You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১৯

স্যার আজ আমরা মহান বিজ্ঞানী নিউটন কে নিয়ে পড়ব।তোমরা কি কেউ জানো নিউওটন কে?

আমিঃ না স্যার।তবে নিউটন কে নিয়ে একটি কবিতা পড়েছিলাম।
স্যারঃবলো তো কবিতাটি

আমিঃ
কুকুরের গায়ে বাঘের ছাল
কাচা মরিচের বেজায় ঝাল
নিউওটনের মাথায় আপেল না পড়িয়া
যদি পড়িত তাল
তাইলে বুঝিত নিউটন
কতধানে কত চাল।

স্যার এখনো লাঠি নিয়ে আমাক খুজতেছে।

Sort:  
 2 years ago 

নিউটনের গতিসূএ নিয়ে কৌতুক।
১ম সূএঃএকটি ছাগল হাঁট ছিলো তখন নিউটন ছাগলের দড়ি ধরে টান দিল,এখান থেকে ১ম সূএ হয় আবিষ্কার হলো।কোন বস্তুকে যতক্ষন না থামানো যায় ততক্ষণ অব্দি চলতে থাকে😉।
২য় সূএঃ তখন নিউটন F বল প্রয়োগ করে ছাগল কে দিল ঘুষি ঠিক তখন ছাগলটি ম্যা (ma) করল উঠলো।তখনই দ্বিতীয় সূএ আবিষ্কার F =ma☺️😉
৩য় সূএঃ ঠিক তখনই ছাগলটি নিউটনকে লাথি দিয়ে ছুটে গেলো। তখনই ৩য় সূত্র আবিষ্কার হলো,তা হলো প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে😉😉

 2 years ago 

আহারে এই কবিতা যদি নিউটন শুনতো তাহলে আরও বোধহয় চারপাশটা সূত্র বের হয়ে যেত 🤪🤪। দারুন লাগলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67808.66
ETH 3248.00
USDT 1.00
SBD 2.67