আমার ফোনের ফটোগ্রাফি : পুষ্টিগুন সম্মত ঢেঁড়স এবং ঢেঁড়সের ফুলের ছবিগুলি
বিভিন্ন মুখী সবজির মধ্যে ঢেঁড়স অতি পরিচিত একটি সবজি। বেশীর ভাগ মানুষ এই সবজি খুব পছন্দ করে থাকে। অনেকেই বাণিজ্যিক ভাবে ঢেঁড়স চাষ করে থাকে। অনেকেই বাড়িতেই চাষ করে থাকে। তেমনি আমি প্রতি বছর নিজেদের বাড়িতে অন্য সবজির সাথে ঢেঁড়স ও চাষ করি। ঢেঁড়স সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিন্মে আমি কিছু উপকারীতা লিখে দিলাম।
★ঢেঁড়স সবজি আমাদের শ্বাস কষ্ট জনিত সমস্যা দূর করে।
★আমাদের ত্বক ভালো রাখতেও সাহায্য করে থাকে।
★হজম শক্তি বৃদ্ধি তে এই সবজির জুড়ি নেই।
★ঢেঁড়স অনেকটা ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়।
★চোখের অনেক উপকার করে থাকে।
★উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্যে করে থাকে।
★ঢেঁড়স চুলের কন্ডিশনার হিসাবে বেশ ভালো।
★মানব শরীরের ইমুনিটি শক্তি বাড়াতে ও সাহায্য করে থাকে।
আজ আমার বাড়ির সবজি বাগান থেকে ঢেঁড়সের ফুলের ছবি এবং ঢেঁড়সের ছবি আমার ফোনে ক্যামেরা বন্দি করেছিলাম। এখন সকলের মাঝে শেয়ার করছি।
ঢেঁড়সের ফুল ছোট অবস্থায়
পূর্ণাঙ্গ ঢেঁড়সের ফুলের ছবি
ফুল থেকে যখন ফল এসেছে তার ছবি
পূর্ণাঙ্গ ঢেঁড়সের ছবি ...
ছবি তোলার তারিখ: 23 জুন 2021
ক্যামেরা : রেডমি নোট 10 প্র ম্যাক্স
যার দ্বারা ছবি গুলো তোলা: @simaroy
রেগার্ডস : @simaroy
সুন্দর ছবি তুলেছেন। একদম জীবন্ত মনে হচ্ছে। যাইহোক আমার ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ দিদি
ছবিগুলো অসাধারণ হয়েছে দাদা।
ধন্যবাদ বোন।