স্টিমিট অ্যাওয়ার্ড ২০২২||খুশির মোমেন্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী আশা করি ভাল আছেন সবাই। ভাল থাকবেন বা নাই কেন? কাল যে খুশির সংবাদ পেয়েছি তারপর কি আর ভাল না থেকে পারা যায়।

pexels-anna-shvets-6250940.jpg

সোর্স

আপনারা ঠিকই ধরেছেন আমি কি নিয়ে কথা বলছি।হ্যা আমি স্টিমিট অ্যাওয়ার্ড ২০২২ নিয়েই কথা বলছি।আমার স্টিমিট জার্নি বেশি দিনের নয়। এখনো নতুন বলা যেতে পারে।"আমার বাংলা ব্লগই" আমার প্রথম কমিউনিটি।মানুষ বলে অতিরিক্ত কৌতুহল ভাল না। কিন্তু আমি জানি কৌতুহল না থাকলে আমি এই কমিউনিটি খুজে পেতাম না কখনো।

আর এই কমিউনিটি খুজে না পেলে হয়ত স্টিমিটে টিকতেই পারতাম না।কেননা নতুন অবস্থায় নিয়ম কানুন জানা ছিল না।না জানা ছিল কোন মার্কডাউন,কপিরাইটের আইনকানুন।আপনারা ভাল করেই জানেন এগুলো ব্যতিত স্টিমে টেকা কত কঠিন।অন্য কোন কমিউনিটি তে মেম্বার দের এভাবে শিখিয়ে পড়িয়ে নেওয়া হয় কিনা তা আমার জানা নেই। তবে আমি নিশ্চিত অন্য কোন কমিউনিটি এত হেল্পফুল না।

প্রথম যেদিন হ্যাংআউটে জয়েন করলাম সেদিন আরো অবাক হয়ে গেলাম।এভাবে ভার্চুয়াল ভাবে সব মেম্বার মিলে আড্ডা দেওয়া,বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া মনে হয়না অন্য কোন কমিউনিটি তে হয়।আর তাছাড়া দাদা যখন কথা বললেন আর দাদার পরিচয় যখন জানতে পারলাম তখন আরো বেশি অবাক হয়ে গেলাম।এত বড় একজন মানুষ সাধারণ মেম্বার দের সাথে মিসছে তা প্রায় ভাবাই যায়না।তখনই উনার বড় মনের পরিচয় পেয়েছি।

এরপর ক্রমে ক্রমে দিন যেতে লাগল। কমিউনিটির সবার সাথে পরিচিত হতে থাকলাম।কমিউনিটির কার্যক্রম ভালভাবে জানলাম।আর দাদার বড় মনের পরিচয় আরো ভালভাবে পেতে থাকলাম।কিভাবে একটি মানুষ নিজের হাজার ব্যস্ততার মাঝেও কমিউনিটির কথা ভাবতে ভোলেন না। মেম্বার দের সাপোর্ট দিতে অলসতা করেন না।একদিন ও সাপোর্ট দিতে বিলম্ব করেন নাই।

যিনি শুধু নিজের কমিউনিটির কথা না ভেবে সমগ্র প্ল্যাটফর্মের কথা ভেবেছেন।শুধু ভাবেন নি প্ল্যাটফর্মের উন্নতির জন্য একের পর এক প্রজেক্ট হাতে নিচ্ছেন।এভাবে প্লাটফর্ম নিয়ে অন্য কেউ ভাবে কিনা তা জানিনা। আমাদের কমিউনিটি আর দাদা এত দিন এই পুরস্কার যে পায়নি এটা ভেবেই আমি অবাক হচ্ছি। যাই হোক অবশেষে আমরা আমাদের কাজের স্বীকৃতি পেলাম।যদিও দাদা কখনো এগুলো নিয়ে ভাবেন না।তারপরেও যে কোন পুরস্কার মানেই আনন্দ। সর্ব প্রথমেই অভিনন্দন আমাদের সকলের প্রিয় @RME দাদা কে। আর তারপরেই আমার বাংলা ব্লগের সকল অ্যাডমিন মডারেটর ও সদস্য বৃন্দ কে।সবার অক্লান্ত পরিশ্রমের কারনেই আজ আমাদের এই অর্জন।এভাবেই সবাই পরিশ্রম করি তাইলে আগামীতে আরো অনেক সম্মাননা পাব আমরা।

সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ।কেমন লাগল জানাবেন।ভুল ত্রুটি মার্জনীয়

Sort:  
 2 years ago 

সত্যিই আমরা অনেক খুশি এই রেওয়ার্ড অর্জন করতে পেরে, এটা সত্যি কথা অন্য কোন কমিটিতে এভাবে শিখিয়ে পড়িয়ে নেয়া হয় না, আমাদের এখানে বেসিক থেকে শুরু করে একদম গ্রাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করা হয় সেটাও কমিউনিটির নিজ উদ্যোগে, যেটা সচরাচর অন্য কোন কমিউনিটি কখনো কল্পনাও করেনি, আমরা যতটা ইনজয় করি এতটা ইনজয় প্ল্যাটফর্মের অন্য কোন ডিসকর্ড চ্যানেল আদৌ সম্ভব নয়, ভালোবাসার কমিউনিটি আমার বাংলা ব্লগ।

 2 years ago 

আসলেই।আমরা নিজের পরিবারের মত থাকি।অন্য কমিউনিটি তে এটা অসম্ভব।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমেই দাদাকে অনেক অভিনন্দন জানাই।দাদার মতো এরকম কর্মপ্রিয় মানুষ কমই দেখেছি আমি।স্টিমিট জার্নি টা আমারও আপনার মতো বেশিদিন নয়।তবে এই কমিউনিটিতে এসে অনেক কিছু শিখেছি।আর দাদা যে কতটা উদার মনের মানুষ সেটা বলে শেষ করতে পারবোনা। তিনি শত ব্যস্ততার মাঝেও কমিউনিটি +এই প্লাটফর্ম কে উন্নত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।এটা শুধু আমরা কমিউনিটির প্রত্যেকেই জানি।যাইহোক আজকে স্টিমিট কতৃপক্ষের কাছ থেকে পুরস্কার এটা সত্যি অনেক খুশির একটা সংবাদ।যারা ভালো কাজ করেন,তারা সর্বক্ষেত্রেই পুরস্কৃত হন।এখানেও তার ব্যাতিক্রম হয় নি।কিন্তু অনেক আগেই পুরস্কার টি প্রাপ্য ছিল।ধন্যবাদ সুন্দর লিখেছেন।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আমাদের সকলের প্রিয় দাদাকে যার মাধ্যমে আমরা আমাদের এই কমিউনিটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছি। সেই সাথে কমিউনিটির সকলে অ্যাডমিন এবং মডারেটর তাদের অবদান ছিল এই কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আসলে আমি মনে করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এটা পুরস্কার পাবার যোগ্য পুরস্কার পাবার যোগ্য বিধায় স্টিমেট কর্তৃপক্ষ তাকে বেস্ট ব্লগ হিসেবে নির্বাচিত করেছে। আমরা আমার বাংলা ব্লগ কমিউনিটি কে অনেক বেশি ভালোবাসি। ভবিষ্যৎ দিনগুলো আরও উজ্জ্বল হবে শুভকামনা রইল কমিউনিটির সকলের প্রতি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সেই যে স্টিমিট প্ল্যাটফর্মে জয়েন করার কিছুদিন পর আআমার প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগে জয়েন করলাম সেই থেকে হাটিহাটি পাপা করে আমার বাংলা ব্লগের ফাউন্ডার @rme দাদার হাত ধরে এগিয়ে যাছিচ। তা বোধ হয় স্টিমিট প্ল্যাটফর্মের অন্য কোন কমিউনিটিতে নেই। আর সেই কমিউনিটি আজ সাফল্যের হাতছানি পাচ্ছে। ধন্যবাদ @rme। আর ও ধন্যবাদ সকল এডমিন আর মডারেটরগন কে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 98320.57
ETH 3439.18
USDT 1.00
SBD 3.12