"ভয়ংকর সুন্দর" বুক রিভিউ ||কাকাবাবু সমগ্র

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বইয়ের নামঃ ভয়ংকর সুন্দর(কাকাবাবু সমগ্র)
লেখকঃসুনীল গঙ্গোপাধ্যায়
জনরাঃঐতিহাসিক,রহস্য,অ্যাডভেঞ্চার।

IMG_20220730_100218.jpg

হ্যালো আমার বাংলা ব্লগবাসি।আশা করি সবাই ভাল আছেন।আমিও বেশ আছি।আপনাদের মধ্যে আবার একটি বিখ্যাত বইয়ের রিভিউ নিয়ে হাজির হলাম।

কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি।কাকাবাবুর আসল নাম কাকবাবু নয়।কাকাবাবুর সহকারী হল তার ভাইপো সন্তু।লেখক এখানে সন্তুর ভূমিকায় রয়েছেন।

কাহিনী সংক্ষেপঃ

কাকবাবু অনেকদিন আগে একটি দুর্ঘটনায় নিজে একটি পা হারান।ক্রাচে করে চলাফেরা করেন।তিনি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের একজন বড় কর্মকর্তা ছিলেন।তার চ্যালা তারই ভাইপো সন্তু।সন্তু এবার ক্লাস এইটে পড়ে।

গল্পের শুরুতে কাকবাবু কে দেখা যায় ভূস্বর্গ কাশ্মীরে।এখানে তিনি বিভিন্ন পাহাড় মাপছেন সন্তুর সাহায্য নিয়ে।কেউ জানতে চাইলে বলছেন তিনি গন্ধকের খনি খুজছেন।কিন্তু সন্তুকে তিনি জানান তিনি আসলে গন্ধকের খনি খুজছেন না।তিনি খুজছেন একটি চৌকো কুয়োর মত গর্ত।

এখানেই তাদের সাথে পরিচয় হয় কাশ্মীর এর একজন প্রভাবশালী লোক সুচা সিং এর।সুচা সিং এর একটি বিশেষত্ব হল তার এক আংগুল কাটা।সুচা সিং এর ধারণা কাকাবাবু আসলে সোনার খনি খুজছেন।তাই সে বিভিন্ন ভাবে কাকাবাবুর সাথে খাতির জমানোর চেষ্টা করে।কিন্ত কাকাবাবু তাকে প্রশয় দেয় না।

IMG_20220730_100311.jpg

এরপর কাকবাবু ও সন্তু কাজের সুবিধার জন্য "সোনমার্গের" একটি ছোট্টগ্রামে আশ্র‍য় নেন।সেখানে পরপর দুদিন রাতে সন্তু একটি বিচিত্র আওয়াজ শুনতে পায়।আওয়াজ টি অনেকটা একই জায়গায় ঘোড়া ছুটালে যেমন হয় সেরকম।পরে কাকাবাবু এলাকাবাসীর থেকে জানতে চাইলে তারা জানায় আওয়াজটি একজন অতিপ্রাকৃত যুবকের। যার নাম হাকো, যার চোখে আগুন জ্বলে এবং তার চোখের দিকে কেউ তাকালে পুড়ে ছারখার হয়ে যায়।এটি শুনে কাকাবাবুর ধারনা হয় তিনি যা খুজছেন তা আশেপাশেই আছে এবং পরের দিন জংগলের মাঝে খুজতে গিয়ে সন্তু একটি গর্তে পরে যায় এবং কাকাবাবু সেই গর্ত কেই তাদের সেই পাতকুয়ো বলে চিহ্নিত করেন।এবং সেখানে থেকে তারা একটি তামার বাক্স পায়।সেই বাক্সে একটি প্রাচীন কালের পাথরের মূর্তির মাথা পাওয়া যায়।কাকাবাবু সেটি সন্তুকে দেখিয়ে বলেন এটি ভারতীয় ইতিহাসের অনেক অজানা রহস্যের সমাধান হবে। এই মাথার ঐতিহাসিক মূল্য অনেক।পৃথিবীতে এই মাথা এই একটাই রয়েছে।বাকিগুলো হারিয়ে গেছে কালের অতল গহব্বরে।এরপর তারা সেখান থেকে ফেরার সময় গাড়ি, না পেয়ে সুচা সিং এর গাড়িতে ওঠে।এবং সুচা সিং কিছুক্ষণ পর জানতে চায় বাক্সে কি আছে এবং সে বাক্স খুলে দেখতে চায় কিন্ত কাকাবাবু তা দেখাতে অস্বীকৃতি জানান এবং সুচা সিং এর সাথে রাগারাগি করেন।সুচা সিং হার মেনে নেয়।এবং তারা তাদের তাবু তে ফিরে আসেন।পরদিন কাকাবাবু সন্তুকে বাক্সের পাহারায় রেখে পোস্ট অফিস যান,কিন্তু অনেক রাত হলেও ফিরে আসেন না।আবার রাতে সন্তুদের তাবুতে ডাকাত আক্রমন করে এবং সে তামার বাক্স টি চুরি করে।

IMG_20220730_100246.jpg

এই ডাকাতির পেছনে কাদের হাত আছে? কাকাবাবুই বা কোথায় গেলেন? সন্তু কি পারবে কাকাবাবুকে খুজে বের করতে? তারা কি উদ্ধার করতে পারবে এই অমূল্য ঐতিহাসিক সম্পদ কে?
জানতে হলে পড়ে ফেলুন কাকাবাবু ও সন্তুর অ্যাডভেঞ্চার ভয়ংকর সুন্দর

ব্যক্তিগত মতামতঃ

কাকাবাবুর গল্প ঠিক গোয়েন্দা গল্প নয়।তবে এখানেও রয়েছে রহস্যের ঘনঘটা।আর এখানে ঐতিহাসিক ব্যপার গুলো এত সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে যে একবার পড়লেই মুখস্থ হয়ে যায়।পড়ার সময় আমি শুধু ভাবছিলাম "ইশ! আমাদের বিশ্বপরিচয় বইগুলো যদি এভাবে লেখা হতো,তাইলে এত কষ্ট করতে হত না।বইটি একই সাথে আপনাকে রহস্যদিয়ে আটকে রাখবে আবার ঐতিহাসিক অনেক বিষয় শেখাবে।আমি ব্যক্তিগত ভাবে বইটিকে ১০ এ ৮.৫ দেব।

Sort:  
 2 years ago 

কাকাবাবু সন্তুর গল্প আমি পড়িনি তবে গল্পের অবলম্বনে যে মুভিগুলো আছে সেগুলো দেখেছি। এটা কিছুটা রহস্য এবং কিছুটা অ‍্যাডভেঞ্চার টাইপের। যাইহোক দারুণ রিভিউ করেছেন বইটার। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67315.59
ETH 2604.26
USDT 1.00
SBD 2.71