You are viewing a single comment's thread from:

RE: এ.বি.বি স্কুলের প্রথম ব্যাচ - Verified Member লেভেল অর্জন।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
নিজেকে ভেরিফাইড লিস্টে দেখে অনেক ভালো লাগছে। এজন্য প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের প্রিয় দাদাকে এই অসাধারণ প্রজেক্টটি চালু করার জন্য। সেই সাথে ধন্যবাদ দিতে চাই abb_school এর সম্মানিত প্রফেসরদের যাদের কাঠোর পরিশ্রমে আমরা এতোগুলো ইউজার ৫টি ধাপ পার হয়ে ফেরিফাইড মেম্বার হতে পেরেছি।

পরিশেষে নতুনদের উদ্দেশে বলতে চাই,
এখানে ভেরিফাইড মেম্বার হতে হলে অবশ্যই নিজেদেরও পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কিছু নেই। পরিশ্রম করেছি আজ তার ফল পেয়েছি। এখানে এসে ক্লাশ না করে শুধু শুধু পোস্ট করে লাভ হবে না। আগে নিজেকে একজন যোগ্য কনটেন্ট ক্রিয়েটর তৈরি করতে হবে। এজন্য abb_school এর ক্লাশ ছাড়া বিকল্প কিছু নেই। তাই নতুনদের বলবো আপনারা ধৈর্য ধরে ক্লাশ করুন লেভেল ৫ পর্যন্ত কম্পিট করুন ফেরিফাইড হয়ে যাবেন।

আবেগে অনেক কিছু বলে ফেলছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সবার জন্য শুভকামনা রইলো।

@sikakon

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.26
JST 0.040
BTC 97628.16
ETH 3611.02
USDT 1.00
SBD 3.42