রঙের ছোয়ায় নিজের স্বপ্ন কে রাঙিয়ে তোলা: ড্রিম হাউজ

আসসালামু আলাইকুম ,

সবাই কেমন আছেন ,ভালোই আছেন হয়তো ।তবে আজ আমি বেশ ভালো আছি। আজ আমি হাজির হয়েছি আমার রঙের আছড়ে বোনা ড্রিম হাউজ আঁকা পোস্ট নিয়ে ।

আমার মনে হয় এই পৃথিবীতে সবার প্রত্যাশা নিজের একটা বাড়ি / ঘর হোক ,যেই বাড়িকে সে রাঙিয়ে তুলবে নিজের মত ।তেমনি আমারও শখ ছিল আমাদের একটা নিজস্ব বাড়ি থাকুক তা ইটের বা মাটির হোক তা নিয়ে মাথা ব্যথা ছিল না।আমার সব সময়কার ইচ্ছা ছিলো আমাদের যদি গ্রামে একটা নিজের বাড়ি থাকতো,খুবই ভালো হতো নিজের মতো করে নানান ফুলের গাছ ,ফলের গাছ রোপন করতাম ।
তবে আব্বুর ঢাকা জবের জন্য আমাদের কখনো গ্রামে যাওয়া হয় নাই ,আর আব্বু গ্রামের তুলনায় শহরকে বেশি পছন্দ করে ।

যাই হোক সেই বাড়ি তো আর হলো না ,তাই জেগেই স্বপ্ন দেখি ," মানুষ নাকি ঘুমন্ত অবস্থার থেকে বেশি জেগে স্বপ্ন দেখে" তাই আমি ও তার ব্যতিক্রম নই।

ছোট বেলায় আমি যত গ্রামের সিন আর্ট করতাম প্রত্যেকটি তে এমন একটা নদী আর দূরে একটা ডিমের কুসুমের মত সূর্য দিতাম ।
আচ্ছা এমন গ্রাম কি কোথাও আছে নাকি শুধু কল্পনাতেই এমন টা সম্ভব ।

IMG_20220925_221623__01__01.jpg

ডিভাইস: One plus
লোকেশন: সারুলিয়া

ছবিটি আর্ট করার জন্য আমি একটা কাগজ ,বিভিন্ন কালারের সাইন পেন , নিয়েছি

IMG_20220925_211444__01.jpg

প্রথম ধাপ : পেন্সিল এর সাহায্যে শুধু বাড়ির একটা আকৃতি দিয়েছি

IMG_20220925_212326__01.jpg
দ্বিতীয় ধাপ: দূরে গাছ গুলো পাহাড়ের মত এমনটা একে নিয়েছি

IMG_20220925_212648__01.jpg
তৃতীয় ধাপ: কালার পেন এর সাহায্যে এখন আমি পুরা ছবিটি স্টেপ বাই স্টেপ একে যাবো
IMG_20220925_213250__01.jpg
চতুর্থ ধাপ:
IMG_20220925_214123__01.jpg
পঞ্চম ধাপ:
IMG_20220925_214854__01.jpg
ষষ্ঠ ধাপ:
IMG_20220925_215301__01.jpg
সপ্তম ধাপ:
IMG_20220925_220359__01.jpg
এবং ফাইনালি

IMG_20220925_234441__01__01.jpg

ছোট বেলা থেকেই আমার গ্রাম দেখার খুব শখ ছিলো ,তবে মনের মত গ্রাম খুঁজে পেতাম না ,আসলে আমি ছবির মত গ্রাম খুঁজতাম ।তাই আমার ভাবি আমাকে মনের মত গ্রাম দেখাতে রংপুর এর কাউনিয়া নিয়ে গিয়েছিলো। যেখানে কোনো গাড়ির হর্ন নাই,সন্ধ্যা হলে কারেন্ট নাই ,দূর থেকে কুপির আলো জোনাকির মত জলে এমন টা দেখায় ।আসলেই কাউনিয়া যেয়ে আমি খুবই আনন্দ পেয়েছিলাম ।ছবির মত সব ,কি সুন্দর !!!

আজ এই পর্যন্ত ই ,আবার নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো।ইনশাআল্লাহ।

💚ধন্যবাদ💚

Sort:  
 2 years ago 

শহরে হাওয়া বাতাস খেতে খেতে আপনার আব্বুর নিশ্চয় এখন গ্রামের বাতাস ভালো লাগে না 🤭। আসলে সবকিছুই পরিবর্তন হয় সময়ের বিবর্তনে। বাই দা ওয়ে, আপনার আর্ট কিন্তু মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। ভালো আর্ট করতে পারেন দেখছি 🌼

ঠিক বলেছেন ,,,,,,ধন্যবাদ আপনার সুন্দর কমেন্ট এর জন্য

 2 years ago 

আপনার তৈরি করার ড্রিম হাউস টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে তৈরি করেছেন যেটা বলার মত কোন ভাষা নেই।
অনেক সুন্দর ভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

ধন্যবাদ ,,আমার ড্রিম হাউজ দেখে মুগ্ধ হওয়ার জন্য ,আর এত সুন্দর কমেন্টের জন্য

 2 years ago 

অঙ্কনরত অবস্থায় হাতের একটা ছবি থাকলে ভালো হতো। ছবিটা ভালোই এঁকেছেন। ধন্যবাদ আপনাকে।

অনেকেই পোস্টই হাত দেখি না ,তাই আমিও এমন ছবি দেই নাই ,যেহেতু আপনি বললেন ,ইনশাআল্লাহ সামনে হাতের ছবি এড করবো।

 2 years ago 

তোর স্বপ্নের বাড়িতে আমারে নিয়ে যাবি? তাহলে দুইজন মিলে চাওমিন খাব আর আড্ডা দিব🤪🤪

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের আপনি খুব অসাধারণ চিত্র অঙ্কন করেছেন । দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনার চিত্র অঙ্কনটি বেশ মনোমুগ্ধকর হয়েছে। আমাদের মাঝে এত অসাধারণ আর্টি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57529.75
ETH 2571.57
USDT 1.00
SBD 2.44