এপিসোড : 1 .ছোট্ট একটা কবিতার মধ্যে জীবনে সফলতার সিঁড়ি খুঁজি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20210806_155010.jpg

My Location

লক্ষ্য তোমার স্থির রেখে

কর্মে রেখো নিষ্ঠা,

দুর্বার বেগে এগিয়ে চলো

তবেই পাবে প্রতিষ্ঠা।।

আসল কাজে ফাঁকি রেখে

নকল কাজে বেড়াও ঘুরে,

সময় একদিন করবে বিচার

মরবে সেদিন আফসোস করে।।

ক্যামেরা : রেডমি নোট 10 প্র ম্যাক্স

রেগার্ডস @simaroy

Sort:  

কবিতাটা ছোট হলেও, তার মধ্যে শিক্ষার অনেক কিছু পেলাম। ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

@rasel72 ভাইয়া অসংখ্য ধন্যবাদ।

🥰

 3 years ago 

চয়ন ছোট ছোট।কিন্তু তার গভীরতা ও ব্যাখ্যা অনেক।কিন্তু সবাই এটা মেনে চললে সফলতার শীর্ষে পৌঁছে যেতে পারত।সত্যি অনেকেই শেষে আফসোস করে কাজে নকল ও ফাঁকি দিয়ে।ধন্যবাদ দাদা সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

তোমাকে ও অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

বাস্তবতা নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আমরা কিন্তু নকল কাজে ঘুরে বেড়াতেই সবচেয়ে বেশি পছন্দ করি। অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago (edited)

হা ভাই আমরা অনেক সময় আমাদের সময়ের সঠিক মূল্যায়ণ করি না। আমাদের জীবনে সঠিক ভাবে সময় কে মূল্য দিয়ে সঠিক কাজ নিষ্ঠার সাথে লক্ষ্য ঠিক রেখে করলে সফলতা অবশ্যই আসবে বলে আমি মনে করি।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60071.31
ETH 2409.83
USDT 1.00
SBD 2.43