আমার বাংলা ব্লগ থেকে আমার অর্জন by @shyamshundor

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আদাব /নমষ্কার।আমি বৃত্ত।প্রথমেই ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ এর প্রতিষ্ঠাতা ও প্রফেসর গন কে।তাদের থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি।
IMG_20220704_213627.jpg

প্রথমেই শিখেছি স্প্যামিং কি?
স্প্যামিং হল একই অপ্রাসঙ্গিক কাজ বার বার করা। স্প্যামিং অনেক ভাবেই করা যায়। কাউকে বারবার একই মেসেজ পাঠিয়ে,কাউকে অকারনে পোষ্টে মেনশন দিয়ে,একই ঘটনা বার বার বিভিন্ন ভাবে বর্ণনা করে।আবার কারো পোষ্টের সাথে অসংগত কোন কমেন্ট করে অথবা পোষ্টের সাথে সম্পর্ক নেই এমন ট্যাগ ব্যবহার করলেই সেটা কে স্প্যামিং বলা যায়।
কপিরাইটঃ
কপিরাইট হল অন্য কারো মেধা দিয়ে তৈরি কোন লেখা,আর্ট, ছবি বা শীল্প কে রক্ষা করার আইন।অন্য কারো তোলা ছবি তার অনুমতি ব্যতিত কোন অর্থ উপার্জনের উদ্দেশ্যে ব্যবহার করলে তখন সেটি কপিরাইট এর আওতায় অপরাধ হিসেবে গন্য হবে।আমার বাংলা কমিউনিটি তে কপিরাইট আইন অমান্য করা অপরাধ,তাই আমারের সতর্ক থাকতে হবে।খুব প্রয়োজন না হলে কোন ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড দিয়ে ব্যবহার করা যাবে না। করলেও কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড দিয়ে ব্যবহার করা।
কপিরাইট ফ্রি ৩টি ওয়েবসাইটঃ
খুব দরকার পরলে আমরা কপিরাইট ফ্রি ওয়েব সাইট থেকে ছবি ডাউন লোড করতে পারি। এরকম ৩টি ওয়েবসাইট হলো
১.https://pixabay.com
২.https://pexels.com
৩.https://unsplash.com
ট্যাগঃ
ট্যাগ সব পোষ্টের একটি অত্যবশ্যকীয় অংগ।ট্যাগ এর মাধ্যমে কোন পোষ্ট খুব সহজেই খুজে বের করা যায়।একই ধরনেই ট্যাগ যুক্ত পোষ্ট গুলো একজায়গায় থাকে ফলে খুব সহজেই খুজে বের করা যায়।এজন্য ট্যাগ ব্যবহার করা হয়।ট্যাগ হতে হবে পোষ্ট এর সাথে সম্পর্কযুক্ত।পোষ্ট এর সাথে সম্পর্ক বিহীন ট্যাগ স্প্যামিং বলে গন্য হয়।তাই আমাদের পোষ্ট এর উপর ভিত্তি করে ট্যাগ নির্বাচন করতে হবে,কোন ভাবেই পোষ্ট এর সাথে সম্পর্ক বিহীন ট্যাগ ব্যবহার করা যাবে না।
যে ধরনের পোষ্ট আমারা বাংলা ব্লগ কমিউনিটি তে করা যাবে নাঃ
আমার বাংলা ব্লগে নিজের সৃজনশীল যেকোন পোস্ট করা যাবে।তবে কয়েকটি বিষয়ে পোষ্ট এখানে গ্রহনযোগ্য নয়।সেই বিষয়গুলো নিম্নরুপঃ
১.রাজনৈতিক বিষয়ে কোন পোস্ট।
২.ধর্মীয় বিরোধ তৈরি করে এমন পোস্ট।
৩.শিশু পর্নোগ্রাফি।
৪.নারী বিদ্বেষমূলক পোস্ট।
৫.কাউকে হেয় প্রতিপন্ন করে করা কোন পোস্ট।
৬.পশু নির্যাতন,পশু হত্যা বিষয়ক কোন পোস্ট।
৭.অসত্য,গুজব বৈজ্ঞানিক ভিত্তিহীন কোন পোস্ট।
৮.কোন অপরাধ কে সমর্থন করে এমন পোস্ট।
প্লাগারিজমঃ
প্লাগারিজম অনেক টা কপিরাইট এর মত।তবে প্লাগারিজম বেশি ব্যবহৃত হয় লেখালেখির ক্ষেত্রে।সহজ ভাষায় প্লাজারিজম বলতে বোঝায় অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেওয়া।কারো লেখা হুবহু কপি করে নিজের নামে চালানো অথবা সামান্য পরিবর্তন করে নিজের নামে চালানো কে প্লাগারিজম বলে। প্লাগারিজম মারাত্মক অপরাধ।এটি নৈতিক ভাবেও অনেক গর্হিত কাজ।প্লাগারিজম অবশ্যই বর্জনীয়।
রিরাইটঃ
রিরাইট হল অন্যের তথ্য ব্যবহার করে কোন পোস্ট করা।পৃথিবীতে কিছু তথ্য নির্দিষ্ট থাকে,যা অন্য কারো আবিষ্কার বা নির্নয় করা। এই তথ্যগুলো অনেক সময় আমাদের ব্যবহার করতে হয়।এরকম তথ্য ব্যবহার করে করা পোষ্ট হল রিরাইট।

রিরাইট আর্টিকেল এ যেসব বিষয় খেয়াল রাখতে হবেঃ
১.অবশ্যই লেখার ৭৫%নিজের হতে হবে।
২.তথ্যের উৎস উল্লেখ করতে হবে
৩.সংগ্রহকৃত তথ্যগুলো ইনাভার্টেড কমার মাঝে দিতে হবে।

ম্যাক্রোপোস্টঃ
১০০শব্দের নিচে,একটি ছবি যুক্ত যে কোন পোস্ট ম্যাক্রপোস্ট।বারবার ম্যাক্রপোস্ট করা একধরনের স্প্যামিং।
২৪ঘন্টায় যতগুলো পোস্ট দেওয়া যাবেঃ
একজন লেখক ২৪ঘন্টায় আমার বাংলা কমিউনিটি তে ৩টি পোস্ট করতে পারবে।

Sort:  
 2 years ago 

আপনার পোস্ট থেকে মনে হচ্ছে বিষয়গুলো বেশ ভালই বুঝতে পেরেছেন। আগামী শুক্রবার লেভেল ওয়ান ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ স্যার। অবশ্যই উপস্থিত থাকব।

 2 years ago 

সুন্দর উপস্থাপনার পাশাপাশি প্রতিটি বিষয় অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন। এভাবে নিয়মিত ক্লাস করবেন আর নতুন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। পরবর্তী লেভেলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61129.70
ETH 2660.38
USDT 1.00
SBD 2.55