লেভেল ২ থেকে আমার অর্জন -by @shyamshundor

received_549448860169277.jpeg

নমস্কার।লেভেল ২ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।কারন লেভেল ২এ আমরা ওয়ালেট এর সিকিউরিটি সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং পাওয়ার আপ ও ডেলিগেশন সম্পর্কে জেনেছি।লেভেলে ২ থেকে আমি আমার নিরাপত্তার জন্য দেওয়া কি গুলোর কাজ জেনেছি।যেমনঃ

পোস্টিং কি এর কাজঃ

এটি সব থেকে কম গুরুত্বপূর্ণ কি।এর সাহায্যে আমরা যে কাজগুলো করতে পারি
১.পোস্ট করা ও কমেন্ট করা।
২.পোস্ট ও কমেন্ট এডিট করা।
৩.কোন পোস্ট রিস্টিম করা।
৪.অযাচিত কোন একাউন্ট মিউট করা।
৫.আপভোট ও ডাউনভোট দেওয়া।

অ্যাক্টিভ কি-এর কাজঃ

অ্যাক্টিভ কি-এর কাজ হলো অর্থনৈতিক বা ওয়ালেট সম্পর্কিত। অ্যাক্টিভ কি-এর সাহায্যে আমরা যে কাজগুলো করতে পারি-
১.SBD স্টিম রুপান্তর
২.এক্সচেঞ্জারে ক্র‍য় বা বিক্রয় এর অর্ডার দেওয়া
৩. ব্যালেন্স ট্রান্সফার।
৪.পাওয়ার আপ ও পাওয়ার ডাউন
৫.উইটনেস ভোট দেওয়া
৬.প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন
৭.নতুন ব্যবহারকারী তৈরি।

উনার কি এর কাজ

উনার কি অনেক সেন্সিটিভ কি।যদি কোন কারনে অ্যাকাউন্ট হ্যাক হয় তবে তার মালিকানা দাবি করতে এই কি এর প্রয়োজন হবে।তাই এই কি- কে নিরাপদে রাখতে হবে।এই কি-র সাহায্যে আমরা যা যা করতে পারিঃ

১.উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করতে পারি।
২.একাউন্ট রিকভার করতে পারি।
৩.ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারি।

মেমো কি এর কাজঃ

মেমো কি এর কাজ সাধারণ ইউজার দের জন্য বেশি গুরুত্বপূর্ণ নয়।মেমো কি-এর সাহায্যে আমরা যা করতে পারি
১.এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে পারি।
২.কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে পারি।

মাস্টার পাসওয়ার্ডের কাজঃ

মাস্টার পাসওয়ার্ড সব থেকে গুরুত্বপূর্ণ। মাস্টার পাসওয়ার্ড আমরা অ্যাকাউন্ট খোলার সময় পেয়ে থাকি বা নিজেই জেনারেট করে থাকি।মাস্টার পাসওয়ার্ড সব গুলো কি-এর মাথা।মাস্টার পাসওয়ার্ড দিয়ে আমরা পোস্টিং কি,অ্যাক্টিভ কি,মেমো কি এবং উনার কি এর সব কাজ করতে পারি।তাই এই কি খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে।

মাস্টার পাসওয়ার্ড সংরক্ষণে আমার পরিকল্পনাঃ

যেহেতু মাস্টার পাসওয়ার্ড সব থেকে গুরুত্বপূর্ণ তাই এটিকে খুবই সাবধানে সংরক্ষণ করতে হবে।মাস্টার পাসওয়ার্ড সংরক্ষণে আমার পরিকল্পনাঃ

১.মাস্টার পাসওয়ার্ড কে এনক্রিপ্ট করে গুগল ড্রাইভে সংরক্ষণ করব
২.মোবাইলের নোট-প্যাডে এনক্রিপ্ট করে লিখে রাখব।
৩.ডাইরি তে লিখে রাখব।
৪.কি এর পিডিএফ ফাইল প্রিন্ট আউট করে সুরক্ষিত জায়গা রেখে দেব।
৫.কম গুরুত্বপূর্ণ কাজে মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করব না।
৬.প্রিন্ট আউট গুলো একজায়গায় না রেখে কয়েকটি ভিন্ন ভিন্ন জায়গায় রাখব

পাওয়ার আপঃ

পাওয়ার আপ মানে নিজের ক্ষমতা বৃদ্ধি করা।পাওয়ার যত বাড়বে তার অনুপাতে ভোটের ক্ষমতা ও বাড়বে এবং কিউরেশন রিওয়ার্ড ও বেশি পাওয়া যাবে।তাই নিজেদের ক্ষমতা বৃদ্ধি এবং লাভের বেশি লাভের জন্য পাওয়ার আপ করা জরুরী।

পাওয়ার আপ করার প্রসেসঃ

প্রথমে অ্যাক্টিভ কি দিয়ে ওয়ালেটে লগিন করতে হবে।

IMG_20220729_092905.jpg

তারপর স্টিম ব্যলেন্স এর পাশের ড্রপডাউন মেনু তে ক্লিক করতে হবে। তারপর সেখানে থাকা আপশন গুলোর মধ্য থেকে পাওয়ার আপ সিলেক্ট করতে হবে।

IMG_20220729_092937.jpg

তারপর কত স্টিম পাওয়ার আপ করতে চাই তা দিতে হবে।এরপর পাওয়ার আপে ক্লিক করলেই পাওয়ার আপ হবে।

Screenshot_2022-07-29-09-24-44-165_com.android.chrome.jpg

সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?

উত্তরঃ৩দিন

#মেমোফিল্ড এর কাজ কি?
উত্তরঃমেমোফিল্ড এর কাজ হল কোন কারনে স্টিম আদান প্রদান হচ্ছে তা উল্লেখ করা।এক্সেঞ্জারে ট্রান্সফারের ক্ষেত্রে মেমোফিল্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তরঃ৫দিন পর।

ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো ১০০ এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তরঃ৩০০

ধন্যবাদ আমাদের প্রফেসর ও সহকারী প্রফেসর দের।অনেক ধৈর্য সহকারে আমাদের এসব গুরুত্বপূর্ণ জিনিস শেখানোর জন্য।

Sort:  
 2 years ago 

লেভেল ০২ এর লিখিত পরীক্ষায় দেওয়া সকল।প্রশ্নের উত্তর দেখেই বোঝা যাচ্ছে আপনি এবিষয় গুলো ভালভাবে বুঝতে পেরেছেন। সকল নিয়ম কানুন মেনে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আশা করি খুব শীঘ্রই আপনাকে লেভেল ০২ ট্যাগ প্রদান করা হবে।
আগামীর জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 60932.34
ETH 3380.87
USDT 1.00
SBD 2.50