ডে ট্যুর : বেলাই বিল গাজীপুর

আসসালামু আলাইকুম ,

ঝড়ো ঝড়ো এই বৃষ্টির দিনে সবাই কেমন আছেন ?এতো শীতলতার দিনে মন্দ থাকার কথা না ।আজকে চেয়েছিলাম পদ্মা সেতু দেখতে যাবো কিন্তু আবহাওয়াজনিত কারণে আর যাওয়া হলো না । যাই হোক,আজ আমি ডে ট্যুর নিয়ে কিছু কথা ও ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো ।

কিছু মাস আগে হুট করেই মাথায় চাপলো যদি কোনো বিল থেকে ঘুরে আসা যেতো ,যেই ভাবনা সেই কাজ ,খুব কাছর এক ফ্রেন্ড কে ফোন দিয়ে বললাম নিয়ে যাবে আমাকে কোন এক বিলে ,ফ্রেন্ড বললো ওর কাছে নাকি ৫০ টাকা আছে ,আমি বললাম টাকা বড় কথা না ,যাবে কিনা বলো ।ফ্রেন্ড আর আমি কোথাও ঘুরতে গেলে আমি টাকা দেই (খাওয়া বাবদ),আর ও বাইকের তেলের খরচ দেয় ।

আমার অনেক দিনের শখ ছিলো বেলাই বিলে যাবো ,তবে এটা কোথায় তা জানা ছিলো না তেমন ,শুধু জানতাম গাজীপুর।গুগোল সার্চ করে দেখি এটা গাজীপুরের কানায়নগর গ্রামে । যা আমাদের ডেমরা থেকে ৪৯ কিমি দূরে অবস্থিত।

IMG-20210722-WA0072__01.jpg

FB_IMG_3726859449405649178__01__01__01.jpg

ডিভাইস realme c17
লোকেশন গাজীপুর

আমরা বেলাই বিলের উদ্দেশ্য রওনা হলাম ১:৩০ এ । বেলাইবিলে ৩:০০ টায় পৌঁছে গেলাম ,খুবই খারাপ রাস্তা ,আর যেহেতু আগে কখনো যায়নি তাই ম্যাপ দেখে দেখে যেতে হয়েছে ,তারমধ্যে গাজীপুর থেকে অনেক ভিতরের গ্রাম। অনেক কষ্ট হয়েছে তবুও যখন বিল টা দেখলাম সাথে সাথে সব কষ্ট দূর হয়ে গিয়েছিল।

IMG-20210722-WA0056__01.jpg
ডিভাইস realme c17
লোকেশন গাজীপুর

ঐখানে যেয়ে ই আমরা একটা নৌকা ভাড়া করলাম ১ ঘন্টা ৩০০ টাকা ।এতবড় বিল তার মধ্যে ঝলমলে রোদ ,শুধুই কি ঝলমলে , শরীর পুড়ে যাওয়া তার তাপ ,যখন নৌকা মাঝ খানে গেল তখন পানিতে পা ডুবাতে খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিল ফ্রিজের পানি ।

FB_IMG_6448665425360346809.jpg
ডিভাইস realme c17
লোকেশন গাজীপুর

IMG_20210723_212300__01.jpg
ডিভাইস realme c17
লোকেশন গাজীপুর

নৌকায় যেতে যেতে প্রচুর কচুরিপানা দেখা মিলল ,মাঝির কষ্ট হয়ে যাচ্ছিল বৈঠা নাড়তে । সেই জায়গা টা যে কি সুন্দর !!নিজ চোখে না দেখলে বুঝানো যাবে না ।

Screenshot_20220913-201756__01__01.jpg

ডিভাইস realme c17
লোকেশন গাজীপুর

চারিপাশ সবুজে ঘেরা তারমাঝে ঝলমলে রোদের ঝলকানি।

নৌকায় ঘুরতে ঘুরতে ৪:৩০ বেজে গেলো ,ঘাটে আসতেই দেখি মানুষের যেনো ঢল নেমেছে ।আমরা যখন এসেছি তখন মানুষ ই ছিল না বিকাল হওয়ার সাথে সাথে মানুষের হৈ চৈ।আর তখন নৌকা ভাড়া ছিলো ৫০০ করে ।এক কথায় আমরা জিতে গেছি ।

