দূরে মেমারী শহর। আমি এবং বাবা দশমীর দিন বিকেলে মেমারী শহরের 4 টি প্যান্ডেলে পূজা দেখে বাড়ি ফিরে আসি।এখন আপনাদের মাঝে সেই প্যান্ডেল গুলির ছবি শেয়ার করছি।

IMG_20211017_084147.jpg
ছবির লোকেশন

উদয়ন ক্লাব ,মেমারী

থিম : স্বরণে ও শ্রদ্ধায়- সত্যজিৎ রায়

IMG_20211017_082906.jpg
ছবির লোকেশন

IMG_20211017_083125.jpg
ছবির লোকেশন

IMG_20211017_082924.jpg

ছবির লোকেশন

IMG_20211017_082945.jpg
ছবির লোকেশন

IMG_20211017_083039.jpg

ছবির লোকেশন

IMG_20211017_083000.jpg

ছবির লোকেশন

IMG_20211017_083054.jpg
ছবির লোকেশন

IMG_20211017_083149.jpg
ছবির লোকেশন

IMG_20211017_082716.jpg
ছবির লোকেশন

বিবেকানন্দ তরুণ সংঘ ক্লাব ,মেমারী

IMG_20211017_083221.jpg
ছবির লোকেশন

IMG_20211017_083241.jpg

ছবির লোকেশন

IMG_20211017_083304.jpg

ছবির লোকেশন

মেমারী বামুন পাড়া দুর্গা পূজা কমিটি

থিম : মহামারীতে সচেতনতা

এই থিমের দ্বারা করোনা মহামারীতে সকলের সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। নিচে কিছু ছবির মধ্যে আপনারা সহজেই বুঝতে পারবেন।

IMG_20211017_083442.jpg

ছবির লোকেশন

IMG_20211017_083406.jpg

ছবির লোকেশন

IMG_20211017_084224.jpg

ছবির লোকেশন

মা দুর্গা দেবী ডক্টর হয়ে ভ্যাকসিন দিয়ে করোনা নামক অসুরকে নাশ করছে।

IMG_20211017_083604.jpg

ছবির লোকেশন

মা দুর্গার ছেলে কার্তিক সাধারণ জনগণ কে মাস্ক বিতরণ করছে

IMG_20211017_083642.jpg

ছবির লোকেশন

কার্তিক ফোনে কথা বলছে

IMG_20211017_084443.jpg

ছবির লোকেশন

দেবী মা স্বরস্বতী ভ্যাকসিন দিচ্ছে একটা বাচ্চা মেয়েকে এবং পাশে নার্স হিসাবে মা লক্ষী দেবী দাঁড়িয়ে আছে

IMG_20211017_083808.jpg

ছবির লোকেশন

মা স্বরস্বতী দেবী সাইকেল দিচ্ছে একটা মেয়েকে

IMG_20211017_083830.jpg

ছবির লোকেশন

মা দুর্গার ছেলে গণেশ মিষ্টি দিচ্ছে একজন মহিলা কে

IMG_20211017_084519.jpg

ছবির লোকেশন

মা লক্ষী দেবী মহিলাদের টাকা দিচ্ছে করোনা বিধি মেনে

IMG_20211017_083951.jpg

ছবির লোকেশন

মা স্বরস্বতী দেবী বই প্রদান করছে

IMG_20211017_084101.jpg

ছবির লোকেশন

IMG_20211017_084119.jpg

ছবির লোকেশন

মেমারী স্টেশন বাজার সার্বজনীন দুর্গা পূজা কমিটি

IMG_20211017_084014.jpg
ছবির লোকেশন

IMG_20211017_084039.jpg
ছবির লোকেশন

সর্বপরি বলবো বাঙালির সবচেয়ে বড় উৎসব- দেবী মা দুর্গা পূজা। আশা করি সকলের পূজা ভালো কেটেছে। করোনা বিধি মেনে পূজা দেখেছে তাদের জন্য অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। মহামারি চলাকালীন সচেতনভাবে পূজা দেখা সকলের উচিত। যারা প্রচণ্ড ভিড়ের মধ্যে কোনো রকম করোনা বিধি না মেনে পূজা দেখেছেন তাদের জন্য অনেক শুভ কামনা । মায়ের কাছে প্রার্থনা করি যাতে সবাইকে সুস্থ রাখে ,ভালো রাখে। তোমার যে সমস্ত ভক্তরা বিন্দু মাত্র করোনা বিধি না মেনে পূজা দেখেছে তাদের ও যেনো তুমি সুস্থ রেখো ,ভালো রেখো। তাদের মধ্যে যেনো কোনো করোনা ভাইরাস আক্রান্ত না হয় এই কামনা করি। সকলের মঙ্গল কামনা করি। "মা "তুমি আমাদের রক্ষা করো। ভালো রেখো।

সকলকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা

ডিভাইসরেডমি নোট 10 প্র ম্যাক্স
ফটোগ্রাফার@simaroy

10% beneficiary to @shy-fox

রেগার্ডস@simaroy
Sort:  
 3 years ago 

ভাই সব মিলিয়ে একটা গুছালো পোস্ট ছিল। আর কিছু ইনফরমেশন জেনে নিলাম। ছবি গুলি বেশ ভালো তুলেছেন ভাইয়া৷ এত সুন্দর করে সাজিয়ে যে দেখে ইচ্ছে করছে আমিও যদি যেতে পারতাম।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক অনেক শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

🙏🙏🙏❤️❤️❤️❤️

 3 years ago 

আপনাদের এত এত ঘুরাঘুরি, ছবি তোলা মানে সব মিলিয়ে ঘুরোঘুরি টা দেখলেই আমারও ঘুরাঘুরি করতে ইচ্ছে করে। কিন্তু এখন তো কিছু করার নেই,, আপনার ছবি দেখে তাই জন্য দিন পার করে দিচ্ছি। ধন্যবাদ আমাদের সুন্দর সুন্দর ছবি দিয়ে আমাদের সময় গুলোকে সুন্দর করে তোলার জন্য, অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

আপনার মন্তব্য খুব খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার পোষ্টটা দেখে মনে হচ্ছে এবার পূজোতে খুব ঘুরাঘুরি করেছেন।। সকল ছবিগুলো অনেক সুন্দর ছিল। শুভ কামনা রইল।

 3 years ago 

হা ভাই ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

এক কথায় অসাধারণ লেগেছে পোস্টটা। মা দুর্গা ,কার্তিক,গণেশ,সরস্বতী এবং লক্ষ্মীর ভূমিকা চিত্রকর্মগুলোর মাধ্যমে বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে তুলে ধরা হয়েছে । দুর্দান্ত কিছু সৃজনশীলতা খুঁজে পেলাম চিত্রকর্ম গুলোর মধ্যে। সবশেষে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা নিবেন দাদা। আশা করছি আগামী দিনগুলো আপনার ভালো কাটবে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ দাদা। অনেক শুভ কামনা রইলো।

 3 years ago 

অসাধারণ ফোটোগ্রাফি দেবী দুর্গামায়ের মূর্তির।আমার সব থেকে ভালো লেগেছে মা দুর্গা ও তার সন্তানেরা সকল বিষয়ে মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে এই থিমটি।সত্যিই দারুণ শিল্পকর্ম।ধন্যবাদ দাদা।

 3 years ago 

তোমাকেও ধন্যবাদ বোন।

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.034
BTC 66407.27
ETH 3219.07
USDT 1.00
SBD 4.34