আমরা সেখানে বেশিক্ষন দেরি করি নাই কারণ আমাদের ঢাকা ফিরতে হবে ।

যারা একদিনের ট্যুর দিতে ভালোবাসেন বা ফ্যামিলি থেকে দূরে কোথাও যেতে দেয় না ,তারা ঢাকার আসে পাশে এমন সুন্দর জায়গায় যেয়ে পারেন ।যান্ত্রিক কোলাহল মুক্ত, দিগন্ত ঘেরা সবুজ আর সবুজ ,টলমলে পানি আর কি চায় যারা প্রকৃতিকে ভালোবাসে।

আজ এই পর্যন্ত ই ,আবার হাজির হবো নতুন কোনো ট্যুরের অভিজ্ঞতা নিয়ে সেই অব্দি পাশে থাকুন আর কমেন্টে করে জানান আপনাদের কেমন লাগলো বেলাইবিল।

🧡ধন্যবাদ🧡

Sort:  
 2 years ago 

আপু বন্ধু সাথে অনের সুন্দর একটি জায়গা ভ্রমন করেছেন ৷ জয়গাটি দেখতে অনেক সুন্দর লাগছে ৷ নদীতে নৌকা নিয়ে ভ্রমন করতে আমারও অনেক ভালো লাগে ৷ ধন্যবাদ আপনাকে আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ৷

 2 years ago 

বন্ধু মানে জীবনে পথ চলার অন্যতম এক সাথী। গাজীপুরের কানায়নগড় বিলটি বেশ চমৎকার লাগছে। আপনার ফটোগ্রাফি গুলো জোস হয়েছে।আসলে এরকম ট্রাভেল করতে সবারই ভালো লাগে। এরকম সুন্দর ট্রাভেলের গল্প অবশ্যই মাঝে মাঝে আমাদের সাথে শেয়ার করবেন।

 2 years ago 

আমিও যখন প্ল্যান করি বন্ধুদেরকে নিয়েও করি। আপনার মত আমারও বিলে করার খুব ইচ্ছা বেশ ভালো লাগে আমার কাছে। আমার তো ইচ্ছে করে একটা নৌকা নিয়ে সারাদিন ঘুরে বেড়াতে। যাইহোক আপনি আপনার বন্ধুকে নিয়ে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন বিলে।জায়গাটি বেশ সুন্দর।

 2 years ago 

মাঝে মাঝে যদি এভাবে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা যায় তাহলে খুবই ভালো লাগে। বিশেষ করে নৌকা ভ্রমণ করতে সত্যিই অনেক ভালো লাগে। প্রচন্ড রোদের মাঝেও পুরোটা সময় আপনি অনেক উপভোগ করেছেন এটা বুঝতেই পারছি। এরকম জায়গায় পরিবার কিংবা বন্ধু বান্ধবী নিয়ে ঘুরতে গেলে সত্যিই অনেক ভালো লাগবে। শুভকামনা রইল আপু আপনার জন্য।

 2 years ago 

বন্ধুদের সাথে ঘোরার মজাই আলাদা। বন্ধু থাকলে আর কিছু লাগে কি। নৌকার ভ্রমণ করতে বেশ ভালো লাগে। ফ্যামিলির সাথে বেশ কয়েকবার নৌকা ভ্রমণ করেছি। বর্ষা এলেই আমরা নৌকা ভ্রমন করতাম। নৌকা ভ্রমণ নিয়ে অনেক স্মৃতি আছে। আজ এই পর্যন্তই থাক । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বেলাই বিলের কথা অনেক শুনেছি। কিন্তু কখনো যাওয়া হয়নি। তবে আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে একবার ঘুরে এলে মন্দ হবে না। এই ধরনের পরিবেশে ঘুরতে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সময়টা আপনি বেশ ভালোই উপভোগ করছেন বোঝা যাচ্ছে। প্রচণ্ড রোদ্রে থাকা মানুষ যখন ঠান্ডা পানির স্পর্শ পায়। সে এক অসাধারণ অনুভূতি। ভালোই লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60249.61
ETH 2321.35
USDT 1.00
SBD 2.